কুড়িগ্রামে সেনাবাহিনীর অনুপ্রেরণা বিষয়ক দুদিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত
কুড়িগ্রামে সেনাবাহিনীর দুদিন ব্যাপি অনুপ্রেরণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী রংপুর অঞ্চল-৬৬ পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিট কর্তৃক বুধবার সকালে দ্বিতীয় দিনে কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন প্রমুখ।
দুদিন ব্যাপি অনুপ্রেরণা বিষয়ক সেমিনারে কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম, ১০ম শ্রেণীর প্রায় এক হাজার ৩শ শিক্ষার্থীরা অংশ নেয়।
কুড়িগ্রাম জেলার মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ আর্মিতে প্রথম শ্রেণীর গেজেটেড কমিশন্ড অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করতে সেমিনারে অনুপ্রেণামূলক ও নির্দেশনা প্রদান করা হয়।
দুদিন ব্যাপি অনুপ্রেরণা বিষয়ক সেমিনারে কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম, ১০ম শ্রেণীর প্রায় এক হাজার ৩শ শিক্ষার্থীরা অংশ নেয়।
এছাড়াও সেমিনারে শিক্ষার্থীরা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে।
সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থী জীম, বুলবুলি, ফারুক বলেন, এই সেমিনারে প্রথমবার অংশগ্রহণ করেছি। স্বপ্ন ছিল সেনাবাহিনীতে চাকুরি করার। কিন্তু অনেক কষ্ট আর পরিশ্রমের কারণে আমার পরিবার শুরু থেকেই নিরুৎসাহিত করে আসছিল। ফলে সেই স্বপ্ন দেখা বন্ধ করে দেই। কিন্তু আজকে এই সেমিনার থেকে অনেক কিছু জানতে পারলাম ও শিখলাম। ফলে আমার ও পরিবারের ভুল ধারণা ভেঙে গেছে। আমি এখন সামনে সুযোগ পেলে সর্বোচ্চ চেষ্টা করব। সেমিনারে অংশ নিয়ে আরও জানতে পেরেছি কোন প্রকার টাকা ছাড়াই শুধুমাত্র মেধা, সহনশীলতা ও ইচ্ছাশক্তিই ভর্তির জন্য যথেষ্ট। এখানে এমন কিছু শিখানো হয়েছে যা আমরা সেনাবাহিনীতে প্রবেশের সময় কাজে লাগাতে পারব।
সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থী জীম, বুলবুলি, ফারুক বলেন, এই সেমিনারে প্রথমবার অংশগ্রহণ করেছি। স্বপ্ন ছিল সেনাবাহিনীতে চাকুরি করার। কিন্তু অনেক কষ্ট আর পরিশ্রমের কারণে আমার পরিবার শুরু থেকেই নিরুৎসাহিত করে আসছিল। ফলে সেই স্বপ্ন দেখা বন্ধ করে দেই। কিন্তু আজকে এই সেমিনার থেকে অনেক কিছু জানতে পারলাম ও শিখলাম। ফলে আমার ও পরিবারের ভুল ধারণা ভেঙে গেছে। আমি এখন সামনে সুযোগ পেলে সর্বোচ্চ চেষ্টা করব। সেমিনারে অংশ নিয়ে আরও জানতে পেরেছি কোন প্রকার টাকা ছাড়াই শুধুমাত্র মেধা, সহনশীলতা ও ইচ্ছাশক্তিই ভর্তির জন্য যথেষ্ট। এখানে এমন কিছু শিখানো হয়েছে যা আমরা সেনাবাহিনীতে প্রবেশের সময় কাজে লাগাতে পারব।
কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান,কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার প্রায় ১৩শ শিক্ষার্থীদেরকে দু’দিন ব্যাপি অনুপ্রেরণামূলক সেমিনারের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে। পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের বাংলাদেশে সেনাবাহিনীতে প্রবেশে কাজে আসবে।
Rp / Rp
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Link Copied