ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বিপুল পরিমাণ ল্যাপটপ ও মোবাইল সহ চোর চক্রের দুইজন গ্রেফতার


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ৩০-৩-২০২৫ বিকাল ৫:১৩

রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা হতে বিপুল পরিমাণ চোরাই ল্যাপটপ ও চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো- ১। মাহথির মোহাম্মদ খান তমাল (২৪) ও ২। মোঃ তোফায়েল আহম্মেদ (২৬)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত ৬১টি চোরাই ল্যাপটপ ও দুইটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। 

আজ রবিবার (৩০ মার্চ ২০২৫ খ্রি.) পল্লবী থানার কালসী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, উত্তর বাড্ডার পূর্বাচল এলাকার জনৈক মোঃ সাকিব ও তার সহপাঠী মিলে একটি ব্যাচেলর বাসায় বসবাস করেন। তাদের বাসাটি সাবলেট ভাড়া নেওয়ার জন্য গত (২১ মার্চ ২০২৫ খ্রি.) বিকাল ৫:৩০ ঘটিকায় সাকিবের মোবাইল ফোনে কল দিয়ে বাসাটি দেখতে আসে মাহথির মোহাম্মদ খান তমাল নামে এক ব্যক্তি। মাহথিরের বাসাটি পছন্দ হলে সে সাবলেট বাসা ভাড়া নেয়। এরপর সাকিবের কাছ থেকে বাসার চাবি নিয়ে সে চলে যায় এবং জাতীয় পরিচয়পত্রের ছবি পরের দিন দিবে বলে জানায়। পরবর্তীতে ৮:১৫ ঘটিকায় সাকিব তারাবি নামাজ পড়তে বাসা থেকে বের হলে সুযোগ বুঝে মাহথির বাসার চাবি দিয়ে তালা খুলে পড়ার টেবিলের ড্রয়ার থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুইটি বাটন মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে যায়। এ ঘটনায় সাকিবের অভিযোগের ভিত্তিতে বাড্ডা থানায় ৩০ মার্চ ২০২৫ খ্রি. একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর ৩০ মার্চ ২০২৫ খ্রি. সকালে পল্লবী থানার কালসী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে মাহথির মোহাম্মদ খান তমাল ও ওই সময় তার আরেক সহযোগী মোঃ তোফায়েল আহম্মেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চোরাইকৃত ৬১টি চোরাই ল্যাপটপ ও দুইটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য নয় লক্ষ ২৮ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Rp / Rp

লোহাগড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

শরীয়তপুরে এনসিপির বর্নাঢ্য বিজয় র‍্যালি

আড়িয়াল খাঁ নদীতে হনুফার নিথর দেহ

বাগেরহাটে তেল ও ডাল ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা

পটুয়াখালীর বাউফলে মশাল মিছিল

মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক ফয়জী নির্বাচিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

বাগেরহাটে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন

লোহাগড়ায় ৫ দিনব্যাপী ১২ তম নড়াইল জেলা কাব-ক্যাম্পুরীর উদ্ধোধন