অর্ধেক অপারেশন করে পালালেন চিকিৎসক, হাসপাতালে স্বজনদের ক্ষোভ

মাদারীপুরের কালকিনি উপজেলার নুর জেনারেল হাসপাতালে এক নারীর জরায়ু টিউমারে ভুল অস্ত্রোপাচারে জীবন-মরণ সন্ধিক্ষণে রয়েছে। ফলে ওই নারীর স্বজনরা দোষীদের বিচারের দাবীতে শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে হাসপাতালে ভীড় করে ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে উন্নত চিকিৎসার মাধ্যমে ওই নারীকে সুষ্ঠু করার দাবীও করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।
ভূক্তভোগি পরিবারের অভিযোগে জানা যায়, জেলার রাজৈর উপজেলার দুর্গাবদ্দি গ্রামের রিপন বেপারীর স্ত্রী মিনা বেগমের জরায়ুতে টিউমার ধরা পড়ে। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে নুর জেনারেল হাসপাতালে আসেন। তখন হাসপাতালে ইমরান খান নামে এক চিকিৎসক অস্ত্রোপাচারের মাধ্যমে চিকিৎসা করানোর আশ্বাস ২০ হাজার টাকা দাবী করেন। কথা মতো রিপন বেপারী সেই টাকা দিয়ে অস্ত্রোপাচারের জন্যে রাজি হয়। পরে রাত ৯টার দিকে ওই নারীর জরায়ুতে টিউমারের অস্ত্রোপাচারের চেষ্টা করেন। কিন্তু টিউমারটি বড় আকারের হওয়ায় চিকিৎসক অপূর্ব মল্লিক অস্ত্রোপাচারের মাঝপথে অপারগতা প্রকাশ করেন। পরে তাদের বাকি অপারেশন ঢাকায় গিয়ে করাতে বলেন। এতে বিপাকে পড়েন ওই নারী। পরে ক্ষতস্থানে সেলাই দিয়ে তড়িঘড়ি করে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রের্ফাড করেন। কিন্তু ততক্ষণে ওই নারী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে যায়। এঘটনার পরে চিকিৎসক ইমরান ও অর্পূব মল্লিক পালিয়েছে। শনিবার দুপুরে ওই মহিলার স্বজনরা হাসপাতালে ভীড় করে বিক্ষোভ করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার আশ^াস দেন। এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
এব্যাপারে ভূক্তভোগি রিপন বেপারী বলেন, ‘আমার স্ত্রীকে ভুল করে অর্ধেক অপারেশন করে ডাক্তাররা সবাই চলে গেছে। এখন সে মৃত্যুর মুখে। কিন্তু কাউকে পাচ্ছি না। হাসপাতালের লোকজন যদি অপারেশন করাতে না পারতো, তাহলে কেন তারা অপারেশন করতে গেলো। আমার এই ক্ষতিপূরণ কে দিবে। আমি এদের বিচার ও শাস্তি দাবী করি।’
তবে নুর জেনারেল হাসপাতালের ম্যানেজার অপূর্ব হালদার বলেন, ‘অপারেশন করতে গেলে দেখা যায়, নিউমারটি বড় হয়ে গেছে। ফলে আর করা হয়নি। এটা ঢাকার পিজিতে করাতে হবে। আমরা রোগিকে রেফার্ড করে দিয়েছি। কিন্তু তারা আমাদের ভুল চিকিৎসা হয়েছে বলে দাবী করেছে। তাই আমাদের দায়িত্বেই পিজিতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সেখানে তার উন্নত চিকিৎসা করা হবে।’
Rp / Rp

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী
Link Copied