কারো একার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি -- শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন- কারো একার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি। ছাত্ররা আমরা রাজনৈতিক দলগুলো সাধারণ জনগণ সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামীলীগ বাংলাদেশে যে অপকর্ম করেছে তার কোনো ক্ষমা হবে না, তাদের বিচার করা হবে। আওয়ামীলীগ লুটপাট করেছে, গুম-খুন করেছে, নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। দেশের মানুষকে জিম্মি করে একদলীয় শাসন কায়েম করেছে। এ জন্য বাংলাদেশের মানুষ আওয়ামীলীগকে প্রত্যাখ্যান করেছে, জনরোষে আওয়ামীলীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গত মঙ্গলবার বিকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে হবিগঞ্জ জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে সাবেক এমপি এ্যানি আরও বলেন- বিএনপির রাজনীতি যারা করবেন তাদেরকে সতর্ক থাকতে হবে। দলের মধ্যে কেউ অপকর্ম করলে ক্ষমা পাবেন না। এটা সবাইকে মানতে হবে। কারণ আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। এ্যানী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাধারণ মানুষের গভীর সম্পর্ক ছিল। তিনি কোদাল হাতে খাল খনন করেছেন। তিনি বুঝতে পারলেন সেচ ব্যবস্থা চালু করলে কৃষক বাঁচবে এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। দেশের মানুষ পেটপুরে খেতে পারবেন। তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে। তিনি দলে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেবেন না। তারেক রহমান বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক শাম্মী আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক শেখ সুজাত মিয়া।
সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, এম ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক, এডভোকেট এনামুল হক সেলিম, এডভোকেট কামাল উদ্দিন সেলিম ও আব্বাস উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট শামছু মিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা যুবদলের আহব্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, জেলা জাসাসের আহব্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন প্রমুখ।
Rp / Rp
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা