ঝিনাইগাতীতে যুবদলের ইফতারে নেতাকর্মীর ঢল : বিএনপিই এখন মানুষের শেষ ভরসা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা যুবদলের উদ্যোগে ৩১দফা বাস্তবায়নের জন্য মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মীদের ঢল নেমেছিলো। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন বিএনপিই এখন সাধারণ মানুষের শেষ ভরসা। কারণ একমাত্র বিএনপিই হলো জনগনের দল।
২১ মার্চ শুক্রবার বিকালে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে মতবিনিময়, ইফতার ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে ঝিনাইগাতী উপজেলা যুবদল।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
স্কুল মাঠটির কানায় কানায় ভর্তি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, মো. লুৎফর রহমান, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জিতেন্দ্র মজুমদার, সহসভাপতি মীর কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা, শাহজাহান আলী, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাবু। এছাড়াও উপজেলা মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার আলী বেলাল, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কমল, কামরান হাসান, আব্দুর রাজ্জাক, এরশাদ মোল্লা, শাওন, সোহাগ ও আমির হামজা আলম উপস্থিত ছিলেন।
সভায় সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল বলেন, 'এদেশের মানুষ স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করেছে। শেখ হাসিনার পতনের পরও দেশে গণতন্ত্র ফিরে আসেনি। যারা দায়িত্বে আছেন, তারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের ভোটে সরকার নির্বাচিত হলেই তবে দেশে শান্তি ও গণতন্ত্র ফিরবে।' তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, 'দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান দলের সব পর্যায়ের নেতা-কর্মীকে শান্ত থাকতে বলেছেন। তাই মানুষ কষ্ট পায়, এমন কর্মকাণ্ড থেকে দলের নেতা-কর্মীদের বিরত থাকতে নির্দেশনা দেন তিনি। এরপরেও যদি কোন নেতা-কর্মী অন্যায়ভাবে মানুষকে হয়রানি করেন, প্রমাণ পেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থার পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হবে।' তিনি বলেন, সামনে নির্বাচন, নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বুঝতে হবে বিএনপির একমাত্র ভরসা হচ্ছে জনগণ। জনগনের ভোটেই আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই।
এর আগে গত ২১ মার্চ বিকেলে ঝিনাইগাতীর তিনআনি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
তিনআনি বাজার বনিক সমিতির সভাপতি মোতাহার আলী বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী লুৎফর রহমান ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে মাহমুদুল হক রুবেল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, বনিক সমিতির কাজ শুধু বড় বড় অনুষ্ঠানের আয়োজন করা না। সমিতির নেতাদের প্রধান কাজ হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা দেয়া। কেউ যদি চাঁদাবাজি করতে আসে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দিন। এ জন্য আমি আপনাদের পাশে আছি। ভয়ের কোন কারণ নেই। এখন থেকে তিনআনি বাজারে কেউ সন্রাস, চাঁদাবাজি করলে তাদের ঠায় এখানে হবে না। তাদেরকে হয় এলাকা ছাড়তে হব নচেৎ জেলে যেতে হবে।
পরে উভয় অনুষ্ঠানে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোসহ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Rp / Rp

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী

বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে মোড়েলগঞ্জে হরতাল ও অবরোধ, স্থবির জনজীবন ব্যবসা-শিক্ষা কার্যক্রম বন্ধ

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়
Link Copied