শেরপুরে একযোগে ৩৩ কলেজ ও মাদ্রাসায় ছাত্রদলের কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখা সংগঠনকে শক্তিশালী করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রম গতিশালী করতে নতুন করে কমিটি করা হয়েছে। এরই অংশ হিসেবে ২৪ জুন মঙ্গলবার রাতে শেরপুর জেলার ৩৩টি কলেজ ও কলেজ পর্যায়ের মাদ্রাসায় কমিটি গঠন করেছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল ৩৩টি কমিটি অনুমোদন করেন। এর আগে কখনো একসাথে ছাত্রদলের এতগুলো কমিটি গঠন করা হয়নি। ছাত্রদলের কমিটি পেয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা খুশি।
৩৩টি কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা হচ্ছেন যথাক্রমে, শেরপুর সদরের শেরপুর কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট (এটিআই) এর সভাপতি জিনাত শাহারিয়ার সিয়াম ও সাধারণ সম্পাদক মো: তানভীর ইসলাম, নিজাম উদ্দিন আহমেদ কলেজের সভাপতি সজিব খাঁন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আকাশ, তাতালপুর মডেল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সভাপতি মোঃ স্বাধীনূর ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক লাভলু হোসাইন, শেরপুর মডেল গালর্স ডিগ্রি কলেজের সভাপতি মিনা, সাধারণ সম্পাদক জান্নাত আক্তার, শেরপুর সরকারী মহিলা কলেজের সভাপতি সুমি আক্তার, সাধারণ সম্পাদক মোছা: বিথী আক্তার, শেরপুর ডা. সেকান্দর আলী কলেজের সভাপতি মোঃ স্বাধীন, সাধারণ সম্পাদক সৌরভ আহমেদ, জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সভাপতি লাবিব হাসান লিখন সাধারণ সম্পাদক মোঃ মিনাল হোসাইন, কসবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সভাপতি ঝলক আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ মিলন মিয়া, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার সভাপতি মোঃ বাজিদুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আহমেদ, শেরপুর কামারেরচর ডিগ্রি কলেজের সভাপতি মো: অলপ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মারুফ হাসান, শেরপুর পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক মুহিবুল আলম ওসান, নকলা উপজেলার সরকারি হাজী জালমামুদ কলেজের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান হৃদয়, চৌধুরী ছবরুননেছা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি সুমনা আফরিন সুপ্তি, সাধারণ সম্পাদক মারজিয়া আক্তার, ধুকুড়িয়া এজেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সভাপতি মোঃ রাকিবুল, সাধারণ সম্পাদক মোঃ সিফাত মিয়া, সাইলামপুর ইসলাম নগর স্কুল এন্ড কলেজের সভাপতি জাকারিয়া হোসাইন জয়, সাধারণ সম্পাদক দুর্জয় হোসাইন শান্ত, বিবির চর রহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, সভাপতি রাশেদুল ইসলাম সাধারণ সম্পাদক হৃদয় মিয়া, নকলা শাহারিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সভাপতি সোহানুর ইসলাম অন্তর, সাধারণ সম্পাদক মোঃ শাকিল, চন্দ্রকোনা ডিগ্রি কলেজের সভাপতি মোঃ রাকিব নূর, সাধারণ সম্পাদক সাজ্জাত আলম, ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি মোনালিসা পারভীন, সাধারণ সম্পাদক সুমাইয়া শিমু, ডা: সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউটের সভাপতি মুহাইমিনুল ইসলাম মুস্তাকিম, সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রকিব, সরকারী আদর্শ মহাবিদ্যালয় কলেজের সভাপতি রিয়াদ হাসান সাধারণ সম্পাদক দিলারা জান্নাত, আলহাজ্ব শফিউদ্দিন ডিগ্রী কলেজের সভাপতি ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মোঃ সায়েদুর ইসলাম, নালিতাবাড়ী উপজেলার রাজনগর রাহমানিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সভাপতি আবু আইয়ুব, সাধারণ সম্পাদক : মোঃ দেলোয়ার, হাজী নূরুল হক নুন্নী পোড়াগাঁও মৈত্রী কলেজের সভাপতি মোস্তাফিজুর রহমান (মোক্তার), সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, নালিতাবাড়ী সরকারী টেনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি মোমেন মিয়া, সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া, রূপনারায়ন কুড়া আলিম মাদ্রাসার সভাপতি আবু হুজাইফা, সাধারণ সম্পাদক আলভী জাওয়াদ, তারাগঞ্জ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সভাপতি মোঃ আসাদুল্লাহ ইসলাম (আসাদ), সাধারণ সম্পাদক শাহ জাহান বাদশা, হিরন্ময়ী হাই স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ আবু আনছারী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ, নালিতাবাড়ী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল হাসনাত সিয়াম, নালিতাবাড়ী শহিদ আব্দুর রশিদ মহিলা কলেজের সভাপতি সুবর্ণা খাতুন, সাধারণ সম্পাদক হাফসা বেগম রোমা, শ্রীবরদী উপজেলার শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসার সভাপতি নাসির উদ্দিন মাহী, সাধারণ সম্পাদক মোঃ রাকিব চৌধুরী, আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের সভাপতি সানজিদা আক্তার বর্ষা, সাধারণ সম্পাদক মোছাঃ রুনা আক্তার জোনাকি।
এসময় ছাত্রদলের সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু বলেন, আগামী নির্বাচনে নতুন প্রজন্মকে ছাত্রদলের পতাকাতলে ঐক্যবদ্ধ করতে কাজ করছি। সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল বলেন, আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের প্রতিনিধি রাখছি। শেরপুর জেলা ছাত্রদলের কার্যক্রকে আমরা গতিশীল করছি।
Rp / Rp

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী
Link Copied