ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১২-২০২৫ দুপুর ৪:৫৭

সারা দেশেরমত বাগেরহাটেও যথাযথ মর্যাদা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। 
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনীরমাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।
এর পরেই জেলা প্রশাসনের পক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। জেলা পুলিশের পক্ষ থেকে পুস্প স্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।
পুলিশ সুপারের পরে একে একে বিচার বিভাগ,মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, সরকারি মহিলা কলেজ, সরকারি পিসি কলেজ, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, ইসলামী ব্যাংক, অগ্রনী ব্যাংকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ পুস্প স্তবক অর্পন করা হয়মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্বে।
সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, খাদেম নেয়ামুল নাসির আলাপ, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, শাহেদ আলী রবিসহ নেতাকর্মীরা। বিএনপির পরেই যুবদলের পক্ষে সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, ছাত্রদলের পক্ষে সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, স্বেচ্ছাসেবক দলের আহবায় ইসলাম শান্ত,মহিলা দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পন করে।বেলা বাড়ার সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে শহীদমুক্তিযোদ্ধা স্তম্বে।
পরে সকাল সাড়ে ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় পাতাকা উত্তোলন এবং বাগেরহাটবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শনী করা হয় জেলা স্টেডিয়ামে। কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শনীতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে।
এদিকে বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বিজয় মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও বিসিক শিল্প নগরী। বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Ahad Hossain / Ahad Hossain

নানা কর্মসূচিতে মাদারীপুরে মহান বিজয় দিবস উদযাপন

মাদারীপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ

মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিএমইউজে ফেনীর শ্রদ্ধা নিবেদন

বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় মহান বিজয় দিবস পালিত

বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ টাঙ্গাইল জেলা শাখার বিজয় দিবস পালিত

লোহাগড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

শরীয়তপুরে এনসিপির বর্নাঢ্য বিজয় র‍্যালি

আড়িয়াল খাঁ নদীতে হনুফার নিথর দেহ

বাগেরহাটে তেল ও ডাল ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা

পটুয়াখালীর বাউফলে মশাল মিছিল

মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত