ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়ায় ফটো সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৭-২-২০২৫ বিকাল ৬:১৯

কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক খবর ওয়ালা পত্রিকার ফটো সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সকাল ১১ টায় পুলিশ লাইনের সামনে এ কর্মসূচি পালিত হয়।খোঁজ নিয়ে জানা যায়,

 কুষ্টিয়া চৌড়হাসে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক খবর ওয়ালা পত্রিকার ফটো সাংবাদিক ইমরান হোসেন ইমনের ওপর হামলা ও হুমকির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।বক্তারা এ সময় সম্প্রতি পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক খবর ওয়ালা পত্রিকার ফটো সাংবাদিক ইমরান হোসেন ইমন ওপর হামলা ও হুমকি দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এসব ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, 'প্রায়ই দেখা যায়, যখনই কোনো প্রভাবশালী শক্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা কথা বলতে যান, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য সংগ্রহ করতে যান, তখনই সাংবাদিককের ওপর হামলা করা হয়, নির্যাতন করা হয়, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়।'মানববন্ধনে কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও আরটিভির স্টাফ রিপোর্টার, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক , ৭১ টেলিভিশনের প্রতিনিধি, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি, ভি কুষ্টিয়া নিউজ প্রতিনিধিরা এ মানববন্ধনে অংশ নেন। তথ্য অনুসন্ধানে জানা গেছে গত ১৬ ফেব্রুয়ারি সকালে দিকে কুষ্টিয়া চৌড়হাস ফুলতলা মোড় প্রতিটি স্কুলের এক ছাত্র রোড পারাপার সময় অবৈধ জাহানের ধাক্কায় নিহত হন এর সংবাদ সংগ্রহ করতে গেলে মারধর করা হয় প্রকাশ্যে দিবালোকে কুষ্টিয়া হাইওয়ে সংবাদদাতা ইমরান হোসেন ইমন এর উপর। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে তার মুঠোফোনও ভিডিও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থল থেকে ইমরান হোসেন ইমনকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। হামলায় সাংবাদিকের মাথা, মুখ, চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

পড়ে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে সন্ত্রাসী রকি ইমনকে হুমকি দেয় কোন মামলা করলে জীবন নিয়ে বাঁচতে পারবে না।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,'ইতোমধ্যে সাংবাদিক ইমনের ওপর হামলার মামলায় এখনো কারোকে ধরতে সক্ষম হয় নাই । বাকি সন্দেহভাজনদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। ছিনিয়ে নেওয়া মুঠোফোনটি এবং সাংবাদিকের কাজে ব্যবহারকৃত ক্যামেরা উদ্ধার করা সহ সবাইকে এর আওতায় আনা হবে ।'

Rp / Rp

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী