ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সাটুরিয়ায় কোরবানির পশুর হাটে সরবরাহ বেশি, দাম কম: খামারিদের লোকসানের আশঙ্কা


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাটুরিয়ার কোরবানির পশুর হাটগুলোতে এবার চাহিদার তুলনায় প্রায় ৬ হাজার অতিরিক্ত পশু উঠেছে। ফলে হাটে পশুর সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমে গেছে। ইতোমধ্যে সাটুরিয়ার বিভিন্ন পশুর হাট জমে উঠতে শুরু করেছে। যেখানে বেপারীরা কেনার চাইতে ১০-১৫ হাজার টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে। যা খামারি ও বিক্রেতাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
 
সাটুরিয়ার বিভিন্ন খামারীদের সাথে কথা বলে জানাগেছে গরু, ছাগল ও ভেড়ার উৎপাদন খরচ গত বছরের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। খাদ্য, ওষুধ ও শ্রমিকের মূল্যবৃদ্ধির কারণে এই খরচ বেড়েছে। তবে হাটে পশুর সরবরাহ বেশি থাকায় প্রত্যাশিত দাম পাচ্ছেন না তারা।
 
সাটুরিয়ার হরগজের পশুরু হাটে পর পর দুই দিন ঘুরে দেখা গেছে, ৭০ হাজার থেকে দেড় লক্ষ টাকা মূলে গরুর চাহিদা সবচেয়ে বেশী। দেড় লক্ষ থেকে উপররের পশুর চাহিদা তুলনামুলক কম। বিক্রেতা ও খামারিরা বলছেন, এ বছর ৪-৫ টি গরু নিয়ে আসলে বিক্রি করতে পারছি না। প্রতিটি গরুর দাম ১০-২০ হাজার টাকা কম বলছেন। বাধ্য হয়ে দিন শেষে ট্রাক ভাড়া উঠানোর জন্য ২/১ টি গরু কম দামে বিক্রি করে বাড়ি যাচ্ছি। ফলে বিক্রেতারা লোকসানের মুখে পড়ছেন।
 
সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন বলেন, এবার কোরবানির জন্য গরু (ষাঁড়, বলদ) ৮ হাজার ৬শত ১ টি এবং ছাগল - ভেড়া ৫ হাজার ৬ শত ১৯টিসহ মোট ১৪ হাজার ২ শত ২০টি লালন পালন করা হয়েছে। আর সাটুরিয়ায় চাহিদা রয়েছে ৯ হাজার ৫টি। আর বেশী থাকছে ৫ হাজার ২ শত ১৫টি পশু।
 
সাটুরিয়ার হরগজ পশুর হাটে আলিম নামে বেপারী বলেন, আমি ঢাকার সাভার থেকে ৬ টি গরু নিয়ে আসছি। বিকাল পর্যন্ত গরুর দামই বলে না। প্রতিটি গরু কেনার চাইতে ১৫-২০ হাজার টাকা কম বলছে। পরে সব গরু ফেরত নিয়ে যাচ্ছি। 
 
গোপালপুর এলাকার আক্কাছ মিয়া বলেন, আমি শখ করে ২ টি ষাঁড় বড় করেছি ঈদকে সামনে রেখে। প্রতিদিন কুড়া, ভুষি ও খাস খাওয়েছি। দুইটা ষাঁড়ে আমি ১ লক্ষ ২০ হাজার টাকা কিনে ৯ মাস পালছি। আমার খরচ ও কেনার দাম বলছে না। 
 
বরাইদ ইউনিয়নের ধুলুট গ্রামের নিজু মিয়া নামে খামারি বলেন. এ বছর আমি ২০ টি গরু লালন – পালন করেছি। এ বছর গরুর হাটে দাম কম।  বাজার না বাড়লে আমার এক থেকে দেড় লক্ষ টাকা লোকসান হবে।
 
 রাজরের লুৎফর রহমান বলেন, কোরবানির ঈদকে সামনে রেখে ৭ টা ষাঁড় বড় করেছি। যে সাঁড় খরচ হয়েছে ৯০ হাজার টাকা সে ষাঁড়ের দাম বলছে সর্বোচ্চ ৭০ হাজার টাকা করে। এভাবে বিক্রি করব কিভাবে। লোন করে এতগুলি ষাঁড় পালছি। আমি বিক্রি করতে না পারলে ঋনের টাকা কিভাবে পরিশোধ করব। বুঝতে পারছি না।
 
 গোপালুপুর গ্রামের হারুন বলেন এ বছর ৫ টি গরু কোরবানির ঈদে বিক্রি করব বলে আশা করছি। কিন্তু বাজার যে অবস্থা মূলধনই উঠবে না। তবে আশায় আছি ঈদের আগে বৃহস্পতি ও শুক্রবার হাটে উপযুক্ত দাম পাব। 
 
সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন বলেন, সাটুরিয়ায় চাহিদার তুলনায় ৫ হাজার ২ শত ১৫টি পশু বেশী পশু রয়েছে। দাম গত বছরের তুলনায় এ বছর বড় গরুর দাম কম যাচ্ছে হাটে। তবে এক লক্ষ টাকার নিচে গবাদি পশুর দাম স্বাভাবিক আছে বলে দাবী এই কর্মকর্তার। আশা করছি ঈদের আগে  বড় গরুর দামও বাড়বে।

Rp / Rp

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত