ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

কুষ্টিয়া কোর্ট স্টেশন: অবহেলার করুণ চিত্র, প্রতিদিনই যাত্রীদের দুর্ভোগ


মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি photo মীর রকিবুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২৫ দুপুর ৩:৫৮

দীর্ঘদিন ধরে অবহেলার শিকার কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ কোর্ট স্টেশন। প্রতিদিন এই স্টেশন দিয়ে ঢাকা, রাজশাহী, বেনাপোলসহ দেশের গুরুত্বপূর্ণ রুটের বহু ট্রেন যাতায়াত করছে। কিন্তু চরম অব্যবস্থাপনা ও অবকাঠামোগত দুর্বলতার কারণে যাত্রীদের দুর্ভোগ পিছু ছাড়ছে না।

স্টেশনটির সবচেয়ে বড় সমস্যা এর নিচু ও ছোট প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম এতটাই নিচু যে ট্রেন থেকে ওঠা-নামার সময় প্রতিদিনই ঘটে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীদের জন্য এটি রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। অনেকেই আহত হচ্ছেন, পড়ে যাচ্ছেন, কেউবা হারাচ্ছেন জীবনের মূল্যবান সময় ও অর্থ।

এ সমস্যার স্থায়ী সমাধানে প্ল্যাটফর্মটি দ্রুত উঁচু ও সম্প্রসারিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, স্টেশনের এই প্রাথমিক সুবিধাগুলো না থাকায় কোর্ট স্টেশনের গুরুত্ব হারাতে বসেছে।

নিরাপত্তার ক্ষেত্রেও রয়েছে চরম অব্যবস্থা। রেলওয়ে পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও প্রতিদিনই ঘটছে পকেটমার ও ছিনতাইয়ের ঘটনা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় অনেকে স্টেশন ব্যবহার করতে ভয় পাচ্ছেন।

পরিচ্ছন্নতার অবস্থাও অত্যন্ত শোচনীয়। স্টেশনজুড়ে ময়লা-আবর্জনার স্তুপ, নোংরা বাথরুম, অপরিচ্ছন্ন যাত্রী প্রতীক্ষালয়, এমনকি ভিআইপি রুম পর্যন্ত নোংরা অবস্থায় রয়েছে। বৃষ্টির সময় প্ল্যাটফর্মের ছাউনির ফাঁক দিয়ে পানি পড়ে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। যাত্রীদের বসার বেঞ্চগুলোও ময়লা এবং ধুলোয় আচ্ছাদিত। পরিচ্ছন্ন কর্মী নিয়োগ থাকলেও কার্যকর কোনো তদারকি নেই।

এ নিয়ে এক ক্ষুব্ধ যাত্রী বলেন, "প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করছে, অথচ নেই কোনো নিরাপত্তা, নেই ন্যূনতম পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা। আমরা চাই দ্রুত এই স্টেশনের সংস্কার ও উন্নয়ন করা হোক।"

স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন, কোর্ট স্টেশনটিকে অবিলম্বে আধুনিকীকরণ ও পুনর্গঠনের মাধ্যমে যাত্রীসেবার মানোন্নয়ন করা প্রয়োজন। এর মাধ্যমে যেমন দুর্ঘটনা কমবে, তেমনি যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে যাতায়াত করতে পারবেন।

Rp / Rp

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী

বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে মোড়েলগঞ্জে হরতাল ও অবরোধ, স্থবির জনজীবন ব্যবসা-শিক্ষা কার্যক্রম বন্ধ

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়