ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সীমান্তে ১৫ বিজিবির টানা অভিযানে ভারতীয় গরু–ফেন্সিডিল–ইস্কাফ–গাঁজা জব্দ


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ২৪-১১-২০২৫ বিকাল ৫:৪৮
ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে টানা সাফল্য পেয়েছে। ২৩ ও ২৪ নভেম্বর রাতব্যাপী এবং সকালে পরিচালিত অন্তত পাঁচটি পৃথক অভিযানে ভারতীয় গরুসহ ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ এবং গাঁজা জব্দ করেছে বিজিবি।
 
বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোগলহাট, ঝাউরানী ও বনচৌকি বিওপি এলাকার বিভিন্ন পয়েন্টে বিশেষ টহল পরিচালনা করা হয়।
 
২৩ নভেম্বর রাত প্রায় ১২টা ৩০ মিনিটে মোগলহাট বিওপির আওতাধীন কুমারটারী সীমান্ত এলাকায় ভারতীয় দিক থেকে কয়েকজন চোরাকারবারী গরুসহ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা পালিয়ে গেলে ৮টি ভারতীয় গরু জব্দ করা হয়।
 
একই এলাকায় একই রাত ১০টা ৫০ মিনিটে চোরাকারবারীদের সন্দেহজনক চলাচল দেখে টহলদল অভিযান চালায়। তারা পালিয়ে গেলে ফেলে যাওয়া মালামাল থেকে ৭০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। রাত ১২টা ২০ মিনিটে আরেক অভিযানে উদ্ধার করা হয় ১৫ কেজি ভারতীয় গাঁজা।
 
অন্যদিকে, ২৪ নভেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে ঝাউরানী বিওপির খামারভাতী এলাকায় টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬৭ বোতল ফেন্সিডিল এবং ৯৯ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
 
একই দিন রাত ৩টা ৩০ মিনিটে বনচৌকি বিওপি এলাকার উত্তর আমঝোলে অভিযান চালিয়ে আরও একটি ভারতীয় গরু আটক করা হয়।
 
১৫ বিজিবির অধিনায়ক জানান, জব্দকৃত গরুর সংখ্যা ৯টি, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া ১৬৯ বোতল ইস্কাফ সিরাপ (মূল্য ৬৭ হাজার ৬০০ টাকা), ৬৭ বোতল ফেন্সিডিল (মূল্য ২৬ হাজার ৮০০ টাকা) এবং ১৫ কেজি গাঁজা (মূল্য ৫২ হাজার ৫০০ টাকা) উদ্ধার করা হয়েছে। মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৭ লাখ ৯১ হাজার ৯০০ টাকা।
 
তিনি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
 
তিনি আরও জানান, এই ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্তের কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
 
বিজিবির এ সফল অভিযানের ফলে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আরও এক ধাপ সাফল্য যুক্ত হলো।

Rp / Rp

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত