পালিত ছেলের অত্যচারে বাড়ি ছাড়া বাব-মা, ঘর পুড়িয়ে মামলা দেয়ার চেষ্টার অভিযোগ
মাদারীপুরে পালিত ছেলের অত্যাচারে বাড়ি ছাড়া বাবা-মা। অভিযোগ এড়াতে ঘর পুড়িয়ে মামলা দেয়ার চেষ্টার অভিযোগ পালিত ছেলের বিরুদ্ধে। ঘটনাটি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের আমড়াতলা গ্রামে। জয়নাল আবেদিন খা ও খাদিজা বেগমের পালিত পুত্র সাইদুর খা অভিযোগ অস্বীকার করেন। ঘটনাটি পারিবারিক কলহের জেরে তাই স্থানীয় গন্যমান্যরা মিমাংসার দায়িত্ব নিয়েছেন। মিমাংসা না হলে অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ ।
জানা যায়, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের আমড়াতলা গ্রামে জয়নাল আবেদিন খার সন্তান না হওয়ার কারনে সাইদুর নামে একটি শিশুকে দত্তক আনেন। সেই ছেলেকে লালন পালন করে বড় করতে থাকেন জয়নাল আবেদিন খা ও খাদিজা বেগম দম্পতি। তার মাঝে তাদের নিজের ঘরে জন্ম নেয় খাইরুল ইসলাম খান ( সোহাগ ) মমতাজ বেগম , সেতারা বেগম, নাদিরা বেগম, লিজা বেগম নামে এক ছেলে ও চার মেয়ে। সাইদুর খাঁকে লালন পালন করে বড় করে বিবাহ দেন জয়নাল খা দম্পতি। এছাড়া ভবিষ্যতে পালিত পুত্র সাইদুর খাঁ যাতে জমি থেকে বঞ্চিত না হয় তাই তাকে ৬ শতাংশ জমি লিখে দেন বাবা জয়নাল খা। তবে তখন কৌশলে সাইদুর খা দানপত্র দলিন না নিয়ে সাফ কবলা দলিল নেয়। বর্তমানে সাইদুর খাঁ আরও জমি দাবি করলে পারিবারিক কলহের সৃষ্টি হয়। সেই কলহের জেরে ঘটনার এক পর্যায়ে জয়নাল খাঁ দম্পত্তিকে মারধোর করে সাইদুর খাঁ ও তার পরিবার। ওই ঘটনায় থানায় অভিযোগ দেন জয়নাল খা। অভিযোগ থেকে বাচতে নিজের ঘর পুড়িয়ে বাবার বিরুদ্ধে মামলা দেয়ার চেষ্টার অভিযোগ উঠে সাইদুর খাঁর বিরুদ্ধে। এছাড়া জয়নাল খাঁর স্বজন রেজওয়ান খন্দকার ও আরিফ খন্দকারের বিরুদ্ধে অভিযোগ দায়েরের চেষ্টা চালায় সাইদুর খাঁ। রেজওয়ান খন্দকার ও আরিফ খন্দকার আদালতে কর্মরত (সরকারী চাকুরী) থাকলেও তাদের বিরুদ্ধে ঘর পোড়ানোর মিথ্যা মামলা দেয়ার চেষ্টা করছে বলে জানায় ভুক্তভোগী জয়নাল আবেদিন। সব ধরনের ঝামেলা থেকে মুক্তি চান ভুক্তভোগী জয়নাল খাঁ।
জয়নাল আবেদিন খাঁর স্ত্রী খাদিজা বেগম বলেন, অনেক কষ্ট করে সাইদুরকে লালন পালন করেছেন তিনি। এখন সেই পালিত সন্তান তাদের মারধোর করে, বাড়ি থেকে বের করে দেয়। তার গর্ভের সন্তানদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে সমস্ত সম্পত্তি একা ভোগ করতে। সাইদুরের বিচার দাবি করেন তিনি।
ভুক্তভোগী জয়নাল আবেদিন খাঁ বলেন, অনেক বছর সন্তান না হওয়ায় সাইদুর খাকে দত্তক আনেন সে। বসবাসের জন্য ঘরবাড়ি নির্মান করতে ৬ শতাংশ জমি লিখেও দেন। সেই জমি নিয়েও অযুক্তিক আরও জমি দাবি করছে সাইদুর খা। এ নিয়ে দ্ব›েদ্বর জেরে তাকে,তার স্ত্রী ও সন্তানদের মারধোর করে সাইদুর খা। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে মামলা থেকে বাচতে নিজের ঘর পুড়িয়ে মামলা দেয়ার চেষ্টা করছে সাইদুর খা। এ ঘটনার সঠিক তদন্ত করে সাইদুর খার সঠিক বিচার দাবি করেন তিনি।
রেজওয়ান খন্দকার মুঠোফোনে বলেন, সে সরকারী চাকুরী করেন, থাকেন ঢাকায়। তাকে মিথ্যা অভিযোগ দিয়ে এ ঘটনার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছে সাইদুর খাঁ। সঠিক তদন্ত করে প্রকৃত দোষিদের বিচার দাবি করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে সাইদুর খা বলেন, সে কাউকে মারধোর করেননি। সে জমি কিনেছে তার বাবার কাছ থেকে। আরও কিছু জমি দাবি করেন তিনি।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোকসেদুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা থানায় এসে মিমাংশা করে দেয়ার কথা বলে সময় নিয়েছে। মিমাংশা না হলে অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Rp / Rp
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা