মাদারীপুরের শিবচরে জমে উঠেছে পশুর হাট,পছন্দের পশুর দিকে দৃষ্টি ক্রেতার

কুরবানি সামনে রেখে জমে উঠেছে শিবচর উপজেলার পশুর হাটগুলো।গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকেই বিক্রেতা গরু-ছাগল নিয়ে আসেতে শুরু করেন হাটগুলোতে।ক্রেতাও তার পছন্দের পশু ক্রয়ের জন্য উপস্থিত হন হাটগুলোতে।মাদারীপুর জেলার শিবচর উপজেলায় কুরবানি সামনে রেখে ব্যাপকভাবে জমে উঠেছে পশুরহাট।উপজেলার বিভিন্ন স্থানে স্থায়ী হাটের পাশাপাশি অস্থায়ী হাট বসানো হয়েছে।সেসকল হাটে ইতোমধ্যেই উঠতে শুরু করেছে কুরবানির পশু।গরু-ছাগল নিয়ে নিয়ে ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে আসছেন হাটগুলোতে।তবে তীব্র গরমে গরু নিয়ে বিপাকে পরতে হচ্ছে ব্যবসায়ীদের।
সোমবার(২মে) দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলার চান্দেরচর গরুর হাটে দেখা গেছে বিক্রেতারা বৃষ্টি উপেক্ষা করে তাদের গরু-ছাগল বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছেন হাটে।চান্দেরচর হাটে গরু নিয়ে আসা স্থানীয় রাসেল বলেন,৭ দিন পরেই কুরবানির ঈদ। ইতোমধ্যে বিভিন্ন হাটে কুরবানির পশু নিয়ে যাওয়া হচ্ছে,বিক্রিও হচ্ছে।এখন যারা ঢাকার বিভিন্ন হাটে গরু নিয়ে যাবে,তারা কিছু গরু কিনছে।আর আমরাও হাটে নিয়ে আসা গরু বিক্রি করে দেয়ার চেষ্টাই করছি।কেননা,খামারের মধ্যে গরু এক রকম পরিবেশে অভ্যস্ত ছিল।হাটে আনা-নেয়ার ফলে গরমে সমস্যা হচ্ছে।বৃষ্টিতেও গরুগুলোকে ভিজতে হচ্ছে।সব মিলিয়ে হাটে নিয়ে আসা গরু বিক্রি করার চেষ্টা করছি আমারা।'
পারভেজ শিকদার বলেন'বৃষ্টি-বাদলের দিন হওয়ায় তাই আগেভাগে চলে আসলাম হাটে। অনেকে আসছেন গরু ছাগল দেখছেন।আবার কেউ তো দামও করছেন।তবে কেনার মতো দাম কেউ বলছেন না। ১০টি গরু নিয়ে এসেছি। দুই লাখ থেকে ছয় লাখ টাকা দামের গরু আছে আমার কাছে'।
উপজেলার মাদবরচর হাট এটি একটি ঐতিহ্যবাহী হাট।প্রতিবছর বাইরে থেকে অনেক ব্যবসায়ী এখান থেকে গরু কিনে নিয়ে যান।এই হাট ঘুরে একই চিত্র দেখতে পাওয়া যায়।হাটে আসা আব্দুর রহমান বলেন,'দাম মোটামুটি ভালোই।বাজার গতবারের তুলনায় এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে।হাটে গরু এনেছি।তবে মাঝেমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি থাকার পরও গরমে ভীষণ কষ্ট হচ্ছে,বাতাস দিতে হচ্ছে।
রুবেল নামে এক কৃষক বলেন,'ছোট্ট পরিসরে বাড়ির মধ্যেই আমার খামার।চারটি গরু বড় করেছি। হাটে উঠিয়েছি।তবে প্রচন্ড গরমে গরু অসুস্থ্যবোধ করছে। সারাক্ষণ বাতাস করতে হচ্ছে।'
গরু কিনতে আসা একাধিক বেপারী বলেন,'আমরা হাট ঘুরে ঘুরে গরু কিনতেছি।ঢাকায় নিয়ে যাবো।গ্রামে বাজার একটু চড়াই মনে হচ্ছে।কয়েকদিন ধরে বৃষ্টি একই সাথে গরমের তীব্রতা বাড়ছে। তাই পশু নিয়ে বিপাকে রয়েছি।'
লাভলু নামের এক গরু বিক্রেতা বলেন,‘আমি গরু নিয়ে বাজারে এসে বিপাকে পড়েছি; কারণ,ঢাকাসহ অন্যান্য জায়গা থেকে প্রচুর পাইকারেরা এখানে আসতেন,তাঁরা আজ বৃষ্টির কারণে অনেকেই আসতে পারেননি।’
গরু ছাগল কিনতে হাটে আসা একাধিক বেপারী বলেন,'আমরা হাট ঘুরে ঘুরে গরু কিনতেছি।ঢাকায় নিয়ে যাবো।গ্রামে বাজার একটু চড়াই মনে হচ্ছে। কয়েকদিন ধরে বৃষ্টি একই সাথে গরমের তীব্রতা বাড়ছে।'হাটে গরু ছাগল ক্রয় করাতে আসা একাধিক ক্রেতারা বলেন'বৃষ্টির কারণে পশু ক্রয় করতে ভয় হচ্ছে আবার তাপমাত্রা অনেক বেশি তাই পশু অসুস্থ হওয়ার ভয় থাকে,তবে পছন্দের পশু পেলে অবশ্যই ক্রয় করব'।
শিবচর প্রাণিসম্পদ অফিস সূত্র থেকে জানা গেছে, শিবচরের চলতি বছর ৭৭২ টি খামারে ১০ হাজার ৯শত ৭০টি গরু এবং ১০ হাজার ৭শত ৭০ টি ছাগল কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এর বিপরীতে গরুর চাহিদা রয়েছে ৯ হাজার ৮শত ৫০টি এবং ছাগলের চাহিদা ১০ হাজার ৩ শত ৫০ টি।এ বছর উপজেলায় উদ্বৃত্ত থাকছে মোট ১ হাজার ৫ শত ৪০ টি পশু।এছাড়াও সাধারণ কৃষকেরা কুরবানির জন্য আলাদা ভাবে গরু ছাগল বড় করেছেন।যেগুলো স্থানীয় হাট-বাজারে বিক্রি হবে।
শিবচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস বলেন,' শিবচর উপজেলা অনুমদিত মোট ৬ টি হাট রয়েছে।এছাড়াও ছোট ছোট হাটের সংখ্যা রয়েছে বেশ কিছু।সেখানে আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক থাকছে।এছাড়াও খামারিদের সার্বক্ষণিক আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি।গরমে পশুর জন্য সতর্ক থাকতে হবে খামারিসহ ব্যবসায়ীদের আমাদের টিম হাটগুলোতে পশুর সেবায় নিয়োজিত থাকছে।'
Masum / Masum

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান
