কারো একার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি -- শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন- কারো একার আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি। ছাত্ররা আমরা রাজনৈতিক দলগুলো সাধারণ জনগণ সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামীলীগ বাংলাদেশে যে অপকর্ম করেছে তার কোনো ক্ষমা হবে না, তাদের বিচার করা হবে। আওয়ামীলীগ লুটপাট করেছে, গুম-খুন করেছে, নির্বাচনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। দেশের মানুষকে জিম্মি করে একদলীয় শাসন কায়েম করেছে। এ জন্য বাংলাদেশের মানুষ আওয়ামীলীগকে প্রত্যাখ্যান করেছে, জনরোষে আওয়ামীলীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। গত মঙ্গলবার বিকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে হবিগঞ্জ জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে সাবেক এমপি এ্যানি আরও বলেন- বিএনপির রাজনীতি যারা করবেন তাদেরকে সতর্ক থাকতে হবে। দলের মধ্যে কেউ অপকর্ম করলে ক্ষমা পাবেন না। এটা সবাইকে মানতে হবে। কারণ আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য আছে। এ্যানী আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সাধারণ মানুষের গভীর সম্পর্ক ছিল। তিনি কোদাল হাতে খাল খনন করেছেন। তিনি বুঝতে পারলেন সেচ ব্যবস্থা চালু করলে কৃষক বাঁচবে এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। দেশের মানুষ পেটপুরে খেতে পারবেন। তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে। তিনি দলে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেবেন না। তারেক রহমান বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক শাম্মী আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতা সিদ্দিকী, জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক শেখ সুজাত মিয়া।
সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, এম ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক, এডভোকেট এনামুল হক সেলিম, এডভোকেট কামাল উদ্দিন সেলিম ও আব্বাস উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট শামছু মিয়া চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা যুবদলের আহব্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, জেলা জাসাসের আহব্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন প্রমুখ।
Rp / Rp

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান
