নওগাঁ - ৩ আসনে জনতার এমপি জনি'র পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন
৪৮- নওগাঁ -৩( মহাদেবপুর- বদলগাছি) আসনে ১৮ সালে দেশ রক্ষার নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জনতার এমপি পারভেজ আরেফিন সিদ্দিকী জনি এর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। ২১ ডিসেম্বর রবিবার বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর নিকট থেকে এই মনোনয়নপত্র উত্তোলন করা হয়। ১৯৯১ সাল থেকে পরপর ৪ বার নির্বাচিত এমপি এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার জননেতা আক্তার হামিদ সিদ্দিকী নান্নু এর জ্যেষ্ঠ পুত্র পারভেজ আরেফিন সিদ্দিকী জনির পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহাদেবপুর উপজেলা শাখার সদস্য সচিব ইফতেখার আলম ইপু। রবিবার দুপুরের পর থেকেই মহাদেবপুর এবং বদলগাছি উপজেলার বিএনপি, যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পারভেজ আরেফিন সিদ্দিকীর জনি এর বাসভবনে জড়ো হতে থাকে বিকেল সাড়ে ৩ টার সময় এক যোগে তারা মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে যান। এ সময় উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম , উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম, বিএনপি নেতা ও উত্তর গ্রাম ইউপি চেয়ারম্যান হাসান আলী, বদলগাছি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ , বিএনপি নেতা মাহতাব হোসেন ,নওগাঁ জেলা যুবদলের সদস্য আলম খান, বদলগাছি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল আউয়াল,বদলগাছি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিবলী নোমানী চৌধুরী , যুব দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, বদলগাছি ছাত্রদলের সাবেক আহ্বায়ক মনিরুল আহসান চৌধুরী সহ নওগাঁ ৩ আসনের নওগাঁ একটি চৌকস টিম সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে যান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ২০১৮ সালে ফ্যাসিবাদের আমলে বিএনপি থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পারভেজ সিদ্দিকী জনি এই আসন থেকে ১ লক্ষ্য ৪৩ হাজার এর অধিক ভোট পেয়ে নির্বাচিত হলেও তাকে এমপি ঘোষনা করা হয়নি। এরপর থেকেই আজ পর্যন্ত পারভেজ আরেফিন সিদ্দিকি জনি নওগাঁ -৩ আসনে সব সময় নেতাকর্মীদের পাশে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন। মনোনয়ন পত্র সংগ্রহ করে নেতাকর্মীরা তার বাসভবনে ফিরে গেলে জনি নেতাকর্মীদের আশ্বস্ত করে বলেন যে, প্রাথমিকভাবে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়েছে এতে আপনাদের দুঃখ পাবার কারণ নেই,
আমি আশা করি দল থেকে চূড়ান্ত মনোনয়ন আমিই পাব ইনশাআল্লাহ । আপনারা বিশ্বাস রাখতে পারেন দল আমাকে বঞ্চিত করবে না। উল্লেখ্য যে , কোন কারণ ছাড়াই এই আসনে প্রার্থী বদল করে বদলগাছি বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্মসাধারণ সম্পাদক কে মনোনয়ন দেওয়ার পর থেকেই মহাদেবপুর- বদলগাছির বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে আসছে এবং ১৮ সালের নির্বাচনে জনতার এমপি পারভেজ আরফিন সিদ্দিকীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে রাস্তা অবরোধ সহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। এই আসনের সাধারণ ভোটারদের দাবি ধানের শীষের প্রার্থী হিসেবে সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী নান্নু এর শ্রেষ্ঠ পুত্র পারভেজ আরেফিন জনি কে দেখতে চায় । অন্যথায় বিএনপি'র এই আসনটি হারানোর সম্ভাবনা রয়েছে, আর হারিয়ে গেলে এর দায় দায়িত্ব কেন্দ্রীয় নেতাদের নিতে হবে বলে উপস্থিত নেতাকর্মীরা খোভ প্রকাশ করেছেন।#
Ahad Hossain / Ahad Hossain
বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫
শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত