সাটুরিয়ায় চলছে শতবর্ষী সরকারি খাল ভরাটের মহোৎসব

মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়নের বাগবাড়ি শিমুলিয়া গ্রামের শতবর্ষী সরকারি খাল দখলের মহোৎসব চলছে। আঁধা কিলোমিটার খালের মধ্যে রাতারাতি ১১ টি বাঁধ দিয়ে আটকিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ খালের উপর দীর্ঘদিন ধরে খাল ভরাটের মহোৎসব চলছে ভূমি প্রশাসনকে ম্যানেজ করে।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা সহকারি কমিশনার মোঃ তানভীর আহমদের কাছে খাল ভরাটের বিষয় জানতে তার কার্যালয়ে গেলে তিনি স্থানীয় সাংবাদিকদের প্রায় ১ ঘন্টা অফিসের বাইরে বসিয়ে রেখে কথা না বলে অফিস থেকে বেড়িয়ে যান।
জানা গেছে, সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাঙ্গাবাড়ী হতে ভাটারা হয়ে বাগবাড়ি শিমুলিয়া দিয়ে বনমালিপুর খালটি অবস্থান। শত বছরের খালটি কিছু কিছু জায়গায় খালের চিহৃ দেখা গেলেও বেশির ভাগ খাল ভরাট করে বাড়ি ঘর ও রাস্তা নির্মাণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এই খাল দিয়ে এক সময় পাল তোলা নৌকা চলত মালামাল নিয়ে। খালের পানি দিয়ে কৃষকরা তাদের জমিতে সেচ দিত। এমনকি বর্ষা মৌসুমে এই খাল দিয়েই পানি বের করে কৃষি জমি আবাদের জন্য প্রস্তুত করত। সেই শত বছরের খালটি এখন মৃত। দখলকারীরা দখল করে নেওয়া ও বাঁধ দেওয়ায় এখন আর এই খাল দিয়ে পানি প্রবাহিত হয় না। খালে পানি প্রবাহিত না হওয়ায় কৃষক তার ফসল ফলাতে পারছে না।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগবাড়ী শিমুলিয়া গ্রামের আধাঁ কিলোমিটার খালের উপর ১১ টি বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করেছেন। এরা হলেন, আব্দুস সামাদ মিয়া, আবুল হোসেন, রফিক হোসেন, শফিক মিয়া, শহিদুল ইসলাম ও জলিল মিয়াসহ অনেকে।
বাগবাড়ীর বাসিন্দা মোঃ ফজল হক বলেন, এইখান দিয়ে বড় নদী ছিল। ওই নদী দিয়ে বড় বড় নৌকা আসা যাওয়া করত। কৃষি মৌসুমে শ্রমিকরা কাজ শেষে এ খালে গোছল করত। মাঝিদের নৌকা বেয়ে যেতে কষ্ট হতো। এখন সেই নদী খালে পরিনত হয়েছে। নদীর কোন চিহৃ নেই। যে খালটি আছে তাও দখল হয়ে যাচ্ছে। তিনি মনে করেন, খালটি প্রশাসনের নাকের ডগায় থাকার পরও কিভাবে দখল হলো। এক শ্রেণির অসাধু কর্মকর্তার গাফলতির কারণেই খাল ভরাট করে দখল করা হচ্ছে।
শিমুলিয়া গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন বলেন, যারা খাল দখল করে রাস্তা তৈরী করেছে তারা এলাকার প্রভাবশালী। তারা ভূমি অফিসের কর্মকর্তাদের পকেট ভারী করে খাল দখলের মহোৎসব চালাচ্ছে।
এ বিষয়ে সাটুরিয়ার ইউএনও মোঃ ইকবাল হোসেন বলেন, সরেজমিনে গিয়ে তদন্ত করে দখলদারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। আর খালটি উদ্ধার করে পানি প্রবাহের ব্যবস্থাও করা হবে।
Rp / Rp

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী

বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে মোড়েলগঞ্জে হরতাল ও অবরোধ, স্থবির জনজীবন ব্যবসা-শিক্ষা কার্যক্রম বন্ধ

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়
Link Copied