ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় ‘রিমাল’, বাংলাদেশে আঘাত হানার শঙ্কা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৫-২০২৪ দুপুর ১১:১১

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী (ঘনীভূত) হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ক্রমে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘রিমাল’। এ নামটি ওমানের দেওয়া। এর অর্থ বালু। ঘূর্ণিঝড়টি আগামী রোববার (২৬ মে) নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে ঘূর্ণিঝড়টির শক্তি এবং গতিপথ ও স্থলভাগ অতিক্রমের স্থান সম্পর্কে আরও সুনির্দিষ্টভাবে জানা যাবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, ‘সুস্পষ্ট লঘুচাপটি আগামীকালের (শুক্রবার) মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে। এটি পশ্চিমবঙ্গ থেকে মিয়ানমারের মধ্য দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। তবে নিম্নচাপে পরিণত হলে আরও স্পষ্ট করে বলা যাবে, এটি কোন স্থান দিয়ে উপকূল অতিক্রম করবে এবং এটি কোন মাত্রার ঘূর্ণিঝড় হবে।’

সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম ‘রিমাল’ হবে জানিয়ে তিনি বলেন, ‘আমরা দেখেছি এর আগের ঘূর্ণিঝড়গুলো কক্সবাজার থেকে মিয়ানমারের মধ্য দিয়ে স্থলভাগ অতিক্রম করেছে। সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হোক, তারপর এটি কোনো জায়গা দিয়ে স্থলভাগ অতিক্রম করবে তা আমরা সুনির্দিষ্ট করে বলতে পারবো। কারণ, এখনো এটির কেন্দ্র পাইনি।’

‘তবে এটির (ঘূর্ণিঝড়) বড় অংশটি বাংলাদেশে আঘাত করার সম্ভাবনা দেখছি আমরা। প্রবাবিলিটি বেশিরভাগই বাংলাদেশের ওপর শো করছে। নিম্নচাপে পরিণত হওয়ার পর এর শক্তি নিয়েও আমরা কথা বলবো। ততক্ষণ পর্যন্ত এটি পর্যবেক্ষণ করছি।’

সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে শুক্রবার সমুদ্রবন্দরগুলোতে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করা হবে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, ‘সুস্পষ্ট লঘুচাপটি বাংলাদেশের স্থলভাগ থেকে এখনো কমপক্ষে এক হাজার কিলোমিটার দূরে রয়েছে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পরবর্তীসময়ে উত্তর-পূর্ব দিকে এগিয়ে দেশের স্থলভাগের দিকে আসার একটা সম্ভাবনা আমরাও দেখছি।’

আজিজুর রহমান বলেন, ‘এটি বাংলাদেশের দিকে মোড় নিলে আমরা সময় মতো সিগন্যাল দেবো এবং আমাদের তখন প্রিকশনারি মেজারে (পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা) যেতে হবে।’

আগামী শনিবার (২৫ মে) থেকে এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে বলেও জানান আজিজুর রহমান।এর আগে বৃহস্পতিবার দুপুরে এক সামুদ্রিক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে সতর্কবার্তায়।

প্রাকৃতিক নানা কারণে সমুদ্রের কোনো স্থানে কেন্দ্রাভিমুখী ঝোড়ো হাওয়ার অঞ্চল বা লঘুচাপ সৃষ্টি হয়। ক্রমান্বয়ে এ ঝোড়ো হাওয়ার অঞ্চলটি শক্তি সঞ্চয় করে (বাতাসের গতি বেড়ে) সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও শেষে ঘূর্ণিঝড়ে পরিণত হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, সুস্পষ্ট লঘুচাপ হচ্ছে ঘণ্টায় ৩১ থেকে ৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হওয়ার অঞ্চল। নিম্নচাপ হচ্ছে একটি ঝোড়ো হাওয়ার অঞ্চল, যেখানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪১ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে। গভীর নিম্নচাপের ক্ষেত্রে বাতাসের গতিবেগ ৫১ থেকে ৬১ কিলোমিটারের মধ্যে থাকে। কোনো ঝোড়ো হাওয়ার অঞ্চলে বাতাসের গতিবেগ ৬২ থেকে ৮৮ কিলোমিটারের মধ্যে হলে তাকে ঘূর্ণিঝড় হিসেবে ধরা হয়।

এদিকে, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি শুক্রবারের (২৪ মে) মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে আরও ঘনীভূত হয়ে শনিবার (২৫ মে) নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এরপর এটি আরও উত্তর দিকে এগিয়ে রোববার (২৬ মে) প্রবল ঘূর্ণিঝড় হিসেবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করতে পারে বলেও জানিয়েছেন ভারতের আবহাওয়াবিদরা।

সাগরে সুস্পষ্ট লঘুচাপ থাকায় সারাদেশ প্রায় বৃষ্টিহীন। তাই গরম বেড়ে তাপপ্রবাহের তীব্রতা ও আওতা বেড়েছে। গরমে অতিষ্ঠ পুরো দেশ। জলীয়বাষ্পের আধিক্যের কারণে উপকূলীয় এলাকায় গরমের তীব্রতাও বেশি।

আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, বৃহস্পতিবার ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল ঈশ্বরদী ও রাঙ্গামাটিতে। এদিন রাজধানীতেও তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে গরমে জনজীবনে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Admin / Admin

ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে - মাননীয় প্রধান উপদেষ্টার

পল্লী উন্নয়ন জোরদারে জাইকা-বিআরডিবি মতবিনিময় সভা অনুষ্ঠিত

Tax Representative Management System (TRMS) সফটওয়্যার চালু করল জাতীয় রাজস্ব বোর্ড

যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে সরকার - স্বরাষ্ট্র উপদেষ্টা

বিডা’র ওএসএস প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা উদ্বোধন

লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টায় নিন্দা জানিয়ে বিবৃতি

বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদের শোক প্রকাশ

সাতক্ষীরার সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ বাংলাদেশি হস্তান্তর করল বিএস এফ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

নারীর অবৈতনিক কাজের স্বীকৃতি জরুরি : শারমীন এস মুরশিদ

জাপানি ভাষা জানা ১ লাখ কর্মী নিবে জাপান -- অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে - স্বরাষ্ট্র উপদেষ্টা