ঘর-বাঁধার স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসা ভারতীয় নবদম্পতি আটকের ২১ ঘন্টা পর কারাগারে
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে এক বাংলাদেশি যুবকসহ ভারতীয় নবদম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি,র) সদস্যরা। আটকের তাদেরকে রাতেই ফুলবাড়ী থানায় বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেছে। সোমবার দুপুরে ফুলবাড়ী থানার পুলিশ বাংলাদেশি যুবকসহ ভারতীয় নবদম্পতিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।
বিজিবি ও পুলিশ সুত্রে জানা গেছে, ভারতীয় নবদম্পতি ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ভারত থেকে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন। ভারতীয় নবদম্পতি বাংলাদেশে ঘর-সংসার করে বাকী জীবনটা কেটে দিতেন। কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ করতে দেয়নি বেরসিক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব'র) সদস্যরা।
দুই দেশের দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট ক্যাম্পের টহল কমান্ডার হুমায়ূন কবিরের নেতৃত্বে এক দল বিজিবি,র সদস্য গতকার রবিবার বিকাল ৩ টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৩ এর সাব পিলার ১০ এর এস থেকে ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজেরকুটি গ্রামে বাংলাদেশি সহযোগী যুবকসহ ভারতীয় দুই নাগরিককে আটক করে ক্যাম্পে নিয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাংলাদেশি সহযোগীসহ ভারতীয় দুই নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছেন।
আটককৃতরা হলেন, ভারতের পশ্চিম বঙ্গের পুর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মন্ডলের মেয়ে এক সন্তানের জননী প্রেমিকা রেশমা মন্ডল জান্নান (২৯), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে ও প্রেমিক সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী যুবক পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২১)।
আটক ভারতীয় নবদম্পতি রেশমা মন্ডল জান্নান ও সৌরভ কুমার সাপুই জানান, প্রায় আড়াই বছর আগে আমাদের ফেসবুক মাধ্যমে পরিচয় হয়। এরপর দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আমরা দুজন দুইজনকে খুবই ভালো বাসি। গত তিন মাস আগে ভারতে বিবাহ করি। দুই পরিবার আমাদের মানি নিবেনা বলেই আমরা অনেক আশা করে বাংলাদেশে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে এসেছি। কিন্তুু ভাবেনি সীমান্তে বিজিবির হাতে আটক হবো। আমাদের ছেড়ে দেয়ার জন্য অনেক অনুরোধ করছি কিন্তু বিজিবি সেই অনুরোধ রাখেনি। বাংলাদেশি যুবকের বিষয়ে প্রশ্ন করলে ভারতীয় নাগরিক সৌরভ জানান, সে আমার ফেসবুক বন্ধু। আগেই তার সাথে আমার পরিচয়। তাকে শুধু বলেছি আমাদের একটু সহযোগীতা করার জন্য।
ভারতীয় গৃহবধু রেশমা মন্ডল জানান, আমি ভারতে সরকারি গার্মেন্টস এই স্কুলে শিক্ষকতা করি। আমি আগের স্বামীকে ডিভোর্স দিয়ে সৌরভ কুমারকে বিয়ে করেছি। আমার একটা ৫ বছরের ছেলে সন্তান রয়েছে। আমার দ্বিতীয় স্বামী অন্য ধর্মের হওয়ায় পরিবার বিষয়টি মেনে নিবে না বলে ঘর সংসার করার জন্য দালালের মাধ্যমে দুই দফায় ৩২ হাজার টাকার বিনিময়ে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে পাড় করেছে। পাড় হওয়ার সময় পড়নের কাপড় ছিঁড়ে যায়। খুবই কষ্ট করে কাঁটাতারের বেড়া পেরিয়ে এসেছি। দুর্ভাগ্য কপাল বিজিবির হাতে আটক হয়। জানি না এখন কবে নিজ দেশে যেতে পারবো।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট ক্যাম্পের টহল কমান্ডার হুমায়ূন কবির জানান, রাতেই বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মাদক দায়ের করে থানায় সোর্পদ করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘন্টা বিজিবি,র টহল অব্যাহত রয়েছে।
এ প্রঙ্গসে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, বাংলাদেশি যুবকসহ ভারতীয় আটক নবদম্পতির বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেছে। সোমবার দুপুর ১২টায় কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Rp / Rp
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক যুবদল নেতার মৃত্যু
Link Copied