লিবিয়ায় দালালের নির্যাতনে মৃত্যু,দুই মাস পর লাশ এলো শিবচরের বাড়িতে

স্বপ্ন নিয়ে ভাগ্যের চাকা ঘোরাতে মাদারীপুর জেলার শিবচরের যুবক সজিব সরদার(২৮)। প্রায় ৮ মাস পর বাড়ি ফিরলেন,তবে লাশ হয়ে!ইতালি নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে দালাল চক্র বন্দী করে সজিবকে।এরপর দফায় দফায় বিক্রি,মারধর আর পরিবারের কাছ থেকে আদায় করা হয় বিপুল পরিমান টাকা।ছেলের মুক্তির জন্য জায়গা-জমি বিক্রি করে ৪৬ লাখ টাকা দিলেও শেষ রক্ষা হয়নি।দালালের নির্যাতনে চলতি বছরের গত ২০ মার্চ সজিব মারা যায় বলে খবর আসে গ্রামের বাড়িতে।এর আগে লিবিয়ার বন্দীশালায় মারধরের ভিডিও চিত্র পরিবারের কাছে পাঠিয়ে দফায় দফায় হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা!
বুধবার (২৮ মে) নিহতের লাশ বাড়ি পৌছালে শোকের ছায়া নেমে আসে আরেকবার।সজিবকে হারিয়ে ২ মাস ধরে নির্বাক মা-বাবা-বোনসহ স্বজনেরা।এবার শেষ বারের মতো দেখার প্রতীক্ষার অবসান হলো যেন নিঃস্ব এই পরিবারের।শেষ দেখাটা দেখলেন পরিবারের আত্মীয়-স্বজন সবাই।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে ,অবৈধ পথে ইতালি যাওয়ার উদ্দেশ্যে স্থানীয় মোঃ বোরহান বেপারী নামে এক দালালের মাধ্যমে গত বছরের অক্টোবরে বাংলাদেশ থেকে ইতালির উদ্দেশ্যে লিবিয়া পৌছায় শিবচরের নিলখী ইউনিয়নের বাগমারা এলাকার চান মিয়া সরদারের ছোট ছেলে সজিব সরদার।মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার দালাল বোরহান বেপারীর মাধ্যমে ১৫ লাখ টাকা চুক্তিতে ইতালির নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়া নেয়।সেখান থেকে সরাসরি ইতালি নেয়ার জন্য গেম দেবার কথা বলে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়।দুই দফা বিক্রি করে সজিবকে।মারধর করে দফায় দফায় ৪৬ লাখ টাকা আদায় করে দালাল চক্র।দালালের গেম ঘরে মারধরের শিকার হয়ে গত ১৯ মার্চ মারা যায় সজীব।পরের দিন মৃত্যুর খবর আসে পরিবারের কাছে।
নিহত সজীবের বোন শামীমা আক্তার বলেন 'মারা যাওয়ার পর লিবিয়ার এক হাসপাতালের মর্গে ছিল সজিবের লাশ।আমরা লাশ দেশে আনার জন্য বিভিন্ন মাধ্যমে সাথে যোগাযোগ করি।দীর্ঘ প্রক্রিয়া শেষে প্রায় ২ মাসের মাথায় বুধবার(২৮ মে) সকালের ফ্লাইটে লাশ বাংলাদেশে আসে।' দালালের নির্যাতনে ভাই মরলো। আজ ভাইর লাশ আসলো বাড়িতে। এই রকম বাড়ি আসা তো আমরা চাইনি। বিদেশ থেকে ভাই আসবে। কত আনন্দ হবে আমাদের। অথচ ভাই এলো লাশ হয়ে!'
নিহতের বাবা চানমিয়া সরদার বলেন,'আমার ছেলে ইতালি নেয়ার কথা বলে বোরহান দালাল লিবিয়া নিয়ে বিক্রি করে দেয়। দফায় দফায় ৪৬ লাখ টাকা নিছে। আমার সহায়-সম্পত্তিও গেলো,ছেলেও গেলো। আজ (বুধবার) ছেলে লাশ আসলো।এতোদিন পর ছেলের মরামুখ দেখলাম!আমি বোরহান দালালের বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত দালাল মোঃ বোরহান বেপারীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেলেও তাকে পাওয়া যায়নি।
শিবচর থানার পরিদর্শক(তদন্ত) মো.শাজাহান মিয়া বলেন,'এ ঘটনায় মামলা হয়েছে।লাশ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
Masum / Masum

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান
