ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সাটুরিয়ায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি


ওমর ফারুক, মানিকগঞ্জ photo ওমর ফারুক, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩-৬-২০২৫ রাত ৯:২৮

মানিকগঞ্জের সাটুরিয়ায় দৈনিক আজকের পত্রিকার সাটুরিয়া উপজেলা প্রতিনিধি ও এশিয়ান এজের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ লুৎফর রহমানকে সংবাদ প্রকাশের জের ধরে প্রাণ নাশের হুমকি দিয়েছে ইউনিয়ন ছাত্রদলের কর্মী দাবী করা ফয়সাল মোল্লা। 

এ ব্যাপারে ভুক্তভোগী সংবাদকর্মী সাটুরিয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। এ ঘটনায় সাটুরিয়ায় কর্মরত সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। হুমকি দাতা কথিত ছাত্রদল নেতা ফয়সালকে আইনের আশ্রয়ে নিয়ে না আসলে সাটুরিয়া প্রেসক্লাব বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন সাংবাদিকেরা।

বিষয়টি সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুল ইসলাম নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মঙ্গলবার সাংবাদিক মোহাম্মদ লুৎফর রহমান থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত চলমান রয়েছে।

দৈনিক আজকের পত্রিকা ও এশিয়ান এজের মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আমি সম্প্রতি সাটুরিয়ার ফুকুরহাটি ইউনিয়নের যুমান ব্রিক্সের গরম গ্যাসে শত বিঘা জমির ফষল নষ্ট, এমন শিরনামে সিরিজ সংবাদ প্রকাশ করি। তাছাড়া হরগজ মোড় হতে শিমুলিয়া চৌরাস্তা পূন: নির্মাণ সংক্রান্তে সংবাদও প্রকাশ করি। এতে একটি কুচক্রী মহল আমার ওপর ক্ষিপ্ত হয়। এরই জের ধরে হরহগজ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের ফয়সাল মোল্লা (২২) গত ২৩-০৫-২০২৫ তারিখে আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় হরগজ বাজারে আমার পথ রোধ করে বলে, তোর মত সাংবাদিককে পিটিয়ে মেরে ফেল্লেও আমাকে কেও কিছু বলার সাহস পাবে না। উক্ত সংবাদ গুলি আমি কেন প্রকাশ করছি এবং সংবাদ গুলি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কেন ডিলেট করিনি বলে থ্রেড করে। উক্ত সংবাদটি সত্য এবং জনগণের জন্য কল্যাণকর বুঝাইতে চাইলে ফয়সাল ঘটনাস্থলে স্থানীয় লোকদের সম্মুখে আমাকে হুমকি দেয় সময়মত একাকী পাইলে মারপিটসহ খুন, জখম করিবে বলে চলে যায়। এছাড়াও তিনি আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বিভ্রান্তি মূলক তথ্য প্রচার ও হুমকি অব্যাহত রেখেছে। এতে আমি নিরাপত্তা হিনতায় ভোগছি। তাই বিষয়টি নিয়ে মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করি। 

এদিকে সাংবাদিক মুাহাম্মদ লুৎফর রহমানকে কথিত ছাত্রদল নেতার হুমকি দেওয়ায় সাটরিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

এ ব্যাপারে সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে। আমাদের সহকর্মী লুৎফর রহমান সম্প্রতি ইট ভাটা ও হরগজের রাস্তা পূণঃ সংস্কার নিয়ে নিউজ করার জেরে ক্ষিপ্ত হয়ে প্রাণ নাশের হুমকি দিয়ছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তদন্ত সাপেক্ষে হুমকি দাতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় আমরা তিব্র নিন্ধা ও প্রতিবাদ জানাই। দ্রুত সময়ের মধ্যে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব।  

এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, ফয়সাল মোল্লাকে কখনও বিএনপি ও ছাত্রদলের কোন কর্মসুচিতে দেখিনি। জুলাই- আগষ্ট ২০২৪ এর পর থেকে নিজেকে ছাত্রদল কর্মী পরিচয় দিয়ে আসছে। মূলত ফয়সাল মোল্লার সাথে ছাত্রদলের কোন সম্পৃক্তা নেই।

এ ব্যাপারে অভিযুক্ত ফয়সাল মোল্লার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুল ইসলাম বলেন, সাংবাদিক মোহাম্মদ লুৎফর রহমান মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি আমলে নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। অভিযোগ প্রমাণীত হলে প্রচলিত আইনের আওয়াতায় নিয়ে আসা হবে ফয়সাল মোল্লাকে।

Masum / Masum

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী