শিবচরে হাটের ইজারায় হত্যা মামলার আসামি আওয়ামীলীগ নেতারা,গ্রেপ্তারের দাবিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামিদের গ্রেফতারে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। বুধবার(৫ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল হাটে এ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীর বাড়ি থেকে এক প্রতিবাদ মিছিল বের করে নেতাকর্মীরা।
জানা গেছে, সম্প্রতি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন হাটের ইজারা দেয়া হয়। এর মধ্যে উৎরাইল হাট ও কুতুবপুর হাটের ইজারায় অংশ নিয়ে দুই আওয়ামীলীগ নেতা ও ছাত্র হত্যা মামলার আসামি হাটের ইজারা নেন। বক্তারা বলেন প্রশাসনের নাকের ডগায় আসামিদের ইজারায় অংশ নিয়ে হাট দখলে নেয়ার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এসময় বক্তরা বলেন,'বিগত ১৬ বছরে সংঘটিত সকল বিচার বর্হিভূত হত্যাকান্ড এবং জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসরদের দ্বারা চালানো নৈরাজ্য ও ছাত্র হত্যার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাই।'
এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন "আমরা হাটের ইজারা বাতিল এবং দ্রুত আসামিদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।'
জানতে চাইলে শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন,'হত্যা মামলার আসামি প্রকাশ্যে আসছেন। নিজের পরিবারের সদস্যদের নামে হাটের ইজারা নিয়েছেন। প্রশাসনের নাকের ডগায় ফ্যাসিস্টরা ঘুরে বেড়াচ্ছে। এটা দুঃখজনক!
এসময় বক্তারা আরও বলেন,'উপজেলার ঐতিহ্যবাহী উৎরাইল হাটের ইজারায় অংশ নিয়ে স্ত্রীর নামে হাটের ইজারা নিয়েছে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, শিরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান মুরাদ হাওলাদার। তিনি হত্যা মামলার আসামি। বিগত ১৬ বছরে তার নানা রকম নৈরাজ্য ছিল এই হাট নিয়ে। আবারও তিনি হাটের ইজারা পেয়েছেন। আমরা অবিলম্বে এই ইজারা বাতিলের দাবি জানাচ্ছি।'
এসময় আরো বক্তব্য রাখেন শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রুমান,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম দীপু,উপজেলার শ্রম বিষয়ক সম্পাদক আজমুল হুদা ইথু, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাওন চৌধুরী,স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মহিউদ্দিন আহমেদ,হাচান ফরাজি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য,শিবচরে হাট-বাজার ইজারায় দুই হাটের ইজারা নেয়ার নেপথ্যে ছাত্র হত্যা মামলার আসামি দুই আওয়ামীলীগ নেতার নাম পাওয়া গেছে। এর মধ্যে উপজেলার কুবুতপুর হাট ইজারা নিয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো.সামাদ মাদবর ওরফে সামু। অন্যদিকে শিরুয়াইল ইউনিয়নের ঐতিহ্যবাহী উৎরাইল হাটের ইজারা নিয়েছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান মুরাদ হাওলাদার। তবে তিনি তার স্ত্রীর নামে হাটের ইজারা নিয়েছেন বলে জানা গেছে। সোমবার(৩ ফেব্রুয়ারি) দুপুরে টেন্ডার সম্পন্ন শেষে নাম ঘোষণা করলে উৎরাইল ও কুতুবপুর হাটের ক্ষেত্রে এই চিত্র দেখা গেছে।
Rp / Rp
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
Link Copied