মোড়লগঞ্জে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে ভাসছে পৌর শহর
টানা বৃষ্টিপাত ও নদীর জোয়ারের চাপে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহর পরিণত হয়েছে এক বিশাল জলাধারে। হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে শহরের প্রধান সড়ক ও বাজার এলাকা। জনদুর্ভোগ এখন চরমে, স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
বিশেষ করে মোরেলগঞ্জ বাজার, হাসপাতাল রোড, কলেজপাড়া, কৃষি ব্যাংক রোড, বাজার লঞ্চঘাট ও নতুন কাচাবাজার এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। স্কুলগামী শিশু থেকে শুরু করে চিকিৎসাসেবা নিতে আসা রোগী, কেউই এই দুর্যোগ থেকে রক্ষা পাচ্ছেন না। দোকানে পানি ঢুকে ব্যবসায়ীরা পড়েছেন ব্যাপক ক্ষতির মুখে।
স্থানীয়দের অভিযোগ, মোরেলগঞ্জ পৌর এলাকায় এখনো কোনো টেকসই বেড়িবাঁধ গড়ে তোলা হয়নি। সেই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার চরম বেহাল দশা প্রতিবছর বর্ষা মৌসুমে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটায়। পৌরসভার অব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবকেই মূল দায় হিসেবে দেখছেন তারা।
বৃহস্পতিবার (২৯ মে) পানিবন্দি পৌরসভার এসব এলাকাগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ইউএনও জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরকে।
এদিকে স্থানীয় বিএনপি ও জমায়েত নেতারা বলেন, “১৭ বছরে উন্নয়নের নামে শুধু আশ্বাস এসেছে, বাস্তব কোনো অগ্রগতি হয়নি।” তাদের মতে, টেকসই বেড়িবাঁধ এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ছাড়া এই সংকট থেকে মুক্তি মিলবে না।
পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বাজার এলাকার পানি প্রবেশের পথগুলো বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
তবে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সামনের দিনগুলোতেও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রশাসনের কর্মকর্তারা।
মোরেলগঞ্জের সাধারণ মানুষ এখন আর অস্থায়ী সমাধানে সন্তুষ্ট নন। তাদের জোরালো দাবি—পাকা বেড়িবাঁধ, কার্যকর ড্রেনেজ এবং প্রশাসনিক সদিচ্ছা। তাদের মতে, বারবার একই দুর্ভোগ সহ্য না করে এবার স্থায়ী সমাধান চাই।
এক প্রবীণ প্রতিনিধিকে জানান “প্রতিবারই বর্ষায় ডুবে যাই, আবার উঠে দাঁড়াই। কিন্তু আর কতদিন এভাবে চলতে হবে ,,তাই কাগজে-কলমে নয়—বাস্তবে,, এ সমস্যার সমাধান চাই।
Rp / Rp
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা