ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ঝিনাইদহে দেড় সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম মন প্রতি কমে অর্ধেক খুশি ক্রেতা, নাখোশ চাষী


আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ photo আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ
প্রকাশিত: ২৭-১২-২০২৪ বিকাল ৫:৪০

ঝিনাইদহের বিভিন্ন হাট-বাজারে নতুন মুড়িকাটি ও পুরোনো পেঁয়াজের দাম একেবারেই পড়ে গেছে। এতে ক্রেতা ও সাধারণ মানুষের মনে খুশির জোয়ার বয়ে গেলেও নাখোশ হয়েছেন পেঁয়াজচাষি এবং মজুদ করে রাখা ব্যবসায়ীরা। দেড়সপ্তাহ আগে প্রতিমন পেঁয়াজ ২৮’শ থেকে ৩২’শ টাকায় বিক্রি হলেও তার বাজার এখন ১২’শ থেকে ১৪’শ টাকা। পাইকারি পেঁয়াজক্রেতারা ধারণা করছেন, আগামী সপ্তাহের মধ্যে আরো দাম কমে যেতে পারে। যা পুরোনো পেঁয়াজ মজুদকারিদের মধ্যে একরকম দুশ্চিন্তায় ফেলেছে। বৃহস্পতিবার সকালে দক্ষিণাঞ্চলের বৃহত্তর পাইকার হাট লাঙ্গলবাঁধ বাজারে গিয়ে দেখা যায়, প্রতিমন নতুন পেঁয়াজ ১ হাজার থেকে ১২’শ এবং পুরোনো পেঁয়াজ ১৪’শ থেকে ১৫’শ টাকায় বিক্রি হচ্ছে। যা গত রোববারের হাটেও ১৮শ থেকে ১৯’শ টাকা আর পুরোনো পেঁয়াজ ২ হাজার টাকা থেকে ২২’শ টাকায় বিক্রি হয়েছে।

লাঙ্গলবাঁধ বাজারে পেঁয়াজ বিক্রি করতে আসা চাষি আব্দুর রহিম বলেন, এবার ৫ কাঠা জমিতে মুড়ি পেঁয়াজ আবাদ করে প্রায় ১৮ মন পেঁয়াজ তিনি পেয়েছেন। ভেবেছিলেন প্রতিমন ৪-৫ হাজার টাকায় বেচবেন। কিন্তু দাম দিনকে দিন পড়েই যাচ্ছে। বাজার প্রতিমন নতুন পেঁয়াজ এখন ১২’শ থেকে ১৪’শ টাকা, অথচ দেড়সপ্তাহ আগেও প্রতিমন পেঁয়াজ ২৮’শ থেকে ৩২’শ টাকায় বিক্রি হয়, যা তার মত চাষিদের হতাশ করেছে।

পেঁয়াজ বিক্রি করতে আসা একাধিক কৃষক জানান, চলতি মৌসুমে অতিবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে তাঁদের রোপণ করা মুড়িকাটা পেঁয়াজ এক দফা নষ্ট হয়েছে। ফলে দ্বিতীয় দফায় বাড়তি মূল্যে পেঁয়াজের বীজ কিনে রোপণ করতে হয়েছে। এতে এ মৌসুমে পেঁয়াজ উৎপাদনে প্রায় দ্বিগুণ খরচ হয়েছে। বর্তমানে মাঠ থেকে মুড়িকাটা পেঁয়াজ বাজারে সরবরাহ করা হচ্ছে। আর এই সময়ে বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণে পেঁয়াজ আমদানি করছে সরকার। এতে বাজারে পেঁয়াজের বড় দরপতন হয়েছে।

একই বাজারে শৈলকুপার পাইকার ব্যবসায়ী আশরাফুল ইসলাম জানান, একমাস আগে ঝিনাইদহের বাজারে প্রতিমন পেঁয়াজ ৪৮’শ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। যা এখন প্রায় ৪ গুণ কমেছে। বর্তমানে সরকার ভারতসহ বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণে পেঁয়াজ আমদানি করছে। আমদানিকৃত পেঁয়াজ ঢুকায় বাজারে দিন দিন পেঁয়াজের দাম কমছে।

জেলার সর্বাধিক পেঁয়াজ উৎপাদনকারি এলাকা হিসেবে বিবেচিত শৈলকুপার সাপ্তাহিক হাটে খুলনার দৌলতপুরের পেঁয়াজ ব্যবসায়ী ওসমান আলী জানান, গত শনিবার প্রতিমন নতুন পেঁয়াজ ১৮’শ থেকে ১৯’শ টাকা আর পুরনোগুলো ২ হাজার টাকা থেকে ২২’শ টাকা বিক্রি হলেও তিনদিনের ব্যবধানে মনপ্রতি ৪-৫শ টাকা কমে যাওয়ায় পাইকারি ক্রেতারাও দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছেন।

এদিকে সাপ্তাহিক হাটের দিন বাজার করতে এসেছিলেন সরকারি চাকুরিজীবী নবিরুল আলম ও তার সহকর্মী সুভাস সাহা। তারা বলছেন, মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতিমন পেঁয়াজের দাম ৭’শ থেকে ৮’শ টাকা কমে যাওয়ায় তার মত সাধারণ ক্রেতারা সবাই খুশি। গৃহবধূ স্বপ্না আরাও বললেন একই সুরের কথা। তাদের মতে এমন দাম হলে তা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে।

শৈলকুপার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে ভাটই পাইকার হাটে কথা হয় সোবহান নামের এক পেঁয়াজ মজুদকারীর সাথে। তিনি বলছেন, পুরোনো পেঁয়াজের দাম বাড়বে আশায় ৬ মাস আগে তিনি ২৫’শ ও ৩ হাজার টাকা মনপ্রতি ৩০ মন পেঁয়াজ কিনে রেখেছেন। কিন্তু হঠাৎ সরকার বাইরের দেশ থেকে পেঁয়াজ আমদানি করায় দাম অর্ধেকের বেশি নেমে গেছে। এতে দুশ্চিন্তায় আছেন তিনি। পেঁয়াজের দাম না বাড়লে তিনি বড় ক্ষতির মুখে পড়বেন বলে জানান।

খুলনার দৌলতপুর ও ফরিদপুরের পাইকারি পেঁয়াজক্রেতারা ধারণা করছেন, আগামী সপ্তাহের মধ্যে আরো কিছু দাম কমে যেতে পারে যা পুরোনো পেঁয়াজ মজুদকারিদের ভিত অনেকটা নাড়িয়ে দিয়েছে বলে তারা মনে করছেন।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায় বলেন, চাহিদার ঘাটতির কারণে বাজারে পেঁয়াজের দাম কখনও কখনও অস্বাভাবিক বেড়ে যায় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে। বাজারে একেতো নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠেছে, তার ওপর আবার আমদানিকৃত পেঁয়াজও বাজারে ঢুকছে নিয়মিতই। ফলে এ মুহুর্তে পেঁয়াজের দাম সাধারণ মানুষের হাতের নাগালে। তবে চাষিরা এদামে মোটেও খুশি নন।

Rp / Rp

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত