বাগেরহাটে চিকিৎসকের খারাপ আচরনের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে এক চিকিৎসকের বিরুদ্ধে শিশু রোগী ও তার বাবার সাথে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচারের দাবিতে বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ওই শিশুর বাব সৈয়দ আলী আহমেদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী আহমেদ জানান, গত ২৮ অক্টোবর আমি আমার শিশু কন্যা জেরিন আক্তার (১৪) কে সংগে নিয়ে বাগেরহাট ২৫০ শয্যা সদর হাসপাতালে নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাক্তার আবু জাফর মোঃ সালেহ্ কে দেখানোর জন্য ৪৩৪৬২/৭০ নং টিকিট কেটে দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমার মেয়েকে সাথে নিয়ে ডাক্তারের রুমে ঢুকি, এ সময় ডাক্তারের সহকারী আমাকে বসতে বললে সামনে ফাঁকা চেয়ারে আমি বসতে গেলে ডাক্তার আমাকে চিৎকার করে বলেন এখান থেকে বেরিয়ে যান, আমি হতবাক হয়ে চেয়ারে না বসে আমার মেয়ে কে বসতে বলি, আমার মেয়ে হতভম্ভ অবস্তায় ডাক্তারের সামনে বসার সংঙ্গে সংঙ্গে সে খুব উচ্চস্বরে রাগানিত্ব কন্ঠে বলেন তোর কি হয়েছে বল, তখন মেয়ে ভয়ে চুপ করে থাকলে আমি মেয়ের গায় হাত বুলিয়ে তার সমস্যার কথা বলতে বলি। তখন আমার মেয়ে জেরিন তার অসুস্থতার একটা কারন বলার সাথে সাথে ডাক্তার ব্যাবস্তা পত্র লিখে দেয়, কিন্তু অন্য সমস্যা গুলি শোনে না। এমন পরিস্থিতিতে আমি কোনমতে আমার মেয়েকে সংঙ্গে নিয়ে ডাক্তারের কক্ষ থেকে বেরিয়ে আসি এবং এ বিষয়ে হাসপাতালের তত্বাধায়ক ডাঃ অসিম কুমার সমাদ্দার এর নিকট মৌখিক অভিযোগ করি তাতে কোন সুরাহ না পেয়ে বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ করি এ অভিযোগের বিষয়ে তদন্ত কারি কর্মকর্তা দীর্ঘদিন ধরে আমাকে ঘুরিয়ে কোন সমাধান না দেওয়ায় আমি বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে অবশেষে আপনাদের স্বরণাপন্ন হলাম।
তিনি আরো বলেন, সরকারী চিকিৎসা নিতে যেয়ে নিজ কণ্য সন্তান ডাক্তার দ্বারা খারাপ আচরণের শিকার হবে আমি কল্পনাও করতে পারিনি। একজন ডাক্তারের আচরণ এত বাজে হতে পারে এটা আমার চিন্তায় আসে না। আমি আপনাদের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি জানাই। এ সময় সৈয়দ আলী আহমেদ এর সাথে উপস্থিত ছিলো মেয়ে জেরিন আক্তার।
এ অভিযোগের বিষয়ে জানতে ডাক্তার আবু জাফর মোঃ সালেহ্র ০১৭৬৪১৯৫২৭৭ নম্বর মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করে ফোনটি বন্দ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
Rp / Rp

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান
