সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীমঃ সাবেক ফুটবল কোচ লাবলু
সুস্থ ও সুন্দর মাদকমুক্ত জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক,বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু।খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন সুস্থ দেহে ও সুস্থ মন-মানসিকতা তৈরির লক্ষ্যে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শনিবার(২৯নভেম্বর) বিকেলে শিবচর উপজেলার পাচ্চর জাগরনী ক্রীড়া চক্র কর্তৃক আয়োজনে পাচ্চর পুরাতন হাই স্কুলের মাঠে ফুটবলেরে হারানো গৌরব ফিরিয়ে আনতে এক ব্যতিক্রমী লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু।
ফাইনাল খেলার সময় পুরো মাঠের চারদিক দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।এ সময় হাজার হাজার ফুটবলপ্রেমি উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন।
ফাইনাল খেলার শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। এ সময় ফুটবল খেলার মাঠে থেকে লাবলু সিদ্দিকীর নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।দর্শকরা তাকে এমন একটি ফুটবল খেলার আয়োজনের করার জন্য ধন্যবাদ জানান।
এ টুনামেন্টে অংশগ্রহন করেন বিভিন্ন জেলা থেকে আগত ফুটবলের বিভিন্ন ক্লাব।আয়োজনে মোট ১৬ টি দলের নক আউট পদ্ধতিতে ফুটবল খেলায় অংশগ্রহন করে।এখানে অংশগ্রহণকারী কোনো ফুটবল দলকে খরচ দিতে হয়নি।বিভিন্ন দলের খেলোয়াড়দের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রাখা হয়েছিল।পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ান দলকে দেওয়া হয় এক লক্ষ টাকা এবং সাথে বিভিন্ন পুরস্কার।
উৎসবমুখর ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন শিবচর উপজেলা ফুটবল একাডেমি বনাম সদরপুর চরমানাইর স্পোর্টিং ক্লাব। এ সময়রশিবচর উপজেলা ফুটবল একাডেমি জয় লাভ করেন।
ব্যতিক্রমী লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের আয়োজন সম্বন্ধে জানতে চাইলে বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বলেন" আমাদের শিবচরের তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই ব্যতিক্রমী লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের আয়োজন।খেলার মাঠে হাজার হাজার ফুটবল প্রেমী দেখে মনে হয় এখনো খেলাধুলার প্রতি সকল প্রজন্মের যথেষ্ট টান রয়েছে। আমাদের এ আয়োজন অন্যতম উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো এবং তাদের মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনা"।
এ সময় তিনি আরো বলেন 'আমি বিশ্বাস করি তরুণদের যদি খেলাধুলায় উদ্বুদ্ধ করে তাদের অংশগ্রহণ করানো যায় তবে এই সমস্ত তরুণদের সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রেখে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব।খেলাধুলাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করতে হবে।আমাদের দেশে দিন দিন মাঠ দখল হয়ে যাচ্ছে এমনকি এখন মানসম্মত মাঠের সংখ্যা খুব কম।তাই খেলার মাঠ বাড়াতে হবে এবং খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে"।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সোহেল রানা,সদস্য শামিম আহসান চৌধুরী,শিবচর পৌরসভার আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক হেমায়েত হোসেন খান,মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইসতিয়াক চৌধুরী,শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজিল রহমান সিহাব,উপজেলা তাঁতীদলের সাবেক আহবায়ক ফারুক হোসেন মাদবর,উপজেলা যুবদলের নেতা লিজন চৌধুরী,ওসমান বেপারী,শাহিন মিয়া, বাঁশকান্দি ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজান শিকদার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ,সদস্য সচিব সাইদুর রহমান বেপারী,শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নাসির হাওলাদা,তরুন দলের মাদারীপুর জেলার সদস্য সচিব ইব্রাহিম মিয়া,সাবেক ছাত্রদল নেতা রুবেল মুন্সি সহ বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
Masum / Masum
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা