সীমান্তে মাদক চোরাকারবারি বাংলাদেশি যুবক পুনরায় গুলিবিদ্ধ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সীমান্তে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত এক বাংলাদেশি যুবক পুনরায় গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ দৈখাওয়া বিওপির একটি টহল দল নিয়মিত টহল চলাকালে সীমান্ত পিলার নম্বর ৯০২-এর নিকট গুলির শব্দ শুনতে পায়। পরে ঘটনাস্থলে গিয়ে কয়েকজন লোককে ছোটাছুটি করতে এবং গুলিবিদ্ধ এক ব্যক্তিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়।
পরবর্তীতে বিজিবির তত্ত্বাবধানে আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত যুবকের নাম মো. রনি (২২)। তিনি গোতামারী গ্রামের বাসিন্দা এবং পিতা মো. হারুন অর রশিদ। বিজিবি সূত্র জানায়, তিনি এলাকায় মাদক বহনকারী হিসেবে পরিচিত।
বিজিবি আরও জানায়, গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএসএফের ছররা গুলিতে আহত হয়ে রনি আত্মগোপনে চলে যান। সে সময় তার বাড়িতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গেলেও তার বাবা প্রথমে তার উপস্থিতির কথা অস্বীকার করেন। এরপর দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।
বর্তমানে আহত রনি রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আপাতত আশঙ্কামুক্ত বলে জানা গেছে। তার বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
“বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত হতাশাজনক।”
তিনি সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Rp / Rp
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Link Copied