মাদারীপুরের শিবচরে জমে উঠেছে পশুর হাট,পছন্দের পশুর দিকে দৃষ্টি ক্রেতার
কুরবানি সামনে রেখে জমে উঠেছে শিবচর উপজেলার পশুর হাটগুলো।গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই সকাল থেকেই বিক্রেতা গরু-ছাগল নিয়ে আসেতে শুরু করেন হাটগুলোতে।ক্রেতাও তার পছন্দের পশু ক্রয়ের জন্য উপস্থিত হন হাটগুলোতে।মাদারীপুর জেলার শিবচর উপজেলায় কুরবানি সামনে রেখে ব্যাপকভাবে জমে উঠেছে পশুরহাট।উপজেলার বিভিন্ন স্থানে স্থায়ী হাটের পাশাপাশি অস্থায়ী হাট বসানো হয়েছে।সেসকল হাটে ইতোমধ্যেই উঠতে শুরু করেছে কুরবানির পশু।গরু-ছাগল নিয়ে নিয়ে ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে আসছেন হাটগুলোতে।তবে তীব্র গরমে গরু নিয়ে বিপাকে পরতে হচ্ছে ব্যবসায়ীদের।
সোমবার(২মে) দুপুরে মাদারীপুর জেলার শিবচর উপজেলার চান্দেরচর গরুর হাটে দেখা গেছে বিক্রেতারা বৃষ্টি উপেক্ষা করে তাদের গরু-ছাগল বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছেন হাটে।চান্দেরচর হাটে গরু নিয়ে আসা স্থানীয় রাসেল বলেন,৭ দিন পরেই কুরবানির ঈদ। ইতোমধ্যে বিভিন্ন হাটে কুরবানির পশু নিয়ে যাওয়া হচ্ছে,বিক্রিও হচ্ছে।এখন যারা ঢাকার বিভিন্ন হাটে গরু নিয়ে যাবে,তারা কিছু গরু কিনছে।আর আমরাও হাটে নিয়ে আসা গরু বিক্রি করে দেয়ার চেষ্টাই করছি।কেননা,খামারের মধ্যে গরু এক রকম পরিবেশে অভ্যস্ত ছিল।হাটে আনা-নেয়ার ফলে গরমে সমস্যা হচ্ছে।বৃষ্টিতেও গরুগুলোকে ভিজতে হচ্ছে।সব মিলিয়ে হাটে নিয়ে আসা গরু বিক্রি করার চেষ্টা করছি আমারা।'
পারভেজ শিকদার বলেন'বৃষ্টি-বাদলের দিন হওয়ায় তাই আগেভাগে চলে আসলাম হাটে। অনেকে আসছেন গরু ছাগল দেখছেন।আবার কেউ তো দামও করছেন।তবে কেনার মতো দাম কেউ বলছেন না। ১০টি গরু নিয়ে এসেছি। দুই লাখ থেকে ছয় লাখ টাকা দামের গরু আছে আমার কাছে'।
উপজেলার মাদবরচর হাট এটি একটি ঐতিহ্যবাহী হাট।প্রতিবছর বাইরে থেকে অনেক ব্যবসায়ী এখান থেকে গরু কিনে নিয়ে যান।এই হাট ঘুরে একই চিত্র দেখতে পাওয়া যায়।হাটে আসা আব্দুর রহমান বলেন,'দাম মোটামুটি ভালোই।বাজার গতবারের তুলনায় এখন পর্যন্ত ভালো মনে হচ্ছে।হাটে গরু এনেছি।তবে মাঝেমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি থাকার পরও গরমে ভীষণ কষ্ট হচ্ছে,বাতাস দিতে হচ্ছে।
রুবেল নামে এক কৃষক বলেন,'ছোট্ট পরিসরে বাড়ির মধ্যেই আমার খামার।চারটি গরু বড় করেছি। হাটে উঠিয়েছি।তবে প্রচন্ড গরমে গরু অসুস্থ্যবোধ করছে। সারাক্ষণ বাতাস করতে হচ্ছে।'
গরু কিনতে আসা একাধিক বেপারী বলেন,'আমরা হাট ঘুরে ঘুরে গরু কিনতেছি।ঢাকায় নিয়ে যাবো।গ্রামে বাজার একটু চড়াই মনে হচ্ছে।কয়েকদিন ধরে বৃষ্টি একই সাথে গরমের তীব্রতা বাড়ছে। তাই পশু নিয়ে বিপাকে রয়েছি।'
লাভলু নামের এক গরু বিক্রেতা বলেন,‘আমি গরু নিয়ে বাজারে এসে বিপাকে পড়েছি; কারণ,ঢাকাসহ অন্যান্য জায়গা থেকে প্রচুর পাইকারেরা এখানে আসতেন,তাঁরা আজ বৃষ্টির কারণে অনেকেই আসতে পারেননি।’
গরু ছাগল কিনতে হাটে আসা একাধিক বেপারী বলেন,'আমরা হাট ঘুরে ঘুরে গরু কিনতেছি।ঢাকায় নিয়ে যাবো।গ্রামে বাজার একটু চড়াই মনে হচ্ছে। কয়েকদিন ধরে বৃষ্টি একই সাথে গরমের তীব্রতা বাড়ছে।'হাটে গরু ছাগল ক্রয় করাতে আসা একাধিক ক্রেতারা বলেন'বৃষ্টির কারণে পশু ক্রয় করতে ভয় হচ্ছে আবার তাপমাত্রা অনেক বেশি তাই পশু অসুস্থ হওয়ার ভয় থাকে,তবে পছন্দের পশু পেলে অবশ্যই ক্রয় করব'।
শিবচর প্রাণিসম্পদ অফিস সূত্র থেকে জানা গেছে, শিবচরের চলতি বছর ৭৭২ টি খামারে ১০ হাজার ৯শত ৭০টি গরু এবং ১০ হাজার ৭শত ৭০ টি ছাগল কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এর বিপরীতে গরুর চাহিদা রয়েছে ৯ হাজার ৮শত ৫০টি এবং ছাগলের চাহিদা ১০ হাজার ৩ শত ৫০ টি।এ বছর উপজেলায় উদ্বৃত্ত থাকছে মোট ১ হাজার ৫ শত ৪০ টি পশু।এছাড়াও সাধারণ কৃষকেরা কুরবানির জন্য আলাদা ভাবে গরু ছাগল বড় করেছেন।যেগুলো স্থানীয় হাট-বাজারে বিক্রি হবে।
শিবচর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা হরিশ চন্দ্র বোস বলেন,' শিবচর উপজেলা অনুমদিত মোট ৬ টি হাট রয়েছে।এছাড়াও ছোট ছোট হাটের সংখ্যা রয়েছে বেশ কিছু।সেখানে আমাদের মেডিকেল টিম সার্বক্ষণিক থাকছে।এছাড়াও খামারিদের সার্বক্ষণিক আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি।গরমে পশুর জন্য সতর্ক থাকতে হবে খামারিসহ ব্যবসায়ীদের আমাদের টিম হাটগুলোতে পশুর সেবায় নিয়োজিত থাকছে।'
Masum / Masum
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা