ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কুমারখালী উপজেলায় শতাধিক প্রতিবন্ধীর ভাতার টাকা গায়েব!


মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি photo মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-৬-২০২৪ দুপুর ১১:১৯

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার প্রতিবন্ধী ভাতাভোগীদের মধ্যে শতাধিক ভাতাভোগীর ভাতার টাকা তাদের নগদ একাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া এলাকায় শতাধিক প্রতিবন্ধী ভাতাভোগী একত্রিত হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। সমাবেশ থেকে প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি নওশের আলী বলেন, কুমারখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রায় অর্ধযুগ ধরে কর্মরত আছেন। তিনি একজন দূর্নীতিগ্রস্থ কর্মকর্তা, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িত। আমরা তার অপসারণ দাবি করছি।
কয়া থেকে ফিরে এসে কুমারখালী উপজেলা সমাজসেবা অফিস চত্বরে দেখা যায় অনেক ভাতার টাকা খোয়ানো ভুক্তভোগী। শিলাইদহ ইউনিয়নের মাছ গ্রামের শারীরিক প্রতিবন্ধী ভুক্তভোগী রাসেল হোসেনের ভাই রুবেল জানান, আমার ভাইয়ের ভাতার টাকা উত্তোলনের জন্য নগদ একাউন্ট খুলে দেন কুমারখালী সমাজসেবা অফিসের নাইট গার্ড মাহাবুব হোসেন। আমার পিন নাম্বার তিনিই নির্ধারণ করে দেয়। এই পিন নাম্বার মাহাবুব ভাই আর আমি ছাড়া কেউ জানেনা। আমার ভাইয়ের ভাতার টাকা এসেছে শুনে অফিসে আসলে জানতে পারি যে টাকা আউট হয়ে গেছে।
যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী গ্রামের মইরদ্দিন শেখের ছেলে শারীরিক প্রতিবন্ধী বারেক আলী জানান, এবারই আমার প্রথম ভাতার টাকা এসেছে। চৌরঙ্গী বাজারে রফিকুলের বিকাশের দোকানে টাকা তুলতে গেলে দোকানদার বলেন ১০ হাজার দুইশ টাকার মধ্যে আমার একাউন্টে পড়ে আছে ১৫০ টাকা। আমি তখন কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসি। পরের দিন আমার এবং অনেকেরই নগদ একাউন্টের পিন নাম্বার নির্ধারণ করে দেয়া মাহাবুব, শঙ্কর কুমার বিশ্বাস ও বিকাশ অধিকারীর কাছে ছুটে আসি। তখন তারা আমাকে বলেন আপনার টাকা আপনার নগদ একাউন্টে গেছে আমরা কিভাবে বলবো আপনার টাকা কোথায় গেছে?
কুমারখালীর সদকী ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের খন্দকার জসিম উদ্দিনের ছেলে শারীরিক, বাক ও বুদ্ধি প্রতিবন্ধী খন্দকার রিষাদ এর বড় খন্দকার জিহাদ জানান +৮৮০৯৬৩৮১৪০৬৪৪ এই নাম্বার থেকে কল দিয়ে সমাজসেবা অফিসের পরিচয় দিয়ে আমার কাছ থেকে ওটিপি নাম্বার নিয়েছিল। গত রবিবারে আমি টাকা তুলতে গিয়ে দেখি একাউন্টে টাকা নেই। গত ২৮মে তারিখে আমার ভাইয়ের ভাতার টাকা আউট হয়ে গেছে। তবে ভাতাভোগীদের একাউন্ট খোলার ব্যাপারে কুমারখালী সমাজসেবা অফিসের মাহাবুব, শঙ্কর, ও বিকাশ অধিকারী সব সময় অতি উৎসাহী ভূমিকা পালন করে থাকেন। আমার অসহায় ভাইয়ের টাকা আত্মসাত কারীর বিচার সৃষ্টিকর্তার কাছে ছেড়ে দিয়েছি।
ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুমারখালী উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী শঙ্কর কুমার বিশ্বাস বলেন আমরা শুধু ভাতার কার্ড বাস্তবায়ন করি এর বাইরে কিছু জানিনা। একই বিষয়ে ইউনিয়ন সমাজকর্মী বিকাশ অধিকারীর কাছে জানতে চাইলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করে বলেন, অফিসের শিডিউল ডিউটির বাইরে কোন কাজ করিনা।
এ ব্যাপারে কুমারখালী উপজেলা সমাজসেবা কার্যালয়ের নাইট গার্ড মাহাবুব বদলি জনিত কারণে ভেড়ামারা অবস্থান করায় মোবাইল ফোনে কল দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
কুমারখালী উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ভাতাভোগীর টাকা অন্য কারো তোলার সুযোগ নেই। আমি অনেকের কাছেই শুনেছি॥ থানায় জিডি করে জিডির কপি সহ আমার অফিসে অভিযোগ দিতে বলেছি। কিন্তু কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করে নাই। ফলে আমরা কোন ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই।
এব্যাপারে কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর শেখ মোঃ লতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এমন বিষয় আমার জানা নেই এই প্রথম আপনার কাছ থেকে জানতে পারলাম।
প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি স্বাক্ষরিত একটি অভিযোগ জেলা প্রশাসক কুষ্টিয়া বরাবর দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে অহংকারের জায়গা হলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়া প্রকল্প গুলো। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই ভাতা প্রকল্প। এখানে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Masum / Masum

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী

বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে মোড়েলগঞ্জে হরতাল ও অবরোধ, স্থবির জনজীবন ব্যবসা-শিক্ষা কার্যক্রম বন্ধ

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়