ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

শেরপুর সরকারি কলেজে নববর্ষে বর্ষবরণ দেয়ালিকা প্রদর্শনী


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৪-২০২৫ রাত ৮:৫২

‘এসো হে বৈশাখ, এসো এসো.....নববর্ষের আহ্বান, সম্প্রীতির ঐক্যতান’ শ্লোগানে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে শেরপুরে বর্ষবরণ দেয়ালিকা প্রদর্শনী ও যুবসমাবেশ হয়েছে। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর-এর আয়োজনে ১৪ এপ্রিল সোমবার পহেলা বৈশাখে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ দেয়ালিকা প্রদর্শনী ও যুবসমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলার ৫টি প্রবাহমান নদী ব্রহ্মপুত্র, ভোগাই, চেল্লাখালি, সোমেম্বরী ও মহারশি নদীর নামে এসব দেয়ালিকায় প্রবন্ধ, কবিতা, ছড়া, ধাঁ ধাঁ, ক্যুইজ

এবং বিভিন্ন লেখনি ও আল্পনার মাধ্যমে বাংলা নববর্ষের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হয়। এছাড়াও পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতি উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষা ও নদ-নদী বাঁচাতে বিভিন্ন ধরনের সচেতনতামুলক বার্তা তুলে ধরা হয়।

জনউদ্যোগ যুব ফোরামের সদস্যরা এসব দেয়ালিকা সম্পাদনা করেন।

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রউফ দেয়ালিকা প্রদর্শণীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি নবজাগরনের চেতনায় যুবদের সৃজনশীলতা বিকাশের মধ্য দিয়ে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আগামীর উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে তরুণ-যুবদেরকে আরো বেশী বেশী করে এ ধরনের সৃজনশীল কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হওয়ার তাগিদ দেন। এসময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহ কামাল উদ্দিন, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশীদ, উদীচী জেলা সংসদের সাবেক সভাপতি তপন সারোয়ার, হরিজন নেত্রী মুক্তা হরিজন, জনউদ্যোগ আহŸায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, যুব ফোরাম আহ্বায়ক শুভংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, বর্ণাঢ্য আয়োজনে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক তরফদার মাহামুদুর রহমানে নেতৃত্বে শোভা যাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠক এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

 শোভাযাত্রায় পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এবং ফুল-ঘুড়ি, দোতরা সহ নানা মুখোশ ও বাদ্য-বাজনায় গ্রামীণ ও লোকজ ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সাংস্কৃতিক

অনুষ্ঠান ও তিন দিনব্যাপী বিসিক কারুপণ্য মেলা উদ্বোধন করা হয়। শেরপুর সরকারি কলেজের পক্ষ থেকে পৃথক একটি বর্ষবরণ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করেছে। পরে কলেজের মুক্তমঞ্চে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এদিন বাংলা নববর্ষ উপলক্ষে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের কলেজে আসা-যাওয়ার জন্য জেলার অভ্যন্তরীন ৫টি রুটে ৫টি বাসসার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রউফ। অন্যান্য শিক্ষকবৃন্দ ও অতিথিরা এসময় উপস্থিত ছিলেন।

Masum / Masum

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত