ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা আরো নতুন দুই বিশ্ববিদ্যালয়ের যোগদান


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৫-১-২০২৪ বিকাল ৬:২৬

২০২৩-২৪ শিক্ষা বর্ষে জিএসটি গুচ্ছ ভেঙে যাওয়ার যে সম্ভাবনা ছিলো সেটি কেটে গেছে। যেসব বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার বিষয়ে জানিয়েছিল তারাও এ গুচ্ছে থাকছে। এবারে জিএসটির ২২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হবে আরও নতুন দুই বিশ্ববিদ্যালয়। সে হিসেবে আসন্ন শিক্ষাবর্ষে ২৪ বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হবে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা।ইউজিসির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে যে, গুচ্ছে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সে হিসেবে মোট ৩৫টি বিশ্ববিদ্যালয় চলতি বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষায়  অংশগ্রহণ করতে পারে। রবিবার (১৪জানুয়ারি) ইউজিসি ভবনে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে উপাচার্যরা পৃৃথক সভার মাধ্যমে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আর এবার এ পরীক্ষার নেতৃত্বে থাকবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ প্রক্রিয়ায় যবিপ্রবির (আহ্বায়ক) সঙ্গে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবে খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।আগের ২২ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা কার্যক্রম শুরুর অনুমোদন পাওয়া নতুন দুই বিশ্ববিদ্যালয় হলো- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পিরোজপুর।গেল কয়েকবছর থেকে এককভাবে জিএসটি ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিয়ে আসছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এবারে নতুন নেতৃত্ব পাওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।এর আগে এদিন সকালে প্রথমে জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর উপাচার্যদের নিয়ে সভায় বসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ সভায় গুচ্ছে থাকার পক্ষে অধিকাংশ বিশ্ববিদ্যালয় তাদের মতামত জানান। এ সময় ৩০ জুনের মধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ করার সুপারিশ করেন একজন উপাচার্য। সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সাবেক ও বর্তমান শিক্ষামন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে এ সুপারিশ করেন তিনি।এরপর ইউজিসির সঙ্গে সভা শেষ দুপুর ২টায় জিএসটি গুচ্ছের ‍উপাচার্যদের নিয়ে পৃথক একটি সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ইউজিসির সঙ্গে অনুষ্ঠিত সভার সুপারিশ অনুমোদন করা হয়। একইসঙ্গে আসন্ন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা কার্যক্রম দ্রুত শুরু করতে পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

জিএসটি গুচ্ছে থাকা আগের ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১১টি সাধারণ বিশ্ববিদ্যালয়, বাকি ১১টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।সাধারণ ১১টি বিশ্ববিদ্যালয় হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ)।১১টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Masum / Masum

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক যুবদল নেতার মৃত্যু