ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সংস্কারের অভাবে জয়পুরহাটের ৩২ টি ইউনিয়ন কৃষি অফিসে সেবা কার্যক্রম বন্ধ


জয়পুরহাট প্রতিনিধি photo জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১১-২০২৫ বিকাল ৬:৫০

প্রান্তিক পর্যায়ের কৃষকদের কৃষিভিত্তিক সেবা দিতে জয়পুরহাটের পাঁচ উপজেলায় ৩২টি 'ইউনিয়ন কৃষি সম্প্রসারণ কেন্দ্র' ও 'কৃষি তথ্যসেবা ও পরামর্শ প্রদান কেন্দ্র' নির্মাণ করেছে সরকার। এগুলোকে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন কৃষি অফিস বলা হয়। তবে বছরের পর বছর ধরে এসব কেন্দ্রের ভবনগুলোর সংস্কার না হওয়ায় এক পর্যায়ে সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এরপর থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা সেখানে আসা বন্ধ করে দেন। ফলে ভবনগুলো অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। কোনো কোনো ভবনের সামনে আবার স্থানীয়রা আবর্জনা ফেলে ময়লার ভাগাড়ে পরিণত করেছেন। আবার কোনোটায় রাত হলেই মাদকের বসে আড্ডা। এতে মাঠ পর্যায়ের কৃষকরা প্রয়োজনীয় কৃষিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে নাগরিকের ট্যাক্সের টাকায় বানানো ভবনগুলো কোনো কাজেই আসছে না। জেলার কৃষকদের দাবী, দ্রুত এসব ভবন সংস্কার করে কৃষিসেবা পুনরায় চালু করা হোক।

সরেজমিনে জানা গেছে, প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দিতে বিগত আশির দশকে জয়পুরহাটের মোট পাঁচ উপজেলার ৩২টি ইউনিয়নে এসব কৃষি অফিস নির্মাণ করা হয়। কেন্দ্রগুলোতে প্রথমদিকে বীজ, সার ও কৃষিপণ্য সংরক্ষণ করা হতো। এ ছাড়া সেখানে গেলে নানা ধরনের কৃষিপণ্য উৎপাদনের পরামর্শ পাওয়া যেত। কিছু কিছু কেন্দ্রে উপ-সহকারী কৃষি কর্মকর্তা বসতেন। কিন্তু দীর্ঘদিন ধরে এসব কেন্দ্রের ভবনের সংস্কার না হওয়ায় সেগুলো এখন ব্যবহারের উপযোগিতা হরিয়েছে। কোনো কোনো ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়েছে। কোনোটির দরজা-জানালা ভেঙে গেছে। ভরে গেছে আগাছা আর লতাপাতায়।

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, 'পুরানাপৈল ইউনিয়ন কৃষি অফিসে আগে কৃষি অফিসার বসতেন। আমরা সেখান থেকে কৃষি বিষয়ক পরামর্শ পেতাম। কিন্তু কয়েক বছর ধরে অফিসটি বন্ধ। কৃষি কর্মকর্তারা এখন আর এখানে আসেন না। স্থানীয়রা অফিসটির চারপাশে আবর্জনা ফেলেন। অফিসটি এখন আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।' একই গ্রামের বাসিন্দা আব্দুল বাসেদ বলেন, 'আগে এখানে কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ পাওয়া যেত। কোন ফসলের কী রোগ হয়েছে, তার সমাধান কী- এসব বিষয়ে পরামর্শ এখানে পাওয়া যেত। কিন্তু বছরের পর বছর ধরে অফিসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চারপাশে ফেলা আবর্জনার গন্ধের কারণে এখন অফিসটির সামনেও যাওয়া যায় না। এছাড়া এখন রাত হলেই এখানে মাদক সেবীদের আড্ডা বসে। আমরা চাই কৃষি অফিসাররা এখানে আগের মতো বসুক। কৃষকদের সহযোগিতা করুক।' উপজেলার জামালগঞ্জের কৃষক হারেজ উদ্দীন বলেন, 'সরকার কোটি কোটি টাকা খরচ করে এসব কৃষিসেবা কেন্দ্র নির্মাণ করেছে। কিন্তু সংস্কারের অভাবে কেন্দ্রগুলো এখন অচল অবস্থায় পড়ে আছে। এতে আমরা সেবা পাচ্ছি না। দ্রুত ভবনগুলো সংস্কার করা প্রয়োজন।' 

সদর উপজেলার জামালপুর গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন বলেন, 'আমাদের ইউনিয়ন কৃষিসেবা অফিসে একসময় বীজ থেকে শুরু করে সব ধরনের কৃষি সহযোগিতা পাওয়া যেত। কিন্তু কোনো অফিসারকে এখানে অনেক দিন ধরে আসতে দেখিনি। কেন্দ্রটি বন্ধ হয়ে আছে। লতা-পাতায় ভরে গিয়ে ভবনটি এখন ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। অনেক বখাটে ছেলে এখানে রাতের বেলা নেশা করে ও নানা ধরনের অপরাধীদেরও আড্ডা বসে। কৃষিসেবা নিশ্চিত করতে কেন্দ্রগুলো দ্রুত সংস্কার করা দরকার।'

পুরানাপৈল ইউনিয়নের কৃষি অফিসের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন বলেন, 'কেন্দ্রটি দীর্ঘ বছর ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। ওখানে বসলে মাথার ওপর ছাদ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এ জন্য কোনো কর্মকর্তা ওখানে বসেন না। আমরা ইউনিয়ন পরিষদে বসে কৃষকদের সেবা দিই। কেন্দ্রটি বন্ধ থাকায় মানুষজন ভবনের চারপাশে ময়লা আবর্জনা ফেলে। সরকারি স¤পদ নষ্ট হয়ে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি ভবনটি সংস্কার করে তাহলে আমরা সেখানে বসতে পারব। তাহলে কৃষকরা আবারও আগের মতোই সেবা পাবেন।'

জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ,কে,এম সাদিকুল ইসলাম বলেন, 'প্রথমদিকে এই অফিসগুলোতে বীজসহ কৃষি পণ্য সংরক্ষণ করা হতো। কিছু অফিসে আমাদের কর্মকর্তারা কৃষকদের বিভিন্ন রকমের কৃষিসেবা দিতেন। পরে সংস্কারের অভাবে ভবনগুলো ব্যবহারের অনুপযোগী হওয়ায় এখন মাত্র ৫/৬টি বাদে বাকিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। তবে এসব ভবন সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলেই প্রয়োজনীয় সংস্কার করা হবে এবং তখন আবারও অফিসগুলো চালু হবে।

Masum / Masum

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত