শিবচরে মাদক ও চোরাকারবারিদের কোন জায়গা হবে নাঃ সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিবচরে নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন মাদারীপুর-১(শিবচর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু।নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেন আগামীতে বিএনপি সরকার গঠন করলে শিবচরে মাদক,সন্ত্রাসী ও চোরাকারবারিদের কোন জায়গা হবে না। এ সময় তিনি বিভিন্ন এলাকায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেন।
মঙ্গলবার (২৫নভেম্বর) বিকেলে শিবচর উপজেলার উমেদপুর, কুতুবপুর, কাঠালবাড়ী, পাচ্চর ইউনিয়নে বিশাল মোটরসাইকেলের গাড়ি বহর ও হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারনা ও সাধারন মানুষের কাছে ধানের শীষে জন্য ভোট প্রার্থনা করেন।
মাদারীপুর-১(শিবচর) আসনের ২০১৮ সালের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বলেন" ভুল তথ্যের ভিত্তিতে এ আসনে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল যেটি পরের দিনেই স্থগিত করা হয়।দলের যে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল সেটা চূড়ান্ত মনোনয়ন নয়। দলীয় প্রতীক বরাদ্দের আগের দিন পর্যন্ত ধানের শীষের একমাত্র মালিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
আশা করি সঠিক জনমত জরিপের ভিত্তিতে,দল পুনর্বিবেচনার মাধ্যমে জনপ্রিয়তার ভিত্তিতেই আমাকেই মনোনয়ন দেবে।ধানের শীষের প্রতীক আমাকে দেওয়া হলে এ আসনের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।চূড়ান্ত মনোনয়ন আমাকে দেওয়া হলেই এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত।দলের চরম দুঃসময়ে জেলা ও উপজেলার নেতৃত্বে আমি ছিলাম।কখনো দল ছেড়ে যাইনি,আশা করি দল আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে'।
এসময় উপস্থিত ছিলেন-শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামিম আহসান চৌধুরী,শিবচর পৌরসভার আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক হেমায়েত হোসেন খান,মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইসতিয়াক চৌধুরী তুমন, শিবচর উপজেলার সদস্য সচিব মনজিল রহমান সিহাব,উপজেলা তাঁতীদলের সাবেক আহবায়ক ফারুক হোসেন মাদবর,উপজেলা যুবদলের নেতা লিজন চৌধুরী,ওসমান বেপারী,শাহিন মিয়া,মিজান শিকদার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ,শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নাসির হাওলাদা,তরুন দলের মাদারীপুর জেলার সদস্য সচিব ইব্রাহিম মিয়া,সাবেক ছাত্রদল নেতা রুবেল মুন্সি সহ বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এখানে উল্লেখ্য যে গত সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এ সময় মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নপ্রার্থী কামাল জামান মোল্লার নামও ঘোষণা করা হয়েছিল।তবে প্রার্থী ঘোষণার দিন রাতে প্রার্থী পরিবর্তন করার জন্য আন্দোলন করে শিবচর উপজেলা বিএনপির সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলুর সমর্থিত নেতাকর্মীরা। এ সময় তারা প্রার্থী পরিবর্তন এর জোরালো দাবি জানান।তবে পরে কেন্দ্র থেকে 'অনিবার্য কারণে' ওই আসনে তার প্রার্থিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সকল ঘটনার পরেই নতুন করে জমে ওঠে শিবচরে রাজনীতি। মাদারীপুর শিবচরে মনোনয়ন পেতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
Masum / Masum
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ ৩জন আটক
বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫
শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা