হেলে পড়া বেইলি সেতুতে জীবনের ঝুকি নিয়ে পারাপার

মানিকগঞ্জে সাটুরিয়ার গাজীখালী নদীর ওপর দাঁড়িয়ে থাকা বেইলি সেতুটি এখন মৃত্যুফাঁদে পরিনত হয়েছে। ২০১১ সালে নির্মিত বিকল্প সেতু ১৫ বছরে সংস্কার না করায় সেতুটি ভগ্নদশায় পরিনত হয়েছে। কয়েকদিনে বৃষ্টিতে সেতুটি একপাশ ৫ ফুট মাটির নিচে ডেবে গিয়ে হেলে পরেছে। সংযোগ সড়ক থেকে সেতু বিছিন্ন হয়ে পড়েছে। প্রায় অর্থশতাধিক এলাকার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।
গাজীখালী নদীর ওপর ডাইবেশন সেতু দিয়ে প্রতিদিন প্রায় ৬ হাজার শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের চলাচল করে থাকেন। সাটুরিয়া,ধামরাই ও নাগরপুরের মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন সাটুরিয়া ৫০ শষ্যা স্বাস্থ্য কমল্পেক্স। বিশেষ করে বৃহস্পতিবার হাটের দিন কয়েক হাজার মানুষ এ সেতু দিয়ে চলাচল করে থাকেন। অনেক শিশু শিক্ষার্থী ক্ষতিগ্রস্থ সেতু পার হওয়ার সময় গর্তে পরে আহত হয়েছে।
সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান সড়ক ও জনপথ বিভাগ সর্তকবাণী দিয়ে ব্যানারে লিখেছেন সাবধান ক্ষতিগ্রস্থ বেইলি সেতু। এই বিকল্প সেতু দিয়ে জনসাধারণের চলাচল নিষেধ। আদেশক্রমে নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগ মানিকগঞ্জ। একটি সাইনবোর্ড দিয়েই দায় সেরেছেন সেতু কর্তৃপক্ষ। কিন্তু কর্তৃপক্ষে আদেশ তোয়াক্কা না করে জনসাধারণ ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই প্রতিদিন চলাচল করছেন।
জানা গেছে, ২০১০-১১ অর্থ বছরে সাটুরিয়া গাজীখালী নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করার প্রকল্প পাশ হয়। ২০১৩ সালে ব্রিজটি নির্মাণ কাজ শুরু হলে ২০১৫ সালের ১৫ অক্টোবর জনসাধারণের জন্য নতুন ব্রিজ খুলে দেওয়া হয়। নতুন ব্রিজ দিয়ে যানবাহন পারাপার হলেও বিকল্প ডাইবেশন বেইলি সেতু দিয়ে মানুষ পারাপার হয়। ওই এলাকাটির গুরুপ্তপূর্ণ হওয়ায় সড়ক ও জনপথ সেতু অপসাধরণ করেনি সাধারণ মানুষের অনুরোধে।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখায় যায়, বিকল্প রাস্তার ডাইবেশরে ওপর স্টিলের বেইলি সেতু তিনভাগের একাংশ ৫ ফুট মাটির নিচে ডেবে কাত হয়ে গেছে। সেতুর দুইপাশের একপাশ সংযোগ সড়ক থেকে বিছিন্ন হয়ে পড়েছে। সেতুর পিলারের সাথে রয়েছে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের সঞ্চালন লাইন। বিদ্যুতের খুঁটি থেকে মাটি সরে যাওয়ায় যেকোন সময় ভেঙ্গে পড়ার আশংঙ্খা করছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানায়, গাজীখালী নদীর ওপর মূল ব্রিজ দিয়ে বেশির ভাগ সময় গাড়ি চলাচল করে থাকে। আর বিকল্প ডাইবেশেন বেইলি সেতু দিয়ে সাধারণ মানুষ পায়ে হেঁটে চলাচল করে থাকেন সময় বাঁচানোর জন্য। ওই ডাইবেশন সেতুর একটু দূরে সাটুরিয়া উপজেলা ৫০ শস্যা স্বাস্থ্য কমপ্লেক্সে। চারটি প্রাইভেট ক্লিনিক রয়েছে। এছাড়া উপজেলার কৃষকদের উৎপাদিত ফসল হাটে বেচাকেনা করা হয় ওই বিকল্প সেতু দিয়েই।
