সাতক্ষীরা আহছানিয়া মিশনে দুর্নীতিবাজ কমিটির অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে প্রতিবাদ সমাবেশ
সাতক্ষীরা আহছানিয়া মিশনের গত তিনটি মেয়াদে বিনাভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল ও তার সহযোগী কার্যনির্বাহী কমিটির দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে রোববার (২৯ ডিসেম্বর) শহীদ নাজমুল সরণি আহছানিয়া মিশন ভবনের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রাক্তন সাধারণ সম্পাদক শেখ আজিজুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, মিশন মসজিদের মুসুল্লী ও বিভিন্ন স্তরের জনগণ অংশগ্রহণ করেন।
নাগরিক কমিটির প্রতিনিধি আলীনুর খান বাবুল, মোঃ কামরুজ্জামান রাসেল, আব্দুর রব ওয়ার্সি এবং মিশন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেনসহ স্থানীয় মুসল্লি ও ব্যবসায়ীরা বক্তব্য রাখেন।
সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব ওয়ার্সি বলেন, "আহছানিয়া মিশনের মূল উদ্দেশ্য ছিল স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা। কিন্তু বর্তমান কমিটি এতিমখানা ও মাদ্রাসা বন্ধের জন্য আবেদন করে এই পবিত্র উদ্দেশ্যকে ব্যাহত করেছে। তাদের আয়-ব্যয়ের কোনো হিসাব নেই এবং সদস্যপদ গ্রহণ থেকে শুরু করে দোকান বরাদ্দে দুর্নীতি হয়েছে। প্রশাসনের উচিত সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দুর্নীতিবাজদের অপসারণ করা।"
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন বলেন, "আমাদের মাদ্রাসা খুলনা বিভাগে পাবলিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। কিন্তু এতিমখানা বন্ধ করে এতিম শিক্ষার্থীদের তাড়ানোর চক্রান্ত হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে তাদের দেখভাল করছি। অথচ মাদ্রাসার এমপিও বাতিল করার পাঁয়তারা চলছে।"
তিনি আরও বলেন, "আমাদের দাবি, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে বাধা দেওয়া বন্ধ করতে হবে। গোপনভাবে গঠিত কমিটির সদস্যদের অপসারণ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে বৈধ কমিটি গঠন করতে হবে।"
সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল বলেন, "আমাদের সুস্পষ্ট দাবি, মিশনের আয়ের সঠিক অডিট ও অবৈধ কার্যনির্বাহী কমিটির অপসারণ। নির্মাণ কাজ, দোকান বরাদ্দ ও সদস্য গ্রহণে দুর্নীতির সুষ্ঠু তদন্ত করতে হবে। এখানকার ইমাম সাহেবের মাত্র সাড়ে ৫ হাজার টাকা বেতন—যা সারা দেশে নজিরবিহীন। মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার বিরুদ্ধে করা সব চক্রান্ত বন্ধ করে মিশনের প্রকৃত উদ্দেশ্য ফিরিয়ে আনতে হবে।"
তিনি আরও বলেন, "প্রশাসনের উচিত, এই দুর্নীতিবাজ কমিটির কার্যক্রম অবিলম্বে বাতিল করে অডিট পরবর্তী এজিএমের মাধ্যমে একটি সুষ্ঠু ও স্বচ্ছ কমিটি গঠন করা। তাহলেই আহছানিয়া মিশনের পবিত্রতা ও সেবামূলক কার্যক্রম বজায় থাকবে।"
সমাবেশে বক্তারা আহছানিয়া মিশনের আয়ের সঠিক অডিট, ভুয়া সদস্যপদ বাতিল, গোপনে বাতিলকৃত সদস্যদের পুনর্বহাল এবং অবৈধ কার্যনির্বাহী কমিটির সদস্যদের অপসারণের দাবি জানান। তারা আরও বলেন, "মিশনের পবিত্রতা রক্ষায় প্রশাসনের যথাযথ পদক্ষেপ প্রয়োজন।"
Rp / Rp
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত