ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের উচ্চ মাধ্যমিক পরিক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ২৭-৩-২০২৫ দুপুর ৪:৪

মাদারীপুর জেলার শিবচর উপজেলার ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পূণর্বহালের দাবিতে কলেজের শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৭ মার্চ) দুপুরে শিবচর উপজেলার দত্তপাড়ায় ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে স্বতঃস্ফূর্তভাবে ভাবে মানববন্ধনে অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী।জানাযায় এখানে প্রায় ১হাজার ৫০০ শত উচ্চ মাধ্যমিক পরীক্ষা্র্থী রয়েছে।জানা গেছে, মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ এ ২০১৭ মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড এইচএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপিত হয়। কলেজের দূর-দূরান্তের শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজে কেন্দ্র স্থাপিত হয়। সম্প্রতি পরীক্ষাকেন্দ্র এই কলেজ থেকে সরিয়ে শিবচরে নেয়া হচ্ছে। কেন্দ্র বহালের দাবি জানিয়ে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। 

শিক্ষার্থীরা জানান,'এই কলেজে ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর, মাদারীপুরের রাজৈর, টেকেরহাটসহ দূর-দূরান্তের শিক্ষার্থীর সংখ্যাই বেশি। বিশেষ করে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা এই কলেজে বেশি। শিবচরে গিয়ে পরীক্ষা দেয়া শিক্ষার্থীদের জন্য কষ্টদায়ক। কেন্দ্র সরিয়ে শিবচরে নেয়া হলে দূর-দূরান্তের শিক্ষার্থীদের শিবচরে যেতে সময় বেশি ব্যয় হবে। আর্থিক ভাবেই ক্ষতিগ্রস্থ হবেন।'

উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ইমন বলেন,'এখান থেকে কেন্দ্র শিবচরের কলেজে নিলে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের শিবচরে গিয়ে পরীক্ষা নেয়া কষ্টকর হয়ে যাবে। এই কলেজটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সাথে। দূর-দূরান্তের শিক্ষার্থীরা সহজেই কলেজে আসতে পারে। কিন্তু শিবচরে কেন্দ্র স্থানান্তর হলে সময় এবং আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্থ হবো।'

শাহনাজ নামের আরেক শিক্ষার্থী বলেন,'আমরা এই কলেজেই উচ্চ মাধ্যমিকের কেন্দ্র পূণর্বহালের দাবি জানাচ্ছি। আমাদের কষ্টের কথা বিবেচনা করে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমাদের প্রত্যাশা।'

ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া বলেন,'আমাদের এই কলেজ ভাঙ্গা, সদরপুরসহ দূর-দূরান্তের শিক্ষার্থীরা লেখাপড়া করে। ইলিয়াস আহম্মেদ চৌধুরী কলেজটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশেএবং ছাত্রীর সংখ্যা আমাদের ছাত্রের চেয়ে বেশি। বিশেষ করে ছাত্রীদের কথা বিবেচনা করেই আবেদনের প্রেক্ষিতে ২০১৭ সালে এখানে কেন্দ্র স্থাপিত হয়। এরপর থেকে সুনামের সাথেই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এবছরই হঠাৎ করে কেন্দ্র সরিয়ে নেয়ার চিঠি পাই। যা দুঃখজনক।'আমরা কেন্দ্র পূনর্বহালের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করেছি।'

এখানে উল্লেখ্য যে,ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজটি ১৯৯৭ সালে স্থাপিত হয়।বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিকে প্রায় ১৫ শতাধিক শিক্ষার্থী রয়েছে। এছাড়া ডিগ্রি, অনার্সসহ সব মিলিয়ে কমপক্ষে ৫ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে।

Masum / Masum

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত