ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

লাখো রোগীর দুর্দশা কাটাতে অতি গুরুপ্তপূর্ণ এক্স-রে মেশিনটি নিজেই এখন রোগী ঠিক করতে ৫০ বার চিঠি


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি কয়েক বছর ধরে অচল হয়ে পরে আছে। লাখো রোগীর দুর্দশা কাটাতে অতি গুরুপ্তপূর্ণ এক্স-রে মেশিনটি নিজেই এখন রোগী। এ যন্ত্রের রোগ সারাতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তর,মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে কয়েক বছরে ৫০ বার চিঠি দিয়েছে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ। এক-দুই বার নয় ৫০ বার চিঠি দেওয়ার পরও ঘুম ভাঙ্গেনি প্রশাসনের। 
 
বছরের পর বছর মেশিনটি নষ্ট থাকায় প্রতিদিন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন লাখো রোগী। সরকারিভাবে কোন রোগী এক্স-রে করলে ৭০ থেকে ১০০ টাকায় যে পরীক্ষা করানো যায়,সেই পরীক্ষা বাইরে থেকে করতে গুনতে হয় ৩০০ থেকে ৫০০ টাকা। যা স্বল্প আয়ের মানুষের পক্ষে বহন করা খুবই কষ্টসাধ্য। এ পযর্ন্ত একাধিক টিম যন্ত্রটি দেখে গেলেও হয়নি সমাধান। এখন এটি সচলের প্রয়োজন উন্নতমানের যন্ত্রপাতি। 
 
স্বাস্থ্য মন্ত্রণালয় সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি এনালক এক্স-রে মেশিন বরাদ্ধ দেন প্রায় ৩০ বছর আগে। এক্স-রে মেশিনটি স্থাপন করার পর থেকেই নানা সমস্যায় জর্জিত। যন্ত্রটি সমস্যায় জর্জিত হওয়ায় রোগীরা বাধ্য হয়ে বাইরে বিভিন্ন ক্লিনিক থেকে বেশি খরচ দিয়ে সেবা নিয়ে থাকেন। এখানে এ চিকিৎসাসেবা না পাওয়ার ফলে বাড়তি খরচ গুনতে হচ্ছে রোগীদের।
 
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০২৪ সালের অক্টোবর মাসে কর্তৃপক্ষ এনালক এক্স-রে মেশিনটি ঠিক করে দেন। সপ্তাহ দুইয়েক চলার পর কলিমিটার লাইন অকেজো,ম্যাগনেট না হওয়ার কারণে রেডিওশন পাচ্ছে। ফলে এক্স-রে করা পেপার ঘোলা হলে স্পষ্ট দেখা যায় না। ফলে রোগীর রোগ নির্ণয় করতে হিমশিম খেতে হয়।
 
সাটুরিয়া ৫০ শষ্যা স্বাস্থ্য কমপ্লেক্স এক্স-রে মেশিন অপারেটর আব্দুল আলীম জানায়, এক্স-রে যন্ত্রটি সচল করতে কয়েক বছরে স্বাস্থ্য অধিদপ্তর, মন্ত্রণালয়,চিকিৎসা যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যসেবা বিভাগ প্রতিষ্ঠানসহ একাধি দপ্তরে ৫০ বার চিঠি পাঠানো হয়েছে। এক দপ্তর থেকে আরেক দপ্তরে ফাইল যেতে বিলম্ব হওয়া, অর্থ বরাদ্ধ না পাওয়া, সরবারহ প্রতিষ্ঠানের নানা ছুলছাতুরী দায়িত্বশীলদের উদাসিনতা ও অবহেলার কারণে যন্ত্রটি এখনো পুরো সচল করা সম্বব হয়নি।
 
এই এলাকার কয়েক লাখ মানুষের একমাত্র ভরসা সাটুরিয়া ৫০ শর্শ্যা স্বাস্থ্য কমপ্লেক্স। এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন রোগী ভর্তি থাকেন দেড় শতাধিক। প্রতিদিন শুধু বর্হিবিভাগই চিকিৎসা নেন ৫ শতাধিক রোগীর মধ্যে এক্স-রে পরীক্ষার জন্য রেফার্ড করা হয় অর্ধশাধিক রোগীকে। চিকিৎসকদের মতে, এসব রোগীর শরীরের বিভিন্ন অংশের সুক্ষè রোগ নির্ণয়ের জন্য এক-রে পরীক্ষা জরুরী। এটির রির্পোট পাওয়ার সাপেক্ষেই মুমূর্যু রোগীকে দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব বা অন্যত্র রের্ফাড করা যায়।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মামুন উর রশিদ বলেন, প্রায় ৩০ বছর আগে একটি এলালক এক্স-রে মেশিন দিয়েছিলেন স্বাস্থ্য বিভাগ। সেটি স্থাপনের পর থেকেই নানা সমস্যায় জর্জিত। যন্ত্রটি ঠিক করতে এ পর্যন্ত ৫০ বার চিঠি দিয়েছি। ৬ মাস আগে সরবারহকারী প্রতিষ্ঠান ঠিক করলেও তা পুর্ণ সচল করতে পারেনি। যে সমস্য গুলো রযেছে তা পুনরায় ঠিক করার জন্য বলা হয়েছে। আশা করি দুই তিন সপ্তাহের মধ্যে যন্ত্রটি আবার সচল করা হবে। যন্ত্রটি সচল হলে রোগীদের মতো আমাদের মধ্যে স্বস্তি ফিরবে।
 
সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আ.খ.ম নুরুল হক বলেন, সাটুরিয়াসহ ধামরাই নাগরপুরের কয়েক লক্ষাধিক মানুষের একমাত্র ভসরা সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স। এক্স-রে মেশিন আছে মাত্র একটি। তবুও এনালক। এখন ডিজিটাল যুগ হলেও এ স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন নেই। যাও আছে তাও নষ্ট হয়ে পড়ে আছে। এই মুক্তিযোদ্ধার দাবী,নষ্ট এনালক মেশিন  ফেলে দিয়ে একটি ডিজিটাল এক্স-রে মেশিন বরাদ্ধ দেওয়া হোক।

Rp / Rp

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত