বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
বাগেরহাটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্নিচারের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
বুধবার (৪ ডিসেম্বর) ভোররাতে বাগেরহাট শহরের এলজিইডি মোড় এলাকায় আব্দুল কাইয়ুমের মালিকানাধীন ফার্নিচারের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের সব মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী মো. রানা জানান, “দোকানের ঠিক বিপরীতেই আমাদের বাড়ি। ভোরে হঠাৎ চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি দোকান জ্বলছে। আমরা চেষ্টা করেও কিছু বাঁচাতে পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবদুল কাইয়ুম বলেন, “আমার দোকানে নয়টি মেশিন ছিল—চারকুলার, ড্রি, কুল মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম। সঙ্গে ছিল দুটি খাট ও পাঁচটি দরজা, যা এই সপ্তাহেই সরবরাহ করার কথা ছিল। সব প্রস্তুত ছিল, কিন্তু আগুন সবকিছু শেষ করে দিল। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমাদের পাঁচ সদস্যের পরিবার এই দোকানের উপরই নির্ভর করত। এখন আমি সম্পূর্ণ পথে বসেছি।”
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
Ahad Hossain / Ahad Hossain
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ ৩জন আটক
বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫
শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা