ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

শেরপুরে ইউনাইটেড স্কুলের ১৬ শিক্ষার্থীকে পিটুনি, দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি


শেরপুর জেলা প্রতিনিধি photo শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২৫ দুপুর ৩:৩২
শেরপুর জেলা শহরের গোপালবাড়ির ইউনাইটেড স্কুলের ৫ম শ্রেণির ১৬ শিক্ষার্থীকে বেধড়ক বেত্রাঘাত করার অভিযোগ পাওয়া গেছে। এতে দুই শিক্ষার্থীকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। 
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো জেলা শহরের গোপালবাড়ি মহল্লার মাইনুল ইসলামের মেয়ে মারিয়া আক্তার জুঁই (১১) ও জজ মিয়ার মেয়ে ফাতেমা আক্তার ঝুমা (১১)।
ঘটনাটি ঘটেছে ২৩ জুন সোমবার বিকেলে, তবে অসুস্থ শিক্ষার্থীদের রাতে হাসপাতালে ভর্তি করা হয়। 
অভিভাবকদের অভিযোগ, ইউনাইটেড স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা চলছিল। পরীক্ষা শেষ খাতা দিতে দেরি করায় স্কুলের শিক্ষক পঙ্কজ দেবনাথ ১৬ জন শিক্ষার্থীকে বেত দিয়ে বেধড়ক পিটুনি দেয়। এসময় তিন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। পরে মাথায় পানি দেয়ার পর তাদের জ্ঞান ফিরে আসে। স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। কিন্তু রাতে শরীরে ব্যথা ও আতঙ্কিত হয়ে পড়ায় রাতেই  জুই ও ঝুমাকে শেরপুর  জেলা হাসপাতালে ভর্তি করা হয়। 
এসময় ছাত্র অভিভাবকরা দায়ী শিক্ষকের বিচার দাবী করেন।
এব্যাপারে ৫ম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার জুঁই বলে, আমাদের ক্লাশে পরীক্ষা দিচ্ছিলাম। বেল দিয়ে দিছিলো তখন আমরা খাতা দিতে দেরি করেছিলাম। তাই আমাদেরকে পঙ্কজ স্যার বেত দিয়ে মেরেছে। চারজন বাদে আর সবাইকে স্যার মেরেছে। পরে সবাইকে মলম লাগিয়েছে। বড়ি খাইয়ে দিয়েছে। আমার মাথায় পানি দিয়েছে। আরেক শিক্ষার্থী ফাতেমা আক্তার ঝুমা জানায়, আমাদের ক্লাসে ২০ জন ছাত্র রয়েছে। চারজন বাদে ১৬ জনকে স্যার মেরেছে। আমার সেন্স ছিলোনা। আমার অনেক ব্যাথা লেগেছে। 
অভিভাবক রিনা আক্তার বলেন, আমার কাছে স্কুল থেকে খবর আসে যে, আমার মেয়ে অসুস্থ। স্কুলে গিয়ে দেখি আমার মেয়ের মাথায় পানি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলে শিক্ষক বলেন যে, লেখা পড়া করলে এরক পিটুনি খেতেই হবে। আমার মেয়ে ভয় পাচ্ছে। ব্যাথা বেশি অনুভব করায় রাতে হাসপাতালে ভর্তি করেছি। স্বপ্না বেগম বলেন, ১৬ জনকে পিটিয়েছে। আমার মেয়ের অবস্থা বেশি খারাপ হয়েছিলো। বেশি খারাপ লাগায় হাসপাতালে ভর্তি করেছি। আমরা এঘটনার বিচার চাই। 
শেরপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আফরোজা আক্তার জাহান জানান, দুই শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে ।

Rp / Rp

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত