ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

উদ্বোধনের ৫ বছরেও তালা খোলেনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের 


আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ photo আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ৩:২৬

উদ্বোধনের সাড়ে পাঁচ বছরেও আলোর মুখ দেখেনি বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন। বর্তমানে ভবনের প্রধান ফটকের তালা ও গ্রিলে ধরেছে মরিচা। প্রতিটি তলায় ধুলাবালির আস্তরণ। কোথাও জমে আছে বৃষ্টির পানি। ভেঙে আছে জানালার গ্লাস। আসবাব, শৌচাগার, টাইলস দেখে বোঝার উপায় নেই মাত্র কয়েকবছর আগেই উদ্বোধন করা হয়েছে ভবনটি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পৌরসভার হলমার্কেট এলাকায় তিন তলা বিশিষ্ট ওই ভবনটি চালু করতে নেওয়া হয়নি কোনো উদ্দ্যোগ। বীর মুক্তিযোদ্ধারা আক্ষেপ করে বলছেন, ‘তাঁরা জীবিত অবস্থায় ভবনটি ব্যবহার করতে পারবেন কি না, তা নিয়ে সন্দিহান। অন্যদিকে ভবনটি চালু নিয়ে বরাবরের মতোই আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা।
জানা যায়, শৈলকুপা উপজেলায় তালিকাভুক্ত ৮ শতাধিক বীর মুক্তিযোদ্ধা রয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরে সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে উপজেলা শহরের সিনেমা হল রোডের ব্রাক অফিসের সামনে ওই ভবনটি নির্মাণ করে সরকার। ২০১৯ সালের জুলাই মাসে ভবনটি উদ্বোধন করেন তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত তিন তলা ভবনে রয়েছে সভাকক্ষ, পাঠকক্ষ, উপজেলা কমান্ডারের অফিস কক্ষ এবং বরাদ্দের জন্য রাখা হয়েছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। ভবনের দোকান ভাড়ার আয় থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দৈনন্দিন ব্যয় মেটানো, রক্ষণাবেক্ষণ, একই সঙ্গে ভবিষ্যতের জন্যও সঞ্চয় করার কথা থাকলেও ৫ বছর পার হলেও ভবনটিতে একদিনের জন্যও মুক্তিযোদ্ধাদের কার্যক্রম পরিচালিত হয়নি। মুক্তিযোদ্ধারা বলছেন, নেতৃত্বের দ্বন্দে¦ই বন্ধ রয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। অন্যদিকে নির্বাচিত কমিটিও নেই। কমিটি থাকলে এমনটা হতো না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বীর মুক্তিযোদ্ধা অভিযোগ করে বলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মালিতা ও সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেনের মধ্যে চরম গ্রুপদ্বন্দ্ব থাকায় ভবনটি চালু হয়নি। এক পক্ষ আরেক পক্ষের ব্যবহারের দখল নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকায় মূলত কোনো পদক্ষেপ আসেনি। এছাড়া এই দ্বন্দ্বের কারণে দীর্ঘ ৯ বছর মুক্তিযোদ্ধা সংসদের কোনো নির্বাচনও অনুষ্ঠিত হয়নি। তিনি বলেন, যেকোনা সভা, প্রতিদিনি আড্ডা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের অফিস বা ভবন নেই। নিজেদের বিশাল ভবন থাকলেও ব্যবহার করতে পারছিনা। তাই ভবনটি সংস্কার করে দ্রুত চালু করার দাবি জানান তিনি।

বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান টুলু বলেন, ‘দীর্ঘদিন যাবৎ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নেই। তাই সংসদ পরিচালনার কোন কমিটি নেই। এজন্য ভবন রক্ষণাবেক্ষণের পিয়ন-নাইটগার্ড নেই। এছাড়া নির্বাচিত কমিটি ছাড়া কেউ কাউকে মানতে নারাজ। তাই কেউ কমপ্লেক্স ভবন যথাসময়ে খোলা-বন্ধ করাসহ মূল্যবান সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে চান না। এ জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি বন্ধ রয়েছে। তাই মুক্তিযোদ্ধাদের পদচারণা নেই, থাকলে ভবনটির প্রাণ ফিরে পেত। ভবন থাকতো পরিষ্কার পরিচ্ছন, এমনকি নতুন প্রজন্মের মানুষগুলো সেখানে গিয়ে মুক্তিযোদ্ধাদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারতো।’

বীর মুক্তিযোদ্ধা আব্দুস  সোবহান বলেন,‘উদ্বোধনের পরদিন থেকে ভবনটিতে এক সেকেন্ডের জন্যও পরিচালিত হয়নি মুক্তিযোদ্ধাদের কার্যক্রম। জীবিত অবস্থায় মুক্তিযোদ্ধারা এই অট্টালিকা ভবন যদি ভোগদখল এমনকি ব্যবহার করে আত্মতৃপ্তি নাই পায়,তাহলে মৃত্যুর পর অট্টালিকা ভবন দিয়ে মুক্তিযোদ্ধার লাভ কি?’

সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন মালিতা বলেন, ‘অনেক বছর যাবৎ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমিটি নেই। বর্তমানে ইউএনও ভারপ্রাপ্ত কমান্ডার। কমিটি না থাকার কারণেই উদ্বোধনের পর থেকেই ভবনটি পড়ে আছে।’
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার স্নিগ্ধা দাস বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের বিষয়ে সরকারীভাবে কোন নির্দেশনা নেই। কমপ্লেক্স ভবনটিতে বসার বিষয়ে মুক্তিযোদ্ধারা আমার কাছে এসেছিলেন। শীঘ্রই তাদের সাথে আলোচনায় বসা হবে।’

Rp / Rp

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক যুবদল নেতার মৃত্যু