ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

মাদারীপুরে আওয়ামী লীগের নেতার হামলায় আহত মাদ্রাসার শিক্ষক


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ১৭-৪-২০২৫ দুপুর ৪:৩৭
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের নেতার আক্রমণের শিকার প্রবীণ মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুল বারী।
 
বুধবার(১৬ এপ্রিল) শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের লপ্তি কান্দি গ্রামের মাদবরচর লপ্তি কান্দি নুরানিয়া হাফেজিয়া গোরস্থান মাদ্রাসায় মুহতামিম হাফেজ আব্দুল বারীকে শারীরিকভাবে লাঞ্চিত করেন   স্থানীয় আওয়ামী লীগের নেতা আলী লপ্তি নামক এক ব্যক্তি। জানা যায় মাদবরচর লপ্তি কান্দি নুরানিয়া হাফেজিয়া গোরস্থান মাদ্রাসায় আলী লপ্তীর ছেলে হাচান মিয়া (১১)হেফজখানার ছাত্র। গতদিন পড়ানোর সময় ওই মাদ্রাসার শিক্ষক হাচান কে শাসন করেন।এই ঘটনা জের ধরে হাসানের বাবা আলী লপ্তী মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুল বারীকে মারধর করেন।এ সময় আব্দুল বারীর ছেলে হাফেজ আল আমিন  এগিয়ে আসলে তাকে বেদম মারধর করে আলী লপ্তি এবং তার স্ত্রী। ওই ঘটনার সময়ে হাফেজ আল আমিনের মুখে কামড় বসিয়ে দেয় আলী লপ্তি। 
 
এলাকার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়' আওয়ামী আমলে আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে মাদক কারবারি সহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন আলী লপ্তী। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নানা ধরনের  অপকর্মের সাথে জড়িত ছিল,তিনি ওই সময় আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে মাদক ব্যবসায়ের সাথে জড়িয়ে পড়েন।সেই সময় তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হন অবৈধ মাদক ব্যবসায়ের জন্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন আলী লপ্তি দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের নেশার ব্যবসার সাথে জড়িত এবং তিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।তার ভয়ে এলাকা কেউ মুখ খুলতে সাহস পায় না।বিগত ১৭ বছরে তিনি আওয়ামী লীগকে ব্যবহার করে অনেক ধরনের অপকর্ম করেছেন,আমরা মাদক কারবারি আলী লপ্তীর বিচার চাই।আমাদের এই মাদ্রাসার হুজুর অনেক সম্মানিত ব্যক্তি তাকে মারধর করার জন্য আমরা আলী লপ্তীর বিচার চাই। 
 
এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা  বিরাজ করছে।অপরাধীকে দ্রুত আইনের আওতায় না আনলে পরিস্থিতি আরো অবনতি হতে পারে বলে ধারনা করছে তারা।পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টিম কাজ করছে। 
 
জানতে চাইলে'হাফেজ আব্দুল বারী বলেল'আলী লপ্তী আমাদের মাদ্রাসায় এসে আমাকে এবং আমার ছেলে হাফেজ আল আমিন মারধর করে।আমি এর সুষ্ঠু বিচার চাই।আমি দীর্ঘদিন যাবত এই মাদ্রাসায় কাজ করছি এলাকার লোক আমাকে যথেষ্ট সম্মান করে।আলী লপ্তী একজন মাদকাসক্ত ব্যক্তি আমি ওর শাস্তি দাবি করছি। 
 
 অভিযোগ সম্পর্কে জানতে আলী লপ্তীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রতন শেখ (পিপিএম)বলেন,'মাদ্রাসা শিক্ষককে মারধর করার কথা আমরা জানার সাথে সাথেই পুলিশের টিম পাঠাই এবং সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টিম ও কাজ করছে।

Rp / Rp

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী