ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
হাজী শরীয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ও সংগঠনের চেয়ারম্যান হাফেজ হযরত মাওলানা হানজালার নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেয় শিবচরের সর্বস্তরের মানুষ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে ৭১ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তব্য অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা আবেগঘন কণ্ঠে শহীদ হাদির স্মৃতিচারণ করেন। তারা বলেন, শহীদ হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক সাহসী কণ্ঠ। ফ্যাসিস্ট শাসনামলে জনগণের অধিকার আদায়ে তিনি নির্ভীকভাবে রাজপথে দাঁড়িয়েছিলেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন। অথচ স্বাধীন বাংলাদেশে তাকে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ দিতে হয়েছে এটি জাতির জন্য গভীর বেদনার বিষয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু গোটা দেশকে শোকস্তব্ধ করেছে। এই হত্যাকাণ্ডে দেশ হারিয়েছে একজন সংগ্রামী নেতা, আর একটি পরিবার হারিয়েছে তাদের প্রিয় সন্তান ও অভিভাবক।
হাজী শরীয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান হাফেজ হযরত মাওলানা হানজালা তার বক্তব্যে বলেন “হাদির শাহাদাতের খবর শুনে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। যারা আগামীর বাংলাদেশ গড়তে চায়, যারা অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের জন্য হাদির মতো কণ্ঠস্বর ছিল প্রেরণার বাতিঘর। তার হত্যার মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে, এই দেশ এখনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ।”
তিনি আরও বলেন, “হত্যার পর অভিযুক্তদের আশ্রয় দেওয়ার ঘটনাও আমাদের জন্য লজ্জাজনক। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন জোরদার করা হবে।”
সমাবেশ শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাজী শরীয়াতুল্লাহ সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা ত্বহা, গণঅধিকার পরিষদের মাদারীপুর জেলা সভাপতি গাউছ মৃধা, সংগঠনের শুরা সদস্য মুফতি নজরুল ইসলাম, শানু কাজী, উপজেলা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, মাওলানা কবির হোসেন, পৌর ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জেল হোসেন মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
Masum / Masum
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে আমতলী মশাল মিছিল
ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে শিবচরে বিক্ষোভ
সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকাণ্ডে তীব্র নিন্দা, কঠোর হুঁশিয়ারি
নানা কর্মসূচিতে মাদারীপুরে মহান বিজয় দিবস উদযাপন
মাদারীপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ
মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিএমইউজে ফেনীর শ্রদ্ধা নিবেদন
বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় মহান বিজয় দিবস পালিত
বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ টাঙ্গাইল জেলা শাখার বিজয় দিবস পালিত
লোহাগড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শরীয়তপুরে এনসিপির বর্নাঢ্য বিজয় র্যালি