কুষ্টিয়া কোর্ট স্টেশন: অবহেলার করুণ চিত্র, প্রতিদিনই যাত্রীদের দুর্ভোগ
দীর্ঘদিন ধরে অবহেলার শিকার কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ কোর্ট স্টেশন। প্রতিদিন এই স্টেশন দিয়ে ঢাকা, রাজশাহী, বেনাপোলসহ দেশের গুরুত্বপূর্ণ রুটের বহু ট্রেন যাতায়াত করছে। কিন্তু চরম অব্যবস্থাপনা ও অবকাঠামোগত দুর্বলতার কারণে যাত্রীদের দুর্ভোগ পিছু ছাড়ছে না।
স্টেশনটির সবচেয়ে বড় সমস্যা এর নিচু ও ছোট প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম এতটাই নিচু যে ট্রেন থেকে ওঠা-নামার সময় প্রতিদিনই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীদের জন্য এটি রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। অনেকেই আহত হচ্ছেন, পড়ে যাচ্ছেন, কেউবা হারাচ্ছেন জীবনের মূল্যবান সময় ও অর্থ।
এ সমস্যার স্থায়ী সমাধানে প্ল্যাটফর্মটি দ্রুত উঁচু ও সম্প্রসারিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, স্টেশনের এই প্রাথমিক সুবিধাগুলো না থাকায় কোর্ট স্টেশনের গুরুত্ব হারাতে বসেছে।
নিরাপত্তার ক্ষেত্রেও রয়েছে চরম অব্যবস্থা। রেলওয়ে পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও প্রতিদিনই ঘটছে পকেটমার ও ছিনতাইয়ের ঘটনা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় অনেকে স্টেশন ব্যবহার করতে ভয় পাচ্ছেন।
পরিচ্ছন্নতার অবস্থাও অত্যন্ত শোচনীয়। স্টেশনজুড়ে ময়লা-আবর্জনার স্তুপ, নোংরা বাথরুম, অপরিচ্ছন্ন যাত্রী প্রতীক্ষালয়, এমনকি ভিআইপি রুম পর্যন্ত নোংরা অবস্থায় রয়েছে। বৃষ্টির সময় প্ল্যাটফর্মের ছাউনির ফাঁক দিয়ে পানি পড়ে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। যাত্রীদের বসার বেঞ্চগুলোও ময়লা এবং ধুলোয় আচ্ছাদিত। পরিচ্ছন্ন কর্মী নিয়োগ থাকলেও কার্যকর কোনো তদারকি নেই।
এ নিয়ে এক ক্ষুব্ধ যাত্রী বলেন, "প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করছে, অথচ নেই কোনো নিরাপত্তা, নেই ন্যূনতম পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা। আমরা চাই দ্রুত এই স্টেশনের সংস্কার ও উন্নয়ন করা হোক।"
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন, কোর্ট স্টেশনটিকে অবিলম্বে আধুনিকীকরণ ও পুনর্গঠনের মাধ্যমে যাত্রীসেবার মানোন্নয়ন করা প্রয়োজন। এর মাধ্যমে যেমন দুর্ঘটনা কমবে, তেমনি যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে যাতায়াত করতে পারবেন।
Rp / Rp
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত