ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ইবিতে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ৫-১-২০২৪ রাত ১০:৫০

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের জিয়া মোড় সংলগ্ন সংগঠনটির কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি তন্ময় শাহা টনি, মামুনুর রশিদ ও যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদারসহ বিভিন্ন অনুষদ ও হল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  এর আগে সকাল ১১টায় সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জিয়া মোড় থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইবি শাখা ছাত্রলীগ সকাল ১১টায় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করে। এরপর মেইন গেইট থেকে থানা গেইট পর্যন্ত নৌকার সমর্থনে ভোট উৎসবের মিছিল করা হয়। পরে আমাদের অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা কেক কাটি। আমরা বিশ্বাস করি, অতীতের যেকোনো সংকট এবং সংগ্রামে এই বাংলাদেশের ছাত্রসমাজ এবং গণমানুষের নির্ভরতার প্রিয় ঠিকানা হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে কাজ করে গেছে, সামনের দিনেও বাংলাদেশ ছাত্রলীগ তার গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে কাজ করে যাবে।’সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের ইতিহাস। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি ৭১ বছর অতিক্রম করেছে। দীর্ঘ এ সময়ে ভাষা আন্দোলন, গণঅভু্যত্থান, মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক সংগ্রাম-আন্দোলনে ভূমিকা রেখেছে  ছাত্রলীগ। সামনের দিনগুলোতেও গণতন্ত্র এবং গণমানুষের অধিকার আদায়ে কাজ করে যাবে। এরই ধারাবাহিকতায় নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষীকি পালন করেছে ইবি শাখা ছাত্রলীগ।’

Admin / Admin

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী