গোসাইরহাটে গণ অধিকার পরিষদ নেতার ওপর হামলার অভিযোগ
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক নজরুল ইসলাম সহ ৩ জনের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৩ মার্চ) বিকালে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে রবিবার রাতে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহতরা গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগী ও অভিযোগসূত্রে জানা গেছে, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের আবু তালেব মৃধার ভাইয়ের দুই টি গরু সম্প্রতি চুরি হয়। এনিয়ে বরিবার রাতে আবু তালেব মৃধার বাড়িতে গোসাইরহাট উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক নজরুল ইসলাম কথা বলছিলেন। এসময় স্থানীয় জসিম মুতাইতের নেতৃত্বে ১৮ থেকে ২০ জনের একটি দল আবু তালেব মৃধার বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও লুটপাট করে। এসময় আবু তালেব মৃধা ও নজরুলকে বাঁচাতে এসে প্রতিবেশী নুরু গাজীও আহত হয়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আবু তালেব মৃধা বাদী হয় গোসাইরহাট থানায় একটি অভিযোগ করেছেন।
এব্যাপারে গোসাইরহাট উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক নজরুল ইসলাম বলেন, সম্প্রতি আমাদের এলাকার আবু তালেব মৃধার ভাইয়ের দুইটি গরু চুরি হয়। এ বিষয়ে আবু তালেব মৃধা কথা বলায় তার ওপর হামলা করে জসিম মুতাইত ও তার বাহিনী। আমি বাঁধা দেয়ায় আমার ওপরও হামলা চালায়। এসময় আমাদের বাঁচাতে এসে প্রতিবেশী নুরু গাজী আহত হয়।
অভিযোগকারী আবু তালেব মৃধা বলেন, আমার ভাইয়ের গরু চুরির বিষয়ে কথা বলায় আমাদের বাড়ি ঘরে হামলা করে জসিম মুতাইত বাহিনী। হামলা ও লুটপাট করে আমাদের নগদ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় তারা। এতে বাঁধা দেয়ায় নজরুল ও নরু গাজীও আহত হয়। বর্তমানে আমরা হাসপাতালে ভর্তি। আমরা এর বিচার চাই।
অপরদিকে, অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায় নি।
এব্যাপারে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Rp / Rp
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা