শরীয়তপুরে এনসিপির বর্নাঢ্য বিজয় র্যালি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উদ্যোগে বিজয় বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় পদ্মাসেতুর জাজিরার নাওডোবা পয়েন্ট থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে এ বিজয় র্যালি শুরু করে। র্যালিটি ঢাকা-শরীয়তপুর সড়কের প্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করে রাত প্রায় ৭টার দিকে শরীয়তপুর জেলা শহরের জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে এসে পৌঁছায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে এনসিপি মনোনীত প্রার্থী আব্দুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার সাবেক আহবায়ক ইমরান আল নাজির, জেলা জাতীয় যুবশক্তির আহবায়ক কাওসার মৃধা প্রমূখ। এসময় এনসিপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে এনসিপি মনোনীত প্রার্থী আব্দুর রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধের দেশ স্বাধীন হলেও অনেক ক্ষেত্রেই আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ থেকে বঞ্চিত হয়েছি। এই স্বাধীনতা রক্ষার জন্যই ১৯৯০ সালে একটি গণঅভ্যুত্থান হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালেও একটি অভ্যুত্থান হয়। কিন্তু আমরা দেখেছি, সেই ৫ আগস্টের পর কিছু বিশেষ মহল বিভিন্ন জিনিস দখল করার পায়তারা করেছে, আবার সেই স্বাধীনতা ভূলন্ঠিত করার চেষ্টা করেছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের এই বিজয় বর্নাঢ্য র্যালি করেছি। ২৪ কে দিয়ে আবার অনেকে ৭১কে ভুলুন্ঠিত করতে চায়। আমরা এনসিপি ৭১ এবং ২৪ দুটোকেই আমরা লালন করে এগিয়ে যাই।
তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন রাষ্ট্র গঠন এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই এনসিপি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছে।
জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে এনসিপি রাজপথে থাকবে। শরীয়তপুরের মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। তরুণদের নেতৃত্বে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এনসিপি বদ্ধপরিকর। আগামী দিনে শরীয়তপুরকে উন্নয়ন ও সুশাসনের মডেল জেলা হিসেবে গড়ে তুলতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার আহবায়ক ইমরান আল নাজির বলেন, শিক্ষার্থী ও তরুণ সমাজ আজ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার। ছাত্রসমাজ ন্যায়ের পক্ষে আছে এবং গণতান্ত্রিক পরিবর্তনের আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেবে।
এছাড়া জাতীয় যুবশক্তির শরীয়তপুর জেলা আহবায়ক কাওছার মৃধা বক্তব্যে বলেন, যুবসমাজকে সংগঠিত করেই একটি শক্তিশালী ও দায়িত্বশীল রাষ্ট্র গঠন সম্ভব। তিনি এনসিপির নেতৃত্বে তরুণদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ সময় তারা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের দাবি ও প্রত্যাশা তুলে ধরেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
Masum / Masum
লোহাগড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শরীয়তপুরে এনসিপির বর্নাঢ্য বিজয় র্যালি
আড়িয়াল খাঁ নদীতে হনুফার নিথর দেহ
বাগেরহাটে তেল ও ডাল ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা
পটুয়াখালীর বাউফলে মশাল মিছিল
মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক ফয়জী নির্বাচিত
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
বাগেরহাটে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন