ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

মোড়লগঞ্জে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ভাসছে পৌর শহর


টানা বৃষ্টিপাত ও নদীর জোয়ারের চাপে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহর পরিণত হয়েছে এক বিশাল জলাধারে। হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে শহরের প্রধান সড়ক ও বাজার এলাকা। জনদুর্ভোগ এখন চরমে, স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

বিশেষ করে মোরেলগঞ্জ বাজার, হাসপাতাল রোড, কলেজপাড়া, কৃষি ব্যাংক রোড, বাজার লঞ্চঘাট ও নতুন কাচাবাজার এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। স্কুলগামী শিশু থেকে শুরু করে চিকিৎসাসেবা নিতে আসা রোগী, কেউই এই দুর্যোগ থেকে রক্ষা পাচ্ছেন না। দোকানে পানি ঢুকে ব্যবসায়ীরা পড়েছেন ব্যাপক ক্ষতির মুখে।

স্থানীয়দের অভিযোগ, মোরেলগঞ্জ পৌর এলাকায় এখনো কোনো টেকসই বেড়িবাঁধ গড়ে তোলা হয়নি। সেই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার চরম বেহাল দশা প্রতিবছর বর্ষা মৌসুমে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটায়। পৌরসভার অব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবকেই মূল দায় হিসেবে দেখছেন তারা।

বৃহস্পতিবার (২৯ মে) পানিবন্দি পৌরসভার এসব এলাকাগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ইউএনও জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরকে।

এদিকে স্থানীয় বিএনপি ও জমায়েত নেতারা বলেন, “১৭ বছরে উন্নয়নের নামে শুধু আশ্বাস এসেছে, বাস্তব কোনো অগ্রগতি হয়নি।” তাদের মতে, টেকসই বেড়িবাঁধ এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ছাড়া এই সংকট থেকে মুক্তি মিলবে না।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বাজার এলাকার পানি প্রবেশের পথগুলো বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সামনের দিনগুলোতেও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রশাসনের কর্মকর্তারা।

মোরেলগঞ্জের সাধারণ মানুষ এখন আর অস্থায়ী সমাধানে সন্তুষ্ট নন। তাদের জোরালো দাবি—পাকা বেড়িবাঁধ, কার্যকর ড্রেনেজ এবং প্রশাসনিক সদিচ্ছা। তাদের মতে, বারবার একই দুর্ভোগ সহ্য না করে এবার স্থায়ী সমাধান চাই।

এক প্রবীণ প্রতিনিধিকে জানান “প্রতিবারই বর্ষায় ডুবে যাই, আবার উঠে দাঁড়াই। কিন্তু আর কতদিন এভাবে চলতে হবে ,,তাই কাগজে-কলমে নয়—বাস্তবে,, এ সমস্যার সমাধান চাই।

Rp / Rp

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক যুবদল নেতার মৃত্যু