ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সাটুরিয়ায় লেবুর বাম্পার ফলন চাহিদা মেটাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাছট বৈলতলা কন্দর্পপুর ও শেখরীনগরসহ আরোও বেশ কয়েকটি এলাকায় প্রচুর লেবুর আবাদ হয়ে থাকে আর এই লেবু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার চাহিদা পূরন করে। 

 

একে তো চৈত্রের খরতাপ আর তার উপর মাহে রমজান এই দুই কারনে হঠাৎ করেই লেবুর চাহিদা বেড়ে যায় এবং চাহিদার তুলনায় সরবারহ কম হওয়াতে লেবুর দাম এই সময়টাতে বেড়ে যায়।

 

সরেজমিনে দেখা যায়, জেলার সাটুরিয়া উপজেলাটি লেবু চাষে খ্যাতি অর্জন কারী উপজেলা।প্রতি বছর এই সময়টাতে প্রতিদিন সন্ধ্যার দিকে পাইকাররা ট্রাক যোগে ৮ থেকে ১০ খাচি লেবু ক্রয় করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। 

 

এবছর অনুকূল আবহাওয়া ও আধুনিক চাষাবাদ ফলে লেবুর বাম্পার ফলন হয়েছে দামটা ভাল পাচ্ছে চাষিরা।

 

কথা হয় উপজেলার প্রথম লেবু চাষি কন্দর্পপুর গ্রামের মোঃ শাজাহান আলীর সাথে তিনি বলেন ১৯৭২ সালে আমি ও আমার ভাই সর্বপ্রথম লেবু চাষ শুরু করি। আমাদের মাধ্যমেই সারা উপজেলা ও আশেপাশের উপজেলাগুলোতেও লেবুর চাষাবাদ শুরু হয়।এখন তো অনেক লেবু বাগান হয়েছে। লেবুতে রোজার মাসেই কিছু পয়সা পাওয়া যায়। তারপরে সারা বছর লেবু বাগানে পাইকা পইড়া যায়। তাছাড়া সারের দাম বেশি লেবার খরচ বেশি রমজান মাসে টাকা দিয়ে সারা বছর বাগানের পরিচর্যা করতে হয়। আমাদের লেবুগুলো ঢাকা কাওরান বাজার কুমিল্লা যাত্রাবাড়ীসহ আরো অনেক জায়গায় বিক্রি হয়। 

 

কথা হয় শেখরী নগর গ্রামের মোঃ নজরুল ইসলামের সাথে তিনি জানান এবার আমি প্রায় ২০০ শতাংশ জমিতে লেবু চাষ করেছি। এবার লেবুর ফলনটা ভাল হয়েছে দামটাও ভাল পাচ্ছি আশা করছি এবার ৪ লক্ষাধিক টাকার লেবু বিক্রি করতে পারবো। 

 

একই এলাকার মোঃ জিয়াউর রহমান বলেন আমি ১০০ শতাংশ জমিতে লেবুর আবাদ করেছি এবার লেবুর ফলনটা অনেক ভালো হয়েছে এবং দামটাও অনেক ভালো পাচ্ছি আশা করছি এবার তিন লক্ষ টাকার লেবু বিক্রি করতে পারবো। 

 

সাটুরিয়া উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান সাটুরিয়া উপজেলার লেবু চাষের একটি ঐতিহ্য রয়েছে। উপজেলায় প্রতিবছর ব্যাপক ভাবে লেবু চাষ হয়ে থাকে। গতবার ১১৩ হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছিল আশা করছি এবার ১২০ হেক্টর জমিতে লেবুর চাষ হবে। এবছর লেবুর ফলন যেমন বেশি হয়েছে তেমন দামটাও কৃষক ভাল পাচ্ছে। আপনা যদি মাঠে জান তাহলে দেখবেন রোজার প্রথম দিকে এক হালি(৪) লেবু ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হয়েছে এখন একটু কমে এসেছে। আমাদের লেবু গুলি ঢাক, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়ে থাকে।

Rp / Rp

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক যুবদল নেতার মৃত্যু