ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

শিবচরে মহান বিজয় দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত 


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১৬-১২-২০২৪ বিকাল ৭:৩০

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মহান বিজয় দিবস নানা কর্মসূচীর মধ্যেদিয়ে পালিত হয়। বিজয় দিবস ঘিরে উপজেলায় নানা কর্মসূচী মধ্যে দিয়ে পালন করা হয় বিশেষ এই দিনটিকে। 

১৬ ডিসেম্বর (সোমবার) সূর্যউদয়ের সাথে সাথে শিবচর থানা পুলিশের তোবধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন।

সকাল থেকেই উপজেলা প্রশাসনের উদ্যোগে ধারাবাহিক ভাবে শহীদ মিনারে পুষ্পস্ভবক অর্পন,বীর মুক্তিযোদ্ধাগনের স্মৃতিস্ভম্বে পুষ্প অর্পন,আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উওোলন, বীরমুক্তিযোদ্বা,শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সদস্যগনের সংবধনাসহ নানা কর্মসূচী পালন করা হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন এই বিশেষ দিনটিকে সভা সেমিনার, আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিনটিকে উদযাপন করে।এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) শিবচর উপজেলার পক্ষ থেকে বিজয় দিবসের বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেক দল ও দলের বিভিন্ন সহযোগী সংগঠন। বিজয় শোভাযাত্রা শিবচরের উপজেলা পরিষদ থেকে শুরু করে তা কলেজ মোড়ে সড়ক শেষ করেন। এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণ করা জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন "আমরা দীর্ঘদিন ১৬ই ডিসেম্বর এর মত একটি জাতীয় দিন যেটি দীর্ঘদিন পালন করতে পারিনি, আজ আমরা উৎসবমুখর পরিবেশে বিশেষ দিনটি পালন করছি, দীর্ঘ ১৫-১৬ বছর পর আজ মনে হচ্ছে আমরা সত্যিকার স্বাধীন দেশে বসবাস করছি "।

শোভাযাত্রায় অংশগ্রহণ করা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শাখার সাবেক সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকী বলেন,'বিএনপির মনোনয়ন পেতে হলে অবশ্যই জনসম্পৃক্ততা থাকতে হবে। আমি চাইলাম আর নমিনেশন দিয়ে দিলো এরকমটা না। জনসম্পৃক্ততা থাকতে হবে। জনগণের সুখে-দুঃখে সব সময় পাশে থাকতে হবে, দল যাকেই মনোনয়ন দেবে জাতীয়তাবাদী শক্তি নিয়ে আমরা তার জন্য কাজ করে যাবো। সে যাতে বিজয়ী হয় সেই লক্ষ্যেই সর্বাত্মক কাজ আমাদের করতে হবে।''

এসময় শিবচর পৌরসভা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন শফিক বলেন,'১৫-১৬ বছর বিগত অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকার আমাদের কোন শোভাযাত্রা করতে দেয়নি, তারা বিএনপিকে ভয় পেত, আজ আমরা হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে এত সুন্দরভাবে শোভাযাত্রা করতে পেরে খুবই আনন্দিত"। 

শিবচরে বিজয় দিবসের বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শামীম আহসান চৌধুরী সিনিয়র সহ-সভাপতি যুবদল শিবচর উপজেলা শাখা, শাওন চৌধুরী সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাত্রদল শিবচর উপজেলা শাখা,নুরুল আমিন আলামিন সহ-সভাপতি ঢাকা কলেজ ছাত্রদল,যুবনেতা আব্দুল কাদের সিকদার সহ অসংখ্য স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Rp / Rp

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত