লালমনিরহাট সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন
বিশ্ব দর্শন দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট সরকারি কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “অসাম্যের নৈতিকতা ও ভবিষ্যৎ সমাজ গঠনে মূল্যবোধ (Ethics of Inequality and Values Shaping Future Society)”। অনুষ্ঠানের আয়োজন করে কলেজের দর্শন বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এইচ এম রকিব হায়দার। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক জনাব চিন্ময় রায়। অনুষ্ঠানের সভাপতি ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মোঃ রাশেদুন্নবী।
আলোচনা সভার শুরুতে অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করানো হয়। প্রথম বর্ষের শিক্ষার্থীরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মিজানুর রহমান পলাশ প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী ইবরাহীম খলিলুল্লাহ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন বিধান চন্দ্র রায়।
স্বাগত বক্তব্য দেন প্রভাষক জনাব আব্দুল্লাহ আল মামুন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোছাঃ তাহমিনা আক্তার।
দর্শন বিভাগের প্রধান মোঃ মিজানুর রহমান বলেন— “আধুনিক সমাজের সংকটগুলোর অন্যতম কারণ বৈষম্য; ভবিষ্যৎ মানবসমাজের মূল্যবোধ নির্ভর করবে আজকের নৈতিক সিদ্ধান্তের ওপর।”
বিশেষ অতিথি চিন্ময় রায় দর্শনের মানবিকতা, যুক্তিবোধ ও মূল্যবোধ সংস্কৃতির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব এইচ এম রকিব হায়দার বলেন— “দর্শন মানুষের চিন্তা-চেতনা, নৈতিকতা ও দায়িত্ববোধকে প্রসারিত করে।” তিনি উল্লেখ করেন যে তিনি নিজেও দর্শনের ছাত্র ছিলেন এবং বলেন— “দর্শনের আলো মানুষকে সত্য, ন্যায় ও মানবিকতার পথে পরিচালিত করে।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম মোঃ রাশেদুন্নবী বলেন— “দর্শন কখনোই বইয়ের ভেতর সীমাবদ্ধ নয়; এটি প্রতিদিনের প্রশ্ন, ভাবনা ও উপলব্ধিতে বেঁচে থাকে।” তিনি Aristotle, Socrates, Kant, Bertrand Russell ও Hannah Arendt-এর চিন্তার উদাহরণ তুলে ধরে দর্শনের ব্যাপ্তি ব্যাখ্যা করেন।
অনুষ্ঠান শেষে সভাপতি বলেন— “হয়তো আজ সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, কিন্তু নতুন কিছু প্রশ্ন পাওয়া গেছে— আর সেটাই দর্শনের সৌন্দর্য।”
Ahad Hossain / Ahad Hossain
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা