লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় কলস প্রতীকের পক্ষে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে লোহাগড়া লক্ষীপাশা মোল্যার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সদ্য বহিস্কৃত লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনের স্বতন্ত্র (কলস প্রতীকের) প্রার্থী মো. মনিরুল ইসলাম।
সদ্য বহিস্কৃত লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মশিয়ার রহমান সান্টুর সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ জুলফিকার মন্ডল, সদ্য বহিস্কৃত নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম পলাশ, পৌর বিএনপির সভাপতি মোঃ তেলায়েত হোসেন, সদ্য বহিস্কৃত লোহাগড়া উপজেলা সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সদ্য বহিস্কৃত পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, নড়াইল জেলা মৎস্যজীবি দলের সভাপতি মিলন ঘেষ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মিজানুর রহমান প্রমুখ।
এছাড়াও কলস প্রতীকের হাজার হাজার সমর্থক ও নেতাকর্মীরা এ জনসভায় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম বলেন, আমি নড়াইল-লোহাগড়ার মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। এই জনপদের মানুষ আমার পাশে রয়েছে। আমি নড়াইল-লেহাগড়ার আপামর সাধারণ মানুষের প্রার্থী। আমার বিশ্বাস লোহাগড়াবাসী কলস প্রতীকে ভোট দিয়ে লেহাগড়ার তৃণমুল জনগণের প্রত্যাশা পূরণে আমাকে সুযোগ দেবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ব্যাপক সমর্থনে কলস প্রতীক এবার বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।
জনসভায় অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বতন্ত্র কলস প্রতীকর প্রার্থী মো. মনিরুল ইসলামের হাজার হাজার সমর্থকরা পৃথক পৃথক মিছিল নিয়ে উপস্থিত হন। এতে লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক সমর্থকরা অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে এবং জনসমুদ্রে পরিনত হয়।
Ahad Hossain / Ahad Hossain
মোরেলগঞ্জের রামচন্দ্রপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা
লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল
মহাদেবপুরে ড্রাম ট্রাক ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের ৫ আদিবাসী নিহত
মোড়েলগঞ্জে বি এন পির মিছিল ও সমাবেশ
লালমনিরহাট-৩ ‘লালমনিরহাটে সুজনের আয়োজনে এক মঞ্চে মুখোমুখি ৬ প্রার্থী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা ১ আসনের ধানের শীষ মার্কার প্রার্থীর পথসভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ ৩জন আটক
বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫
শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
Link Copied