যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসায় বার্ষিক ফলাফল প্রদান ও ভবন ভিত্তিপ্রস্তর উদ্বোধন
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুরে অবস্থিত যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসায় বার্ষিক ফলাফল প্রদান, বহু তল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কুরআন শরীফের ছবক প্রদান, হিফজের নতুন ছবক শুরু, হিফজ সমাপনকারীদের পাগড়ি ও কুরআন শরীফ প্রদান, বৃত্তিপ্রাপ্ত সমাপনীদের সংবর্ধনা এবং নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।
গতকাল সকাল ১০টা থেকে দিনব্যাপী এই অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএ মোঃ রফিকুল ইসলাম জগলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যাত্রাপুর ইসলামী ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসার সভাপতি এস কে বদরুল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মুফতি রুহুল আমিন।
সভাপতির বক্তব্যে এস কে বদরুল আলম বলেন, ১৯৭৯ সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় এবং ২০০৪ সাল থেকে ক্যাডেট কার্যক্রম চালু হয়। আজ এই প্রতিষ্ঠানটি বাগেরহাট জেলার অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে এখানে প্রায় ১২০০ থেকে ১৩০০ শিক্ষার্থী অধ্যয়নরত। আরবি শিক্ষার পাশাপাশি ইংরেজিতেও শিক্ষার্থীরা দক্ষ হয়ে উঠছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। আমরা চাই এই প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে।
তিনি আরও বলেন,অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলেও শিক্ষকরা দিন-রাত পরিশ্রম করে আবাসিক ও অনাবাসিক উভয় ব্যবস্থায় শিক্ষার্থীদের পাঠদান করছেন। শিক্ষার্থীদের কষ্ট লাঘব ও সুন্দর পরিবেশে লেখাপড়ার জন্য আমরা একটি বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছি।
প্রতিষ্ঠানের পরিচালক মুফতি রুহুল আমিন বলেন, ২০০৪ সালের পর থেকে আমরা এই প্রতিষ্ঠানকে ভিন্নধর্মী ও আধুনিক শিক্ষা ব্যবস্থার আওতায় নিয়ে এসেছি। এখানে বাংলা, ইংরেজি ও আরবি—এই তিন মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়। আমাদের শিক্ষার্থীরা দেশ-বিদেশে সুনামের সঙ্গে বিভিন্ন পরীক্ষায় সাফল্য অর্জন করছে।
তিনি আরও বলেন,সম্প্রতি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা দেশসেরা ফলাফল অর্জন করেছে। আজ আমরা দুইজন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছি যারা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। বর্তমানে এখানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সাধারণ শিক্ষা এবং হিফজুল কোরআন বিভাগ চালু রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সিপিএ রফিকুল ইসলাম জগলু বলেন,যাত্রাপুর ইসলামী ক্যাডেট মাদ্রাসায় এসে আমি মুগ্ধ হয়েছি। এখানে বাংলা, ইংরেজি ও আরবি একসঙ্গে শিক্ষা দেওয়া হচ্ছে, যা সত্যিই ব্যতিক্রমী। কুরআন শরীফের পাঠের পাশাপাশি বাংলা ও ইংরেজিতে উচ্চারণ ও ব্যাখ্যা দেওয়ার বিষয়টি আমি আগে কোথাও দেখিনি। এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিতে শিক্ষকদের দক্ষতা ও মানোন্নয়নের দিকে বিশেষ নজর দিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,
প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রুহুল আমিন, সরকারি পরিচালক মাওলানা জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক মাস্টার মোহাব্বত আলী, এছাড়াও শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Rp / Rp
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Link Copied