ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সীমান্তে ১৫ বিজিবির টানা অভিযানে ভারতীয় গরু–ফেন্সিডিল–ইস্কাফ–গাঁজা জব্দ


জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট photo জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট
প্রকাশিত: ২৪-১১-২০২৫ বিকাল ৫:৪৮
ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে টানা সাফল্য পেয়েছে। ২৩ ও ২৪ নভেম্বর রাতব্যাপী এবং সকালে পরিচালিত অন্তত পাঁচটি পৃথক অভিযানে ভারতীয় গরুসহ ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ এবং গাঁজা জব্দ করেছে বিজিবি।
 
বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোগলহাট, ঝাউরানী ও বনচৌকি বিওপি এলাকার বিভিন্ন পয়েন্টে বিশেষ টহল পরিচালনা করা হয়।
 
২৩ নভেম্বর রাত প্রায় ১২টা ৩০ মিনিটে মোগলহাট বিওপির আওতাধীন কুমারটারী সীমান্ত এলাকায় ভারতীয় দিক থেকে কয়েকজন চোরাকারবারী গরুসহ বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা পালিয়ে গেলে ৮টি ভারতীয় গরু জব্দ করা হয়।
 
একই এলাকায় একই রাত ১০টা ৫০ মিনিটে চোরাকারবারীদের সন্দেহজনক চলাচল দেখে টহলদল অভিযান চালায়। তারা পালিয়ে গেলে ফেলে যাওয়া মালামাল থেকে ৭০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। রাত ১২টা ২০ মিনিটে আরেক অভিযানে উদ্ধার করা হয় ১৫ কেজি ভারতীয় গাঁজা।
 
অন্যদিকে, ২৪ নভেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে ঝাউরানী বিওপির খামারভাতী এলাকায় টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৬৭ বোতল ফেন্সিডিল এবং ৯৯ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়।
 
একই দিন রাত ৩টা ৩০ মিনিটে বনচৌকি বিওপি এলাকার উত্তর আমঝোলে অভিযান চালিয়ে আরও একটি ভারতীয় গরু আটক করা হয়।
 
১৫ বিজিবির অধিনায়ক জানান, জব্দকৃত গরুর সংখ্যা ৯টি, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া ১৬৯ বোতল ইস্কাফ সিরাপ (মূল্য ৬৭ হাজার ৬০০ টাকা), ৬৭ বোতল ফেন্সিডিল (মূল্য ২৬ হাজার ৮০০ টাকা) এবং ১৫ কেজি গাঁজা (মূল্য ৫২ হাজার ৫০০ টাকা) উদ্ধার করা হয়েছে। মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৭ লাখ ৯১ হাজার ৯০০ টাকা।
 
তিনি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
 
তিনি আরও জানান, এই ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্তের কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
 
বিজিবির এ সফল অভিযানের ফলে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আরও এক ধাপ সাফল্য যুক্ত হলো।

Rp / Rp

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত