ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

আমি জয়বাংলার লোক’ বলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পদায়নে ফুঁসে উঠেছে শিবচরবাসী


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১১-১-২০২৬ রাত ৮:১৯

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ সমর্থক সংগঠন ‘স্বাধীনতা চিকিৎসক পরিষদ’ (স্বাচিপ)-এর কেন্দ্রীয় সদস্য ও ‘আমি জয়বাংলার লোক’ বলে ফেসবুকে পোস্ট করা চিকিৎসক ডা. সুজন সাহাকে সম্প্রতি পদায়ন করা হয় মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতেই ফুঁসে উঠে শিবচরের সর্বসাধারণসহ কমপ্লেক্সে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া ওই কর্মকর্তার বিরুদ্ধে পূর্বের কর্মস্থ্যলে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সংবাদ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গেলো দুই দিন ধরে শিবচর উপজেলা চত্ত্বরে বিক্ষোভ ও মানববন্ধন করছে স্থানীয়রা।

জানা যায়, দুর্নীতির অভিযোগ উঠায় মাদারীপুরের শিবচর উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহাকে পদায়ন না করার দাবীতে একাট্ট কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী। তারই প্রতিবাদে রবিবার বেলা ১২টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে একাট্ট সাধারণ মানুষও। 

মানববন্ধনে অংশ নেয়াদের দাবী, বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত ডা. সুজন সাহাকে শিবচরে স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব দেওয়া হলে তা সাধারণ মানুষের জন্য চরম ক্ষতির কারণ হবে। মানববন্ধনে শিবচর উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এরপরে জেলা সিভিল সার্জনের কাছে একটি স্বারকলিপিও দেয়া হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী মো. শাহীন মিয়া বলেন, বর্তমানে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এবং সাবেক কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব অভিযোগ ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আকারে দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনকালীন সময়ে সরকারি চিকিৎসক বদলির ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন হলেও সে নীতি অনুসরণ না করেই গত ৪ জানুয়ারি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির নোটিশ আদায় করা হয়েছে। এতে আমরা ফুঁসে উঠেছি। তার পদায়ন চাই না।’

মানববন্ধনে অংশ নেওয়া বেলায়েত হোসেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘একজন দুর্নীতিগ্রস্থ্য স্বাস্থ্য কর্মকর্তাকে এ উপজেলায় পদায়ন করা হলে স্বাস্থ্য সেবার মান চরমভাবে বিঘ্নিত হবে। তাই তার আসাকে কেন্দ্র করে পুরো উপজেলাবাসী একাট্ট হয়েছি, তিনি যেন এ উপজেলায় না আসেন। যদি দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইব্রাহিম মিয়া বলেন, ‘এই নির্বাচনকালীন সময়ে এমন একজন অভিযোগপ্রাপ্ত মানুষকে শিবচর উপজেলাবাসী কেউ চায় না। তাই উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবী রাখবো, ডা. সুজন সাহাকে যেন এ মুর্হুতে এ উপজেলায় না দেন। তাহলে স্বাস্থ্য সেবা ব্যাহত হতে পারে।’

অভিযোগের বিষয়ে সদ্য পদায়ন কর্মকর্তা ডাঃ সুজন সাহা বলেন, আওয়ামী লীগ সংশ্লিষ্টতার যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। আমি কখনো স্বাচিপের সাথে যুক্ত ছিলাম না। স্বাচিপের সাথে যদি যুক্ত থাকতাম তাহলে তো আগে ভালো পোস্টিংই পেতাম। ইতিপূর্বে প্রশাসন চালানোর জন্য চাপ দেওয়ায় কেউ কেউ ক্ষুব্ধ হয়ে মিথ্যা প্রচারণা চালাতে পারে। তবে রবিবার বেলা ৪টা পর্যন্ত তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেনি। এদিনই তার যোগদানের শেষ কর্ম দিবস ছিল। 

এব্যাপারে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. খলিলুর রহমান বলেন, ‘এ পর্যন্ত আমার অফিসে ডা. সুজন সাহা আসেনি। খোঁজ নিয়ে জেনেছি, তিনি শিবচর অফিসেও যোগদান করেনি। তাই তার বিষয় কিছু বলতে পারবো না। তবে তাকে যারা পদায়ন করেছে, তারা হয়ত বিষয়টি জানেন। আর শেষ দিনেও যোগদান না করলে উর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।’

Masum / Masum

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক যুবদল নেতার মৃত্যু