সাটুরিয়ায় চলছে শতবর্ষী সরকারি খাল ভরাটের মহোৎসব
মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়নের বাগবাড়ি শিমুলিয়া গ্রামের শতবর্ষী সরকারি খাল দখলের মহোৎসব চলছে। আঁধা কিলোমিটার খালের মধ্যে রাতারাতি ১১ টি বাঁধ দিয়ে আটকিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ খালের উপর দীর্ঘদিন ধরে খাল ভরাটের মহোৎসব চলছে ভূমি প্রশাসনকে ম্যানেজ করে।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা সহকারি কমিশনার মোঃ তানভীর আহমদের কাছে খাল ভরাটের বিষয় জানতে তার কার্যালয়ে গেলে তিনি স্থানীয় সাংবাদিকদের প্রায় ১ ঘন্টা অফিসের বাইরে বসিয়ে রেখে কথা না বলে অফিস থেকে বেড়িয়ে যান।
জানা গেছে, সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাঙ্গাবাড়ী হতে ভাটারা হয়ে বাগবাড়ি শিমুলিয়া দিয়ে বনমালিপুর খালটি অবস্থান। শত বছরের খালটি কিছু কিছু জায়গায় খালের চিহৃ দেখা গেলেও বেশির ভাগ খাল ভরাট করে বাড়ি ঘর ও রাস্তা নির্মাণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই খাল দিয়ে এক সময় পাল তোলা নৌকা চলত মালামাল নিয়ে। খালের পানি দিয়ে কৃষকরা তাদের জমিতে সেচ দিত। এমনকি বর্ষা মৌসুমে এই খাল দিয়েই পানি বের করে কৃষি জমি আবাদের জন্য প্রস্তুত করত। সেই শত বছরের খালটি এখন মৃত। দখলকারীরা দখল করে নেওয়া ও বাঁধ দেওয়ায় এখন আর এই খাল দিয়ে পানি প্রবাহিত হয় না। খালে পানি প্রবাহিত না হওয়ায় কৃষক তার ফসল ফলাতে পারছে না।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগবাড়ী শিমুলিয়া গ্রামের আধাঁ কিলোমিটার খালের উপর ১১ টি বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করেছেন। এরা হলেন, আব্দুস সামাদ মিয়া, আবুল হোসেন, রফিক হোসেন, শফিক মিয়া, শহিদুল ইসলাম ও জলিল মিয়াসহ অনেকে।
বাগবাড়ীর বাসিন্দা মোঃ ফজল হক বলেন, এইখান দিয়ে বড় নদী ছিল। ওই নদী দিয়ে বড় বড় নৌকা আসা যাওয়া করত। কৃষি মৌসুমে শ্রমিকরা কাজ শেষে এ খালে গোছল করত। মাঝিদের নৌকা বেয়ে যেতে কষ্ট হতো। এখন সেই নদী খালে পরিনত হয়েছে। নদীর কোন চিহৃ নেই। যে খালটি আছে তাও দখল হয়ে যাচ্ছে। তিনি মনে করেন, খালটি প্রশাসনের নাকের ডগায় থাকার পরও কিভাবে দখল হলো। এক শ্রেণির অসাধু কর্মকর্তার গাফলতির কারণেই খাল ভরাট করে দখল করা হচ্ছে।
শিমুলিয়া গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন বলেন, যারা খাল দখল করে রাস্তা তৈরী করেছে তারা এলাকার প্রভাবশালী। তারা ভূমি অফিসের কর্মকর্তাদের পকেট ভারী করে খাল দখলের মহোৎসব চালাচ্ছে।
এ বিষয়ে সাটুরিয়ার ইউএনও মোঃ ইকবাল হোসেন বলেন, সরেজমিনে গিয়ে তদন্ত করে দখলদারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। আর খালটি উদ্ধার করে পানি প্রবাহের ব্যবস্থাও করা হবে।
Rp / Rp
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
Link Copied