ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ঈদে বালিয়াটি জমিদার বাড়িতে দর্শনার্থীদের উপচে পড়া ভীড়


বালিয়াটি জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি গ্রামে অবস্থিত।  

 

জমিদার বাড়িটি বাংলাদেশের সবচেয়ে বড় আয়তনের জমিদার বাড়ি। জমিদার বাড়ির ৪টি ভবনের বা থেকে ২য় টির ২য় তলায় অবস্থিত ৪ টি রুমে জমিদার বাড়ির বিভিন্ন আসবাব পত্র সাজানো। কথিত আছে বড় রুমের ভিতরে জমিদারগণ নৃত্য দেখত আর আনন্দ উপভোগ করত। ৪ টি ভবরের বারান্দায় প্রবেশ করে কেউ সেলফি তুলছেন। পিছনে রয়েছে ৭ ঘাটলা বিশিষ্ট পুকর। ৪ টি বড় ভবন ছাড়াও পিছনে রয়েছে আরও ৩ টি বড় অট্রালিকা। সবগুলি আবার সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। সামনের সীমানা প্রাচীরের মধ্যে রয়েছে ৪টি সিংহ দ্বার। যার পিছনে ফেলে ছবি তুলতে বেশী ব্যাস্ততা প্রর্যটকদের। গ্রুপ ছবি তুলতে তুলতে কাচা ঘাষের উপর বসে সময় পার করছেন অনেকেই।

 

জমিদার বাড়ি দেখতে উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। এ জমিদার বাড়ির পর্যটকদের ঘিরে তৈরি হয়েছিল শতাধিক ভাসমান বিভিন্ন দোকান। টানা ঈদের ছুটিতে দেশ-বিদেশের নানা স্থান থেকে পযটকরা ছুটে এসেছেন প্রাচীন ঐতিহ্যপূর্ণ এই জমিদার বাড়িতে।

 

বিগত বছরগুলিতে ঈদের দিন বন্ধ থাকলেও এবার ঈদুল ফিতর দিন সোমবার ৩১ মার্চ থেকে শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শন করেছেন ১৬ হাজারেরও বেশি পযটক, যা এই ঐতিহাসিক স্থানটির জন্য এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। ৬ দিন ধরে চলা এই ঈদের ছুটিতে জমিদার বাড়ির জনপ্রিয়তা বেড়েছে। এর ফলে এখানে শুধু টিকিটি বিক্রি করে রাজস্ব আাদয় হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা।

 

শনিবার দুপুর ১ টার দিকে গিয়ে দেখা যায় ছুটির শেষ দিনেও বেশ ভীড়। মাত্র ৩০ টাকা দিয়ে টিকিট কেটে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে।

 

ধামরাই উপজেলার কুশুরা গ্রাম থেকে ঘুরতে আসা সাদেক বলেন, ঈদের ছুটি আজকেই শেষ, তাই শনিবার পরিবারের ৬ সদস্য নিয়ে জমিদার বাড়িতে ঘুরতে এসেছি। ৩০ টাকা করে ৪ টি টিকেট কিনেছি। আর ৪ ও ৬ বছরের দুই শিশুর টিকিট লাগেনি। এই ৬ সদস্য নিয়ে কোন বেসরকারী কো প্রতিষ্ঠানে গেলে পরিবেশ ভেদে ৫-৮ হাজার টাকা শুধু টিকিট লাগত। সেখানে আমরা বালিয়াটি জমিদার বাড়িতে ১২০ টাকার টিকিট কেটে ঈদের আনন্দ উপভোগ করলাম।

 

মির্জাপুর উপজেলার কান্দাপাড়া গ্রামের আব্দুর রহমান বলেন, আমি ধামরাই উপজেলায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। রবিবার বাড়ি থেকে গিয়ে অফিস করব। তাই ছুটির শেষ দিন এসে বালিয়াটি জমিদার বাড়িতে বেড়াতে আসলাম। 

 

জমিদার বাড়ির সামনে বিভিন্ন শতাধিক দোকান বসেছে। বসানো হয়েছে নাগরদোলা ও শিশুদের কেন্দ্র করে বিভিন্ন ষ্টল। ফুচকা, চটপটি ও গরমের জন্য লোকাল ডাব, সরবতের বিভিন্ন দোকান। আর বিভিন্ন কোমল পানীয়, আইসক্রিম এর স্থায়ী ও অস্থায়ী দোকান।

 

খলিলাবাদ গ্রামের পাখি মিয়া বলেন, এসব অস্থায়ী দোকান এই ঈদের ছুটিতে ২ থেকে ৩ লক্ষ টাকার বেচা কেনা হয়েছে।

 

এ প্রসঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অধিদপ্তরের বালিয়াটি প্রসাদ জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান নিয়াজ মাখদুম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সবার আগমনে আমরা খুবই আনন্দিত। দেশের অন্যান্য অঞ্চলের দর্শনার্থীরা এখানে এসে আমাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে। এতে যেমন পর্যটন খাতের উন্নতি হচ্ছে, তেমনি স্থানীয় ব্যবসা এবং কর্মসংস্থানে নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। এ মৌসুমে ঈদের দিন থেকে শনিবার পর্যন্ত প্রায় ১৬ হাজার টিকিট বিক্রি করে প্রায় ৫ লক্ষ টাকা আয় হয়েছে।

 

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, একদিকে যেখানে ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে, অন্যদিকে পর্যটকদের আকৃষ্ট করার জন্য উন্নত পরিষেবা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। চলতি মৌসুমেও জমিদার বাড়ির সংস্কার কাজ চলছে। জমিদার বাড়ি পরিদর্শনের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা প্রদান করার পরিকল্পনা রয়েছে, যাতে পর্যটকদের অভিজ্ঞতা আরও উন্নত হয় এবং এই ঐতিহাসিক স্থানটির সুরক্ষা নিশ্চিত করা যায়। এছাড়া, পর্যটকদের আগমন বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হবে বলে জানান কর্মকর্তারা।

 

ছবির ক্যাাপশন: ১ ও ২ নাম্বার ছবিটি শনিবার দুপুরে তোলা এবং ৩ ও ৪ নং ছবিটি ঈদের ৩য় দিন বালিয়াটি জমিদার বাড়ির সামনে ও ভিতর থেকে তোলা।

Rp / Rp

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক যুবদল নেতার মৃত্যু