সাটুরিয়ার ঔষধ ব্যবসায়ী মোঃ লিয়াকত আলী বলেন, বিকল্প ড্ইাবেশন সেতু দিয়ে প্রতিদিন কিন্ডার গার্ডেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি বেসরকারি স্কুল ও কলেজের প্রায় ৬ হাজার শিক্ষার্থীরা ওই ঝুঁকিপূর্ণ সেতু পারাপার হচ্ছে। কোমলমতি শিশুদের কথা চিন্তা করে সেতু কর্তৃপক্ষ দ্রুততম সময়ে সংস্কার করার জোর দাবী জানান।
সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, বিকল্প সেতুর পাতাটন মরিচা ধরে জায়গায় জায়গায় বড় বড় গর্তের সূষ্টি হয়েছে। সেতুর সব পাটাতন আগলা হওয়ায় রাতের বেলায় চলাচল করার সময় পথচারীরা অনেকে গর্তে পরে আহত হচ্ছে। জনসাধারণের কথা চিন্তা করে আমরা পাতাটন গুলো নিজ খরচে ঝালাই দিয়ে আটকিয়ে দিয়েছি। বিশেষ করে হাসপাতাল আসা যাওয়া এ সেতু দিয়ে সহজ হওয়ায় রোগীরা বেশির ভাগ সময় ক্ষতিগ্রস্থ সেতু দিয়েই পারাপার হয়। দ্রুত সময়ে সেতুটি সংস্কার করার দাবী জানান তিনি।
সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার সরকার বলেন, বিকল্প ডাইবেশনের উপর বেইলি সেতু নির্মাণ করার সময় নিচু করে নির্মাণ করা হয়। এতে বর্ষা মৌসুমে সেতুর দুপাশে মাইলের পর মাইল কচুরি পানা আটকে পড়ে। এ থেকে দুগর্ন্ধ ও মশার উপদ্রব্য বেড়ে যায়। ব্রিজটি উচু ও পুর্ণ নির্মাণের দাবী করেন তিনি।
কথা হয় সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মামুনুর অর রশিদের সঙ্গে। তিনি বলেন, বিকল্প সেতুর পাশেই স্বাস্থ্য কমপ্লেক্ষ। সেতটিু সংস্কার করা হলে এলাকার মানুষ উপকৃত হবে। হাসপাতালে আসা রোগীদের জন্য সহজ যোগাযোগ ব্যবস্থা হবে।
এ বিষয়ে কথা হয় মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী দেবাশীষ সাহার সঙ্গে। তিনি বলেন, ক্ষতিগ্রস্থ সেতু দিয়ে জনসাধারণ মানুষকে চলাচল নিষেধ করা হয়েছে। এটি ছিল একটি ডাইবেশনের ওপর বিকল্প সেতু। এটি একাধিকবার অপসারণের জন্য গেলেও তা জনসাধারণের অনুরোধ ও বাঁধার কারণে সেতুটি অপসারণ করা সম্ভব হয়নি। সড়ক ও জনপথ বিভাগ জনসাধারণের কথা চিন্তা করে সেতুটি গাজীখালী নদীর উপর রেখে দিয়েছে। তবে জনস্বার্থের কথা চিন্তা করে সেতুটি সংস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
Rp / Rp

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী

বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে মোড়েলগঞ্জে হরতাল ও অবরোধ, স্থবির জনজীবন ব্যবসা-শিক্ষা কার্যক্রম বন্ধ

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়
Link Copied