ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

মোরেলগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা: কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আসন্ন দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১১টায় উপজেলার বারইখালী মিম কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
 
সভায় আগামী ১৬ মে খুলনায় “শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার এবং ১৭ মে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। উভয় কর্মসূচিতে যুব সমাজের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল সভার মূল লক্ষ্য।
 
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি মো. হারুন আল রশিদ। প্রধান বক্তা ছিলেন সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম হোসেন টিটো এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব বি. এম. রেজাউল করিম সোহাগ।
 
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল নেতাকর্মীরা অংশ নেন। বক্তব্য দেন তেলিগাতী ইউনিয়নের মো. কামরুল ইসলাম, পঞ্চকরন ইউনিয়নের জিল্লুর রহমান টুকু, দৈবজ্ঞহাটি ইউনিয়নের আসাদুজ্জামান বাদল, রামচন্দ্রপুর ইউনিয়নের মিল্টন, মো. সোহেল গাজী ও মো. মনিরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
বক্তারা বলেন, দেশের তরুণ প্রজন্মের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক চেতনায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ১৭ মে’র বিভাগীয় যুব সমাবেশ সফল করতে সবাইকে দলীয় ঐক্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
 
সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, এই কর্মসূচিগুলো তারুণ্যের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এবং মৌলিক ও রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে#। # সংবাদ প্রেরক# সৈয়দ লিয়াকত হোসেন, মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি, বাগেরহাট।

Rp / Rp

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী

বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে মোড়েলগঞ্জে হরতাল ও অবরোধ, স্থবির জনজীবন ব্যবসা-শিক্ষা কার্যক্রম বন্ধ

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